নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সতকুই মাদ্রাসা প্রাঙ্গনে জেলার বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নিয়ে অনুষ্ঠিত হল ‘অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের’ পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন। আজকের এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ইমাম সাহেবদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। পরবর্তীতে ইমাম মুয়াজ্জিনদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন নেতৃত্বরা।
এদিনের এই সম্মেলনে মহানবী (সাঃ) এর শানে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ, নয়া ওয়াকফ বিল প্রত্যাহার, ওবিসি সংরক্ষণ পুনর্বহাল সহ সংখ্যালঘুদের বিভিন্ন দাবি দাওয়া ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উপর জোর দিয়েছেন নেতৃত্বরা। সংগঠনের রাজ্য চেয়ারম্যান সাব্বির আলি ওয়ারসি বলেন… ‘নয়া ওয়াকফ বিল এনে কেন্দ্র সরকার ওয়াকফ সম্পত্তি সংরক্ষণের নামে মুসলিমদের ধোঁকা দিয়ে মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের উপর জবরদখল নিতে চাইছে।’ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমগ্র মুসলিম সমাজের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যও তিনি সমাজের সকল স্তরের মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা বৃদ্ধি ও আবাস প্রকল্পের মাধ্যমে তাদেরকে বাড়ি পাইয়ে দেওয়ার জন্যও সরকারের কাছে দাবি জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওঃ নিজামুদ্দিন বিশ্বাস। তিনি আরোও জানান ইমামদের স্বার্থে তাদের এ লড়াই জারি থাকবে।
‘পশ্চিমবঙ্গ শান্তি সম্প্রীতির পীঠস্থান, এখানে কোনো প্রকার অশান্তি ছড়ানো বা ধর্মীয় বিভাজন মেনে নেওয়া যাবে না।’ সংগঠনের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী মোস্তাফিজ হাশমি, পুরোহিত সংগঠনের নেতা সুমন ব্যানার্জি সহ অন্যান্যরা এ নিয়ে জোরদার আওয়াজ তুলেছেন।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য চেয়ারম্যান সাব্বির আলী ওয়ারসি, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজ হাশমি, সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, উত্তরবঙ্গ কনভেনার মাওলানা তাজাম্মুল ইসলাম, পুরোহিত সংগঠনের রাজ্য সম্পাদক সুমন ব্যানার্জি, সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক হাফেজ মোস্তাক আহমেদ, ফাদার শ্যামল ঘড়ুই, মাওলানা আব্দুল আজিজ সহ প্রমুখেরা।
RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…
ফেসবুক পেজ | ফলো করুন |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | ফলো করুন |
ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইব করুন |
টেলিগ্রাম চ্যানেল | জয়েন করুন |
এক্স হ্যান্ডেল (টুইটার) | ফলো করুন |
ইনস্টাগ্রাম | ফলো করুন |