বাড়িতে বসে অনলাইনে সহজেই করুন লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক (Lakshmir Bhandar Status Check Online)
গুরুত্বপূর্ণ বিষয়
Lakshmir Bhandar – লক্ষীর ভান্ডার: পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ উল্লেখযোগ্য সামাজিক কল্যাণ প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। প্রকল্পটি ২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকার কতৃক চালু করা হয়। রাজ্যের মহিলাদের আর্থিক স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে প্রকল্পটির সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করে থাকে রাজ্য সরকার। প্রকল্পটির সুবিধা কেবল ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই গ্রহণ করতে পারেন। Lakshmir Bhandar Status Check Online
আরোও পড়ুনঃ পশ্চিমবঙ্গে জমির রেকর্ড দেখা এখন আরো সহজ, জানুন কিভাবে?
লক্ষীর ভান্ডার প্রকল্প আপডেট ২০২৪ (Lakshmir Bhandar Update 2024)
শুরু থেকেই এই প্রকল্পের অধীনে থাকা সাধারণ মহিলারা মাসে ৫০০ টাকা করে, এবং এসসি এসটি মহিলারা ১০০০ টাকা করে ভাতা পেত। বর্তমানে অনুদানের পরিমাণ সাধারণ মহিলাদের ক্ষেত্রে ৫০০ থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা এবং এসসি এসটিদের ক্ষেত্রে ১০০০ টাকা থেকে বৃদ্ধি করে প্রতিমাসে ১২০০ টাকা করা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে রাজ্যের বহু দরিদ্র ও মাঝারি আয়ের মহিলারা উপকৃত হচ্ছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লক্ষী ভান্ডার প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের বয়স ৬০ বছর পের হয়ে গেলে সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় এসে যাবেন মহিলারা। এর জন্য আলাদা ভাবে আর কোনো আবেদন করতে হবে না।
লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক অনলাইন (Lakshmir Bhandar Status Check Online)
আবেদনকারীরা সাধারনত পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত “দুয়ারে সরকার” ক্যাম্প থেকেই “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য আবেদন করে থাকেন। প্রকল্পের সুবিধা উপভোগের জন্য আবেদন গৃহীত হয়েছে কিনা, আবেদন পত্র জমা করার পর অনেকেই বুঝতে পারে না। ফলে বিভ্রান্তের মধ্যে পড়তে হয় অনেককেই। এই প্রতিবেদনটি পড়ার পর আর আপনাকে বিভ্রান্ত হতে হবে না। সহজেই জানতে পারবেন আপনার লক্ষীর ভান্ডারের আবেদন গৃহীত হয়েছে কিনা।
লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক করতে কি প্রয়োজন?
লক্ষীর ভান্ডার প্রকল্প স্ট্যাটাস চেক করার জন্য আপনার কাছে নিচে দেওয়া যেকোনো একটি নথির প্রয়োজন হবে।
- অ্যাপ্লিকেশন নম্বর (Lakshmir Bhandar Status Check by Application No): আবেদন পত্র জমা করার সময় আবেদন পত্রের নিচের দিকের কিছুটা অংশ কেটে আবেদনকারীকে দেওয়া হয়। সেখানে একটি ইউনিক অ্যাপ্লিকেশন নম্বর লেখা থাকে। লক্ষ্মীর ভান্ডার অনলাইন স্ট্যাটাস চেক করার জন্য ঐ নম্বরটি ব্যাবহার করা যেতে পারে। যদি কোনো কারনে আপনার ঐ অ্যাপ্লিকেশন নম্বরটি হারিয়ে যায়, তাহলেও চিন্তার কোনো কারণ নেই, স্ট্যাটাস চেক করার জন্য নিচের অন্য যেকোনো একটি অপশন বেছে নিতে পারবেন।
- মোবাইল নম্বর (Lakshmir Bhandar Status Check by Mobile No): আবেদন পত্রে যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই মোবাইল নম্বর ব্যাবহার করেও আপনার আবেদন গৃহীত হয়েছে কিনা জানতে পারেন।
- স্বাস্থ্য সাথী কার্ড নম্বর (Lakshmi Bhandar Status Check by Swastha Sathi Card No): লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য স্বাস্থ্য সাথী কার্ড খুবই গুরুত্বপূর্ণ। আপনার স্বাস্থ্য সাথী কার্ড নম্বর দিয়েও আপনি আপনার আবেদনের অবস্থা জানতে পারেন।
- আধার নম্বর (Lakshmir Bhandar Status Check by Aaadhaar No): প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য আবেদন করার সময় আপনাকে আধার কার্ডের নং ও ফটোকপি দিতে হয়েছিল। সেই আধার নম্বর দিয়েও আপনি আবেদনের অবস্থা যাচাই করতে পারেন।
আরোও পড়ুনঃ পিএনবি – পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একাউন্ট থাকলে, শীঘ্রই এই কাজটি করে নিন
লক্ষীর ভান্ডার স্ট্যাটাস কিভাবে চেক করব? (How To check Lakshmi Bhandar Application Status)
লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য নিচে দেওয়া পদ্ধতি অনুসরন করুন
- সর্বপ্রথম লক্ষীর ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity wb gov in -এ যান।(ওয়েবসাইট লিংক নিচে দেওয়া আছে)
- Track application status এর উপরে ক্লিক করুন পরের পেজে প্রথম বক্সে উপরে দেওয়া নথিগুলোর যেকোনো একটি প্রদান করুন (application id, mobile number, aadhaar number, or swasthya Sathi number)
- পরের বক্সে পাশে দেওয়া ক্যাপচা গুলো দেখে দেখে বসিয়ে দিন।
- এরপর সার্চ অপশনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার আবেদনের স্থিতি দেখতে পাবেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যোগ্যতা (Lakshmi Bhandar Eligibility)
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সুবিধা গ্রহণের জন্য কিছু যোগ্যতার মানদণ্ড রয়েছে। সেগুলি হলপশ্চিমবঙ্গে বসবাসকারী ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আবেদনের যোগ্য। আবেদনের জন্য আপনার কাছে একটি স্বাস্থ্য সাথী কার্ড থাকা জরুরি, একটি বৈধ আধার কার্ড থাকা প্রয়োজন, এছাড়াও ভোটার কার্ড ও একটি মোবাইল নম্বর দরকার হবে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন (how to apply Lakshmir Bhandar yojana)
সাধারনত পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত “দুয়ারে সরকার” (Duare Sarkar Camp) ক্যাম্প থেকেই লক্ষী ভান্ডার প্রকল্পের নথিভুক্ত হওয়ার জন্য আবেদন গৃহীত হয়। এছাড়াও আপনি স্থানীয় বিডিও তে যোগাযোগ করতে পারেন।
- সংখ্যালঘুদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে খড়গপুরে অনুষ্ঠিত হল ‘অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের’ পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন।
- ওবিসি সংরক্ষণ পুনর্বহাল, ওয়াকফ বিল প্রত্যাহার সহ সংখ্যালঘুদের বিভিন্ন দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনে গন ডেপুটেশন তৌহিদী জনতার
- Bangla Awas Yojana List 2024: রাজ্যবাসীর জন্য খুশির খবর 😲 | শুরু হলো আবাস যোজনার বাড়ি তৈরির সার্ভে | কারা কারা পাবেন বাড়ি? দেখুন…
প্রকল্পের নাম | লক্ষ্মীর ভান্ডার |
প্রকল্পের উদ্দেশ্য | ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা |
প্রকল্পের ধরন | রাজ্য সরকারি প্রকল্প |
সরকারি ওয়েবসাইট | https://socialsecurity.wb.gov.in/ |
ওয়েবসাইট লিংক | এখানে ক্লিক করুন |
RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…
ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে