ট্রফি জয়ের প্রায় দু-মাস পর আইপিএল জয়ের সেলিব্রেশন পরিকল্পনা কেকেআর এর kkr to celebrate ipl win at eden gardens

kkr to celebrate ipl win at eden gardens

ইডেনে কেকেআরের আইপিএল ট্রফি জয়ের সেলিব্রেশন (kkr to celebrate ipl win at eden gardens)

দশ বছর পর আইপিএল জিতেছে কেকেআর। চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর হোটেলেই একদফা সেলিব্রেশন হয়েছিল। 2012 এবং 2014 সালে কেকেআর প্রথম দুই আইপিএল ট্রফি জয়ের পর কিন্তু কলকাতায় ফিরে উৎসবে মেতেছিল পুরো দল। সঙ্গে আবেগে ভেসেছিল শহর কলকাতা। এবারেও ট্রফি জেতার পর কেকেআর কর্তারা চাইছিলেন ইডেনে গ্র্যান্ড সেলিব্রেশন করতে। ঠিক দশ বছর আগে যে রকম হয়েছিল। তবে তবে ট্রফি জয়ের পর আর কলকাতায় ফেরা হয়নি নাইট রাইডার্সের। শহর কলকাতার বুকে হয়নি কোনো সেলিব্রেশনও। কারণ বাধা হয়ে দাঁড়িয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ। যেহেতু আইপিএলের পরই T20 world cup ছিল, তাই পুরো বিশ্ব ঐ সময় মেতে উঠেছিল “টি টোয়েন্টি বিশ্বকাপ” নিয়ে। ফলে উৎসব-পর্ব স্থগিত রাখতে হয়েছিল KKR কতৃপক্ষকে। এবার সেই শিরোপা জয়ের উদযাপন হতে চলেছে প্রায় মাস দুয়েক পর। kkr to celebrate ipl win at eden gardens

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আগামী 23 শে জুলাই শহর কলকাতা দেখতে চলেছে কেকেআরের আইপিএল জয়ের উদযাপন অনুষ্ঠান। ট্রফি জয়ের এই সেলিব্রেশন অনুষ্ঠিত হবে কলকাতা ইডেন গার্ডেন এ। ভারতীয় ক্রিকেটারদের সবার ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। তবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে কারা থাকবেন, সেটা এখনও পরিষ্কার নয়।

সিএবিকে অনুষ্ঠানের কথা জানিয়ে দেওয়া হয়েছে কেকেআরের তরফে। KKR র চ্যাম্পিয়ন হওয়ার পিছনে মেন্টর গৌতম গম্ভীরের বড় অবদান ছিল। নিজের ‘সেকেন্ড হোম’-এ ফিরেই কেকেআরকে চ্যাম্পিয়ন করে। বর্তমানে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সরকারিভাবে গম্ভীরের নাম ঘোষণা করেও দেওয়া হয়েছে। ফলে আগামী বছর আর কেকেআর ডাগআউটে দেখা যাবে না গম্ভীরকে।

দিন কয়েক আগে গম্ভীর ইডেনে এসেছিলেন। শোনা যায় বেশ কিছুক্ষণের একটা ভিডিও শুট করেন তিনি। সেই ভিডিওতে কলকাতা নিয়ে গম্ভীরের ভালোবাসা থেকে কেকেআরকে আবেগঘন বিদায় জানানোর বার্তাও নাকি থাকছে। এটাও শোনা গেল, সেদিনের ইডেনের সেলিব্রেশনে শাহরুখ খান যেমন থাকবেন, তেমনই গম্ভীরেরও থাকার কথা। কেকেআরের তরফ থেকে তাদের মেন্টরকে জমকালো অভ্যর্থনা দেওয়া হবে। একইসঙ্গে ভারতীয় কোচ হওয়ার জন্য শুভেচ্ছাও জানানো হবে।

RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…

ফেসবুক পেজফলো করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেলফলো করুন
ইউটিউব চ্যানেলসাবস্ক্রাইব করুন
টেলিগ্রাম চ্যানেলজয়েন করুন
এক্স হ্যান্ডেল (টুইটার)ফলো করুন
ইনস্টাগ্রামফলো করুন

ipl #ipl2024 #news #T20WorldCup2024 #NewsUpdate #kolkata #WestBengal #KKR #Eden #Edengarden kkr to celebrate ipl win at eden gardens

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *