Bangla Awas Yojana list 2024 বাংলার বাড়ি প্রকল্পের (Bangla Awas Yojana) টাকা খুব শিগগিরই উপভোক্তারা তাদের ব্যাংক একাউন্টে পেতে চলেছে। রাজ্য সরকারের তরফ থেকে সুবিধাভোগীদের বাড়ি বাড়ি সমীক্ষা করা শুরু হয়ে গিয়েছে। এই সমীক্ষা করার জন্য ইতিমধ্যেই একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে সরকার। আপনাদের বাড়িতে গিয়ে কি কি প্রশ্ন করা হবে? কি কি কাগজপত্র প্রয়োজন হবে। কবে থেকে টাকা দেওয়া শুরু হবে? সবকিছু বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে… Bangla Awas Yojana list 2024
বাংলা আবাস যোজনা সম্পর্কে এই প্রতিবেদন থেকে যা জানবেন… (Bangla Awas Yojana list 2024)
বাংলার আবাস যোজনার মানদণ্ডসমূহ (Bangla Awas Yojana 2024 Criteria)
উপভোক্তাদের যাচাই করার জন্য মোট ১১টি শর্ত নির্ধারন করা হয়েছে। এই শর্তগুলির মধ্যে রয়েছে: bangla Awas Yojana list 2024
- উপভোক্তার নিজের পাকা বাড়ি আছে কিনা।
- নিজস্ব কোন মোটরচালিত তিন/চার চাকার গাড়ি আছে কিনা।
- তিন চাকা বা চার চাকার কোনো কৃষিজ সরঞ্জাম আছে কিনা।
- পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন কিনা।
- পরিবারের সদস্যের আয় ১৫,০০০ টাকার বেশি কিনা।
- আয়কর প্রদান করা হয় কিনা।
- উপভোক্তার ২.৫ একর বা তার বেশি সেচযোগ্য জমি আছে কিনা।
- ৫ একর বা তার বেশি সেচবিহীন জমি রয়েছে কিনা।
- কোনো সদস্য আগের আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা।
- উপভোক্তার নিজের নামে ৫ একর বা তার বেশি সেচবিহীন জমির মালিক আছে কিনা।
- পরিবারে কোন সদস্য আগে থেকে কোন আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা।
আরোও দেখুন: এখন ঘরে বসেই লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক অনলাইন থেকে করুন
তালিকা তৈরির সময়সীমা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখ (Bangla Awas Yojana 2024 Important Dates)
বাংলা আবাস যোজনা 2024 প্রকল্পের টাকা দ্রুত ও স্বচ্ছতার সাথে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে নির্দিষ্ট কিছু দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।
- ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৪: বাড়ি বাড়ি সার্ভে।
- ১৪ নভেম্বর ২০২৪: রি-চেকিং।
- ২০ নভেম্বর ২০২৪: তালিকা তৈরি।
- ২১ থেকে ২৭ নভেম্বর ২০২৪: আপত্তি নিষ্পত্তি।
- ৪ ডিসেম্বর ২০২৪: গ্রামসভায় অনুমোদন।
- ৯ ডিসেম্বর ২০২৪: ব্লক লেভেল কমিটিতে অনুমোদন।
- ১০ ডিসেম্বর ২০২৪: জেলা পর্যায়ে অনুমোদন।
- ২০ ডিসেম্বর ২০২৪: উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা জমা হবে।
আরোও পড়ুন: শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প! আপনার এলাকায় কবে হবে? দেখুন দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট 2024
বাংলার বাড়ি প্রকল্পের জন্য কিভাবে হবে সমীক্ষা ( Bangla Awas Yojana 2024 Survey)
বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা করার জন্য ইতিমধ্যেই একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে সরকার। বাংলার আবাস যোজনা প্রকল্পের সার্ভে প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল করতে এই মোবাইল অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা তৈরি করা সহজ হবে এবং সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents for Bangla Awas Yojana 2024)
সার্ভের সময় উপভোক্তাদের নিম্নলিখিত ডকুমেন্টগুলির ছবি তুলে আপলোড করা হবে মোবাইল অ্যাপসের মাধ্যমে
- আধার কার্ড
- ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা
- উপভোক্তার ছবি
- আবেদনপত্রের ফর্ম
RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…
ফেসবুক পেজ | ফলো করুন |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | ফলো করুন |
ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইব করুন |
টেলিগ্রাম চ্যানেল | জয়েন করুন |
এক্স হ্যান্ডেল (টুইটার) | ফলো করুন |
ইনস্টাগ্রাম | ফলো করুন |