Hasir Alo Scheme হাসির আলো প্রকল্পে কিভাবে পাবেন বিদ্যুৎ বিলের ছাড়
RR DIGITAL TV News Desk: পশ্চিমবঙ্গের সরকারে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে রাজ্য জুড়ে শুরু করেছেন বিভিন্ন জনকল্যাণ মূলক সামাজিক প্রকল্প। রাজ্যের পাশাপাশি সারা দেশ জুড়ে চর্চিত হয়ে থাকে এরাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প গুলো সম্পর্কে। যার মধ্যে অন্যতম হিসেবে বলা যায় লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রী, খাদ্য সাথী, সবুজ সাথী, শিক্ষাশ্রী ইত্যাদি… এই সব প্রকল্পের পাশাপাশি রাজ্যের সাধারণ গরিব মানুষদের স্বস্তি দিতে রাজ্য সরকার চালু করে “হাসির আলো – Hasir Alo” নামে একটি প্রকল্প।
হাসির আলো প্রকল্প সম্পর্কিত বিষয়বস্তু
হাসির আলো প্রকল্প কি? What is Hasir Alo Scheme
রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলোর মধ্যে অন্যতম আরেকটি প্রকল্প হলো “হাসির আলো” প্রকল্প। রাজ্যে এখনো অনেক পরিবার আছে, যারা বিদ্যুৎ বিল দেওয়ার চাপ নিতে সক্ষম নন। ফলে অনেকেই বিদ্যুৎ সংযোগ না নিয়ে কেরোসিন চালিত বাতি বা মোমবাতির আলো ব্যাবহার করে থাকে। অনেকে আবার অসৎ উপায়ে বিদ্যুৎ ব্যবহার থাকে। তাই তাদের কথা মাথায় রেখে রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোকে নিখরচায় বিদ্যুৎ দেওয়ার লক্ষ্যে শুরু হয় এই প্রকল্পের। প্রকল্পটি 2020 সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা শুরু করা হয়েছিল।
আরোও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডারে নাম উঠলো কিনা, এখন ঘরে বসেই চেক করতে পারবেন। দেখে নিন পদ্ধতি…
এই প্রকল্পে কি সুবিধা পাওয়া যায় – Hasir Alo Scheme benefits
আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাসির আলো Hasir Alo Yojana। এই প্রকল্পের আওতাধীন বিদ্যুৎ গ্রাহকেরা একবারে সর্বাধিক 75 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পেয়ে থাকেন। অর্থাৎ যদি আপনি গত তিন মাসে 75 ইউনিটের কম ইলেক্ট্রিসিটি খরচ করে থাকেন, তবে আপনাকে কোনোরকম বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবেনা। প্রায় চার বছর ধরে এই সুবিধা গ্রহণ করছে লক্ষাধিক রাজ্যবাসী।
হাসির আলো প্রকল্পের যোগ্যতা – Hasir Alo Scheme Eligibility
পশ্চিমবঙ্গ সরকারের “হাসির আলো” প্রকল্পে 75 ইউনিট ফ্রি ইলেক্ট্রিসিটি নেওয়ার জন্য যোগ্যতার মাপকাঠি হিসেবে কিছু শর্ত রয়েছে। যদি আপনার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হয় তবেই আপনি এই প্রকল্পের আওতায় ফ্রি বিদ্যুৎ গ্রহণ করতে পারেন। যদি আপনি আর্থিকভাবে পিছিয়ে থাকেন অথবা আপনি যদি BPL তালিকাভুক্ত হয়ে থাকেন, তবে আবেদন করতে পারবেন।
কেবলমাত্র গৃহস্থ বাড়ির ইলেক্ট্রিসিটি সংযোগের (Domestic Connection) ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। দোকান অথবা কোনো ব্যাবসায়িক ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবেনা। বাড়ীর বিদ্যুৎ সংযোগ 0.3 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হতে হবে, এর বেশি হলেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবেনা। তিনমাসে সর্বাধিক 75 ইউনিট অর্থাৎ প্রতিমাসে 25 ইউনিটের মধ্যে বিদ্যুৎ খরচ করলে, তবে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এর থেকে বেশি ইলেক্ট্রিসিটি খরচ করলে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন।
আরোও পড়ুনঃ রেশন কার্ডের এই কাজটি না করলে, বন্ধ হবে রেশন কার্ড! দেখুন বিস্তারিত
হাসির আলো প্রকল্পে আবেদন পদ্ধতি – Application Process
হাসির আলো প্রকল্পে আপনি অফলাইনে আবেদন করতে পারবেন। যেকোনো সময়ে নিকটবর্তী ইলেকট্রিক অফিসে গিয়ে এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। আবেদন করবার জন্য ইলেকট্রিক অফিসে গিয়ে হাসির আলো প্রকল্পের ফর্ম ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে সেই ফিলাপ করা ফর্মটি সেই ইলেকট্রিক অফিসেই জমা করতে হবে। এছাড়াও আপনি আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প এ গিয়ে এই প্রকল্পের আওতায় আসার জন্য আবেদন করতে পারবেন।
আরোও পড়ুনঃ আপনার এলাকায় কবে হবে দুয়ারে সরকার ক্যাম্প? দেখুন দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট 2024
Hasir Alo Scheme Official Order Copy Download Link – Download Here
RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…
ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে