সর্ব ধর্ম সমন্বয়ে “হাক্কানী আঞ্জুমান” আয়োজিত উত্তর কলকাতার বাগমারি পার্কে অনুষ্ঠিত হলো নবমতম সার্বজনীন প্রার্থনা সভা 2024
9th Universal Peace Meeting 2024, Organised By – Haqqani Anjuman

হাক্কানী আঞ্জুমান সংগঠনের পক্ষ থেকে উত্তর কলকাতার বাগমারি পার্কে একটি সম্প্রীতি সভার আয়োজন করা হয়। উদ্যোক্তারা মূলত সর্ব ধর্মের সমন্বয়ে বিশ্বজনীন শান্তি প্রার্থনার আয়োজন করে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সাম্প্রতিক কালে উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প। সমাজের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় ধর্মীয় উস্কানিমূলক বিদ্বেষ। আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে শান্তি আর সম্প্রীতি। তবে আগুনে ঘি ছড়াতে বাকি রাখছে এক শ্রেণীর স্বার্থান্বেষী রাজনেতারা। এমনই এক কঠিন পরিস্থিতিতেও আশার আলো দেখতে বিশেষ ভুমিকা রেখে চলেছে “হাক্কানী আঞ্জুমান”।
প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন ধর্মের ধর্মপ্রাণ বুদ্ধিজীবীদের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব ও সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে তাদের এই সম্প্রীতি সভা। সারা বিশ্বে সার্বজনীন ভ্রাতৃত্ব ও শান্তির ভিত্তি স্থাপন সহ সামাজিক-ধর্মীয় ব্যবধান মেটানোর জন্যই মুলত এই প্রয়াস উদ্যোক্তাদের।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মাননীয় দিলীপ মন্ডল মহাশয়, মানিকতলা বিধানসভার বিধায়ক মাননীয়া শ্রীমতী সুপ্তি পান্ডে মহাশয়া, কাঁকুড়গাছি রামকৃষ্ণ মঠ জগাধামের মহারাজ সুহাস মহাশয়, গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া র প্রতিষ্ঠাতা বিশপ ডঃ শ্রীকান্ত দাস মহাশয়, হাক্কানী আঞ্জুমান কমিটির সভাপতি জনাব মাওলানা খুরশিদ আলম সাহেব, আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত কুমার পাল মহাশয়, বিশিষ্ট সমাজসেবী বৌদ্ধ সন্যাস ডঃ অরুন জ্যোতি মহাশয়, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক সেক মহঃ ওয়ায়েজুল হক সাহেব ও প্রমুখেরা।
প্রসঙ্গত: “হাক্কানী আঞ্জুমান” (Haqqani Anjuman) সংগঠনটির প্রতিষ্ঠা করেছিলেন বিশ্ববিখ্যাত সুফি সাধক, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক (রা.) ৩৭তম বংশধর এবং হযরত আলফে সানী (র.) এর একজন যোগ্য উত্তরসূরি, হযরত মাওলানা সূফী মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলায়হি।

আরোও পড়ুনঃ
ওবিসি সংরক্ষণ পুনর্বহাল, ওয়াকফ বিল প্রত্যাহার সহ সংখ্যালঘুদের বিভিন্ন দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনে গন ডেপুটেশন তৌহিদী জনতার
খবরটি ভিডিওতে দেখুনঃ
RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…
ফেসবুক পেজ | ফলো করুন |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | ফলো করুন |
ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইব করুন |
টেলিগ্রাম চ্যানেল | জয়েন করুন |
এক্স হ্যান্ডেল (টুইটার) | ফলো করুন |
ইনস্টাগ্রাম | ফলো করুন |
- ২০০২ সালের ভোটার তালিকা কীভাবে ডাউনলোড করবেন | 2002 voter list download West Bengal
- বাগনানে “অল ইন্ডিয়া তৌহিদী জনতা”র ব্লক সম্মেলন অনুষ্ঠিত, মুসলিম অধিকার আদায়ে জোরালো বার্তা সভাপতি হাসিবুর রহমানের
- Voter Card Link With Aadhar: ভোটার কার্ড আধার লিংক করার সহজ পদ্ধতি দেখুন

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.