12810 train Accident news: আবারও রেল দুর্ঘটনা, এবার ঝাড়খন্ডের চক্রধরপুর ডিভিশনের বড়বাম্বু স্টেশনের কাছে হাওড়া থেকে মুম্বাইগামী (12810) হাওড়া-মুম্বাই মেলের প্রায় ১৮ থেকে ২০ কামরা বেলাইন। আজ মঙ্গলবার পৌনে চারটে নাগাদ ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। হাওড়া থেকে মুম্বই যাওয়ার হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের কয়েকটি বগি ঝাড়খণ্ডে চক্রধরপুরের রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই দুর্ঘটনা। ঝাড়খণ্ড পুলিশ,RPF, ভারতীয় সেনা ও NDRF ঘটনাস্থলে পৌঁচেছে উদ্ধারকার্যের জন্য। লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। হাওড়া তে খোলা হয়েছে হেল্প ডেস্ক।
রেলের তরফে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
হাওড়া: 9433357920, 03326382217
রাঁচী: 0651-27-87115
টাটানগর: 06572290324
চক্রধরপুর: 06587 238072
রউরকেল্লা: 06612501072, 06612500244
হেল্প লাইন নম্বর গুলো সবাইকে পৌঁছিয়ে দেওয়ার অনুরোধ রাখলাম যাতে মৃত ব্যক্তিদের পরিবার তাদের প্রিয়জনকে খুঁজে পেতে পারে এবং আহতরা তাদের বাড়ি পৌঁছতে পারে।🙏🙏🙏
Howrah Mumbai 12810 CSMT Train Derailed at Chakradharpur, 12810 Train accident
RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…
ফেসবুক পেজ | ফলো করুন |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | ফলো করুন |
ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইব করুন |
টেলিগ্রাম চ্যানেল | জয়েন করুন |
এক্স হ্যান্ডেল (টুইটার) | ফলো করুন |
ইনস্টাগ্রাম | ফলো করুন |