Jio new recharge Plan 2024: বাড়ল রিচার্জের খরচ, জিও-র কোন প্ল্যানে কত খরচ বৃদ্ধি? দেখুন তালিকা

Jio new recharge Plan 2024 | jio 5g recharge price hike

Jio new recharge Plan 2024 (5g): এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় একটি টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Jio)। গ্রাহকদের কথা মাথায় রেখেই প্রতিনিয়ত এই সংস্থার তরফ থেকে নিত্য নতুন রিচার্জ প্ল্যান (Jio new Recharge Plan 2024) নিয়ে আসা হয়ে থাকে। তবে এবারের রিচার্জ প্ল্যান দেখে অনেকেরই মাথায় হাত। অনেকটাই খরচ বৃদ্ধি হতে চলেছে নতুন এই প্ল্যানে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

জুলাই মাসের শুরু থেকেই দাম বাড়তে চলেছে জিও-র রিচার্জ প্ল্যানের। আগামী মাসের শুরু থেকেই রিচার্জের জন্য আপনাকে খরচ করতে হবে অতিরিক্ত টাকা। আগামী মাসের ৩ তারিখ থেকেই কার্যকর হবে নতুন রিচার্জ প্ল্যান গুলি। দৈনিক ২ জিবি ডেটা প্যাকের কম প্ল্যানের ইউজাররা আর আনলিমিটেড ডেটা বা ইন্টারনেটের সুবিধা পাবে না। কেবলমাত্র দৈনিক ২ জিবির বেশি ডেটা প্ল্যান গুলির ক্ষেত্রেই ইউজাররা উপভোগ করতে পারবেন আনলিমিটেড ডেটার সুবিধা। শুধু প্রিপেড নয়, প্রিপেইডের সাথে সাথে খরচ বাড়ছে পোস্টপেড প্ল্যানের‌ও। সম্প্রতি নতুন ৫জি রিচার্জ প্ল্যানের তালিকা প্রকাশ করেছে রিলায়েন্স জিও ইনফোকম।

আসুন জেনে নিই জিও-র নতুন রিচার্জ প্ল্যানে কোন প্যাকেজে কত দাম বৃদ্ধি (Jio new recharge Plan 2024)

এক মাসের রিচার্জ প্ল্যান (২৮ দিনের প্ল্যান)

  • আগে ১৫৫ টাকায় ২ জিবি ডেটা বা ইন্টারনেট পাওয়া যেত, ২৮ দিনের বৈধতার সাথে। নতুন রিচার্জ প্ল্যানে এই খরচ বেড়ে হয়েছে ১৮৯ টাকা
  • আগে ২০৯ টাকায় পাওয়া যেত প্রতিদিন ১ জিবি করে ডেটা ২৮ দিনের বৈধতার সাথে। এখন এর খরচ বেড়ে হয়েছে ২৪৯ টাকা
  • আগে ২৩৯ টাকায় ২৮ দিনের জন্য পাওয়া যেত প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ২৯৯ টাকা।
  • আগে ২৯৯ টাকায় ২৮ দিনের জন্য পাওয়া যেত প্রতিদিন ২ জিবি করে ডেটা। নতুন রিচার্জ প্ল্যানে এর খরচ বেড়ে হয়েছে ৩৪৯ টাকা।
  • আগে ৩৪৯ টাকায় ২৮ দিনের জন্য পাওয়া যেত প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা। নতুন রিচার্জ প্ল্যানে এর খরচ বেড়ে হয়েছে ৩৯৯ টাকা।
  • আগে ৩৯৯ টাকায় ২৮ দিনের জন্য পাওয়া যেত প্রতিদিন ৩ জিবি করে ডেটা। নতুন রিচার্জ প্ল্যানে এর খরচ বেড়ে হয়েছে ৪৪৯ টাকা।

দুই মাসের রিচার্জ প্ল্যান (৫৬ দিনের প্ল্যান)

  • আগে ৪৭৯ টাকার রিচার্জে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যেত ৫৬ দিনের জন্য। নতুন প্ল্যানে এর জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৫৭৯ টাকা।
  • আগে ৫৩৪ টাকার রিচার্জে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যেত ৫৬ দিনের জন্য। নতুন প্ল্যানে এর জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৬২৯ টাকা।

তিন মাসের রিচার্জ প্ল্যান (৮৪ দিনের প্ল্যান)

  • আগে ৩৯৫ টাকার রিচার্জে ৬ জিবি ডেটা পাওয়া যেত ৮৪ দিনের জন্য। নতুন প্ল্যানে এর জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৪৭৯ টাকা।
  • আগে ৬৬৬ টাকার রিচার্জে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যেত ৮৪ দিনের জন্য। নতুন প্ল্যানে এর জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৭৯৯ টাকা।
  • আগে ৭১৯ টাকার রিচার্জে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যেত ৮৪ দিনের জন্য। নতুন প্ল্যানে এর জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৮৫৯ টাকা।
  • আগে ৯৯৯ টাকার রিচার্জে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যেত ৮৪ দিনের জন্য। নতুন প্ল্যানে এর জন্য গ্রাহকদের খরচ করতে হবে ১১৯৯ টাকা।

একবছরের রিচার্জ প্ল্যান (৩৩৬ দিনের প্ল্যান)

  • আগে ১৫৫৯ টাকার রিচার্জে ২৪ জিবি ডেটা পাওয়া যেত ৩৩৬ দিনের জন্য। নতুন প্ল্যানে এর জন্য খরচ করতে হবে ১৮৯৯ টাকা।
  • আগে ২৯৯৯ টাকার রিচার্জে প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পাওয়া যেত ৩৬৫ দিনের জন্য। নতুন প্ল্যানে এর জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৩৫৯৯ টাকা।

ডেটা অ্যাড অন প্ল্যান 

  • আগে ১৫ টাকায় পাওয়া যেত ১ জিবি ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ১৯ টাকা। 
  • ২৫ টাকায় পাওয়া যেত ২ জিবি ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ২৯ টাকা। 
  • ৬১ টাকায় পাওয়া যেত ৬ জিবি ডেটা। এর নতুন খরচ হচ্ছে ৬৯ টাকা। 

একনজরে Jio new recharge Plan 2024

বর্তমান রিচার্জ মুল্য (টাকায়)প্ল্যান বেনিফিট
(আনলিমিটেড ভয়েস ও এস‌এম‌এস প্ল্যান)
প্ল্যানের বৈধতানতুন রিচার্জ মুল্য (টাকায়)
১৫৫২ জিবি২৮ দিন১৮৯
২০৯১ জিবি/প্রতিদিন২৮ দিন২৪৯
২৩৯১.৫ জিবি/প্রতিদিন২৮ দিন২৯৯
২৯৯২ জিবি/প্রতিদিন২৮ দিন৩৪৯
৩৪৯২.৫ জিবি/প্রতিদিন২৮ দিন৩৯৯
৩৯৯৩ জিবি/প্রতিদিন২৮ দিন৪৪৯
৪৭৯১.৫ জিবি/প্রতিদিন৫৬ দিন৫৭৯
৫৩৩২ জিবি/প্রতিদিন৫৬ দিন৬২৯
৩৯৫৬ জিবি৮৪ দিন৪৭৯
৬৬৬১.৫ জিবি/প্রতিদিন৮৪ দিন৭৯৯
৭১৯২ জিবি/প্রতিদিন৮৪ দিন৮৫৯
৯৯৯৩ জিবি/প্রতিদিন৮৪ দিন১১৯৯
১৫৫৯২৫ জিবি৩৩৬ দিন১৮৯৯
২৯৯৯২.৫ জিবি/প্রতিদিন৩৬৫ দিন৩৫৯৯
jio new recharge Plan 2024 (5g)

এটি পড়ুনঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এক্ষুনি করুন এই কাজটি। 30শে জুনের মধ্যে এই কাজ না করলে বন্ধ হবে একাউন্ট।


RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…

ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল

এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *