কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার একমাস কাটতে না কাটতেই ফের উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দূর্ঘটনা

উত্তরপ্রদেশ ট্রেন দূর্ঘটনা খবর

RR DIGITAL TV News Desk: কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার একমাস কাটতে না কাটতেই ফের উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দূর্ঘটনা। আজ থেকে ঠিক এক মাস আগে গত ১৭ জুন দূর্ঘটনার শিকার হয়েছিল ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই ভয়াবহ রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রেল দুর্ঘটনা।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দূর্ঘটনা Uttar Pradesh train accident news

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডায়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী “ডিব্রুগড় এক্সপ্রেস” এর অন্তত ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ গোণ্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের একটি বাতানুকূল কামরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা স্পষ্ট হয়নি৷

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। পর ক্ষণেই দুর্ঘটনা। বেলাইন হয় একের পর এক কামরা। একাধিক বাতানুকূল কামরা লাইনচ্যুত । দুর্ঘটনাস্থলের যে ছবি আসতে শুরু করেছে, তা ভয়াবহ। একাধিক প্রাণহানির আশঙ্কাও রয়েছে। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন।

কী কারণে দুর্ঘটনা ঘটল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। উত্তরপ্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। রেল দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও পরিস্থিতির খোঁজখবর নিতে শুরু করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি অবিরাম যোগাযোগ রাখছেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেন দূর্ঘটনা র পর উত্তর পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ডিব্রুগড়ের জন্য ৯৯৫৭৫৫৫৯৬০, তিনসুকিয়ার জন্য ৯৯৫৭৫৫৫৯৫৯, সিমালগুড়ির জন্য ৮৭৮৯৫৪৩৭৯৮, মারিয়ানির জন্য ৬০০১৮৮২৪১০, ফুরকাটিঙের জন্য ৯৯৫৭৫৫৫৯৬৬ এবং কমার্শিয়াল কন্ট্রোলের জন্য ৯৯৫৭৫৫৫৯৮৪।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *