Aadhaar card update online 2024: আধার কার্ড আপডেট অনলাইন কিভাবে করবেন? জানুন সহজ পদ্ধতি…

Aadhaar card update online 2024

আধার কার্ড আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এটি শুধু একটি পরিচয়পত্র নয়, এটি ব্যাংকিং, টেলিকম এবং আরও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আধার কার্ডের তথ্য যদি সঠিক না থাকে বা পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে অনলাইনে এটি আপডেট করা যেতে পারে। আজকের এই নিবন্ধে আমরা জানব কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে নিজের মোবাইল দিয়ে আধার কার্ড আপডেট করতে পারেন। (Aadhaar card update online)

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কেন আধার কার্ড আপডেট করবেন? Aadhaar Card Update

ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন কারনে আধার কার্ড আপডেট করার প্রয়োজন হতে পারে। আধার কার্ড আপডেট দুই ধরনের হয়ে থাকে। যেমন:

১) ডেমোগ্রাফিক আধার আপডেট

নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নং, ইমেইল আইডি ইত্যাদি ক্ষেত্রে আধার আপডেট অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইল থেকেই করে নিতে পারবেন। তবে এজন্য আধার কার্ডের সাথে আগে থেকেই একটি সক্রিয় মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে।

  • নাম সংশোধন: কারো কারো ক্ষেত্রে আধার কার্ড এনরোলমেন্ট করার সময় নামের বানানে ভুল হয়ে থাকলে বা বিবাহের পর অথবা অন্য কোনো কারনে নাম পরিবর্তন করলে, তাদের আধার কার্ডে নাম পরিবর্তন করার প্রয়োজন হয়।
  • ঠিকানা পরিবর্তন: বিবাহের কারনে বা কাজের জন্য অথবা অন্য কোনো কারনে এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় গিয়ে বসবাস শুরু করলে, আধার কার্ডে নতুন ঠিকানা আপডেট করার প্রয়োজন হয়।
  • মোবাইল নম্বর আপডেট: আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বরটি কোনো কারনে পরিবর্তন করা হলে, নতুন মোবাইল নম্বর আধার কার্ডের সাথে যুক্ত করতে। আধার কার্ড এনরোলমেন্ট করার সময় ভুল মোবাইল নং দেওয়া হলে, বিভিন্ন কারণে আধারের সাথে মোবাইল নম্বর আপডেট করার প্রয়োজন হয়।
  • ইমেল আইডি পরিবর্তন: নতুন ইমেল ঠিকানা যুক্ত করার জন্য।
  • জন্মতারিখ সংশোধন: আধার কার্ডে জন্ম তারিখ ভুল থাকলে, জন্মতারিখের ভুল সংশোধন করতে।

২) বায়োমেট্রিক আধার আপডেট

আঙুলের ছাপ, চোখের রেটিনা ও ছবি পরিবর্তন করতে। এইসকল আপডেট করার জন্য নিকটবর্তী আধার সেবা কেন্দ্র থেকেই করতে পরবেন। আধার সেবা কেন্দ্র থেকে আধারের যেকোনো ধরনের পরিষেবা গ্রহনের জন্য আগে থেকেই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবেন।

আরোও পড়ুনঃ রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে! এক্ষুনি নিজেই করে ফেলুন এই কাজটি।

অনলাইনে আধার কার্ড আপডেটের ধাপগুলি (Online Aadhaar Card Update)

  • প্রথম ধাপঃ ইউআইডিএআই (UIDAI) এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। ওয়েবসাইট লিংক নীচে দেওয়া আছে… তবে তার আগে ভালোভাবে এই পোস্টটি পড়ে সম্পূর্ণ প্রক্রিয়া জেনে নিন, যাতে অনলাইন আধার আপডেট করার ক্ষেত্রে আপনাকে কোনোরকম সমস্যায় না পড়তে হয়। প্রথম ধাপে, আপনাকে UIDAI (Unique Identification Authority of India) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে ঢোকার পূর্বে আপনাকে ভাষা চয়ন করতে বলা হবে, আপনার পছন্দের ভাষা বেছে নিয়ে ওয়েবসাইট প্রবেশ করুন।
  • দ্বিতীয় ধাপঃ ওয়েবসাইটে প্রবেশ করার পর “Update Aadhaar” সেকশন থেকে “Update Demographic Data Online” তে ক্লিক করে পরবর্তী পেজে যান।
    • এছাড়াও উপরের মেনু থেকে ‘My Aadhaar’ সেকশনে গিয়ে তারপর ‘Update Your Aadhaar’ বিভাগে ক্লিক করে “Update Demographic Data Online” অপশন থেকেও এই পেজে পৌঁছাতে পারেন।
    • অথবা নীচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি ঐ পেজে পৌঁছাতে পারবেন।
  • তৃতীয় ধাপঃ লগইন করুন, আপনাকে আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর, একটি OTP (One Time Password) আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো হবে। OTP দিয়ে ভেরিফাই করুন।
  • চতুর্থ ধাপঃ আপডেট করতে চান এমন তথ্য নির্বাচন করুন। লগইন করার পর, আপনি আপনার কোন কোন তথ্য আপডেট করতে চান তা নির্বাচন করতে হবে। আপনি নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল, জন্মতারিখ ইত্যাদি আপডেট করতে পারেন।
  • পঞ্চম ধাপঃ প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন আপডেট করতে চান এমন তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। যেমন, ঠিকানা পরিবর্তন করতে হলে নতুন ঠিকানার প্রমাণপত্র হিসাবে বিদ্যুৎ বিল, ব্যাংক স্টেটমেন্ট, এপিক কার্ড, রেশন কার্ড ইত্যাদি আপলোড করতে হবে।
  • ষষ্ঠ ধাপঃ আবেদন সাবমিট করুন। ডকুমেন্ট আপলোড করার পর, আবেদন সাবমিট করুন। আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হলে, একটি URN (Update Request Number) জেনারেট হবে। এই URN নম্বরটি সংরক্ষণ করুন, কারণ এটি দিয়ে পরবর্তীতে আপনি আপনার আবেদনটির স্ট্যাটাস চেক করতে পারবেন।
  • সপ্তম ধাপঃ আবেদনটির স্ট্যাটাস চেক করুন। আপনার আবেদনটি সাবমিট করার পর, সেটি প্রসেস হতে কিছু সময় লাগবে। UIDAI ওয়েবসাইটে গিয়ে আপনার URN নম্বর দিয়ে আবেদনটির স্ট্যাটাস চেক করতে পারেন।

আধার কার্ড আপডেট করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট? (Supporting Documents For Aadhaar Card Update)

আধার কার্ড আপডেট করার জন্য প্রমাণপত্র হিসাবে কিছু ডকুমেন্ট প্রয়োজন। আপডেটের ধরন অনুযায়ী ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ডকুমেন্টের প্রয়োজন হতে পারে। Aadhaar card update required documents list

নাম পরিবর্তন: আধার কার্ডের নাম পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে আপনার পরিচয় প্রমাণপত্রের সহিত নাম পরিবর্তনের বৈধ প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত কপি আপলোড করতে হবে। যেমন – বিবাহের সার্টিফিকেট, পাসপোর্ট, গেজেট নোটিফিকেশন ইত্যাদি।

ঠিকানা পরিবর্তন: আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে আপনার পরিচয় প্রমাণপত্রের সহিত বর্তমান ঠিকানার বৈধ প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত কপি আপলোড করতে হবে। যেমন – ভোটার কার্ড, রেশন কার্ড, ইলেক্ট্রিসিটি বিল, টেলিফোন বিল, সরকার স্বীকৃত ব্যাঙ্কের ফটো পাশবুক, সরকার কতৃক ইস্যু করা কোনো প্রমাণপত্র ইত্যাদি।

জন্মতারিখ পরিবর্তন: আধার কার্ডের জন্মতারিখ পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে আপনার পরিচয় প্রমাণপত্রের সহিত জন্মতারিখ পরিবর্তনের বৈধ প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত কপি আপলোড করতে হবে। যেমন – জন্ম সার্টিফিকেট, ইত্যাদি

আধার আপডেট করার জন্য কি সাপোর্টিং ডকুমেন্ট প্রয়োজন? বিস্তারিত লিস্ট এখান থেকে দেখে নিতে পারেন 👉 List of Documents Required for Aadhar Card Update and Enrollment

অনলাইন আধার আপডেটের সুবিধা (Benefits For Online Aadhaar card update)

  • সহজ ও দ্রুত প্রক্রিয়া: অনলাইন আধার আপডেট প্রক্রিয়া তুলনামূলক সহজ এবং কম সময় ব্যয় হয়। বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে নিজেই করা যায়।
  • কোনও ভিড় নেই: আপনাকে অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।
  • ডিজিটাল প্রমাণপত্র: প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে ডিজিটালি আপলোড করা যায়।
  • অনলাইন স্ট্যাটাস চেক: আপনার আবেদনটির স্ট্যাটাস অনলাইনে সহজেই ট্র্যাক করতে পারেন।

আধার অফিসিয়াল ওয়েবসাইট 👉 UIDAI Official Website

My Aadhaar Login Page 👉 এখানে ক্লিক করুন

আশা করি এই নিবন্ধটি আপনাদের কাজে আসবে এবং আপনারা সহজেই অনলাইনে আধার কার্ড আপডেট করতে পারবেন।

RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…

ফেসবুক পেজফলো করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেলফলো করুন
ইউটিউব চ্যানেলসাবস্ক্রাইব করুন
টেলিগ্রাম চ্যানেলজয়েন করুন
এক্স হ্যান্ডেল (টুইটার)ফলো করুন
ইনস্টাগ্রামফলো করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *