Chi chi re nani song: উত্তাল নেটদুনিয়া। স্যোশাল মিডিয়া খুললেই এখন একটাই গান, ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’। হাসির ভিডিও, কান্নার ভিডিও, মজার ভিডিও, কোথায় ব্যবহার হচ্ছে না সেই গান!। চারিদিকে মিম ও রিলের ছড়াছড়ি এই গান দিয়ে। এমনকি শীতের পিকনিক, বিয়ের অনুষ্ঠান বা বন্ধুদের সঙ্গে পার্টিতেও সেই একই গান। কিন্তু সবার প্রশ্ন একটাই এই গানের আসল মানে কী? Chi chi re nani song meaning
‘ছি ছি ছি রে ননী ছি’, ট্রেন্ডিং এই গান মন খারাপের নাকি আনন্দের? গানের সুর সবার মন ছুঁয়ে গেলেও অর্থ বুঝতে পারছে না অনেকেই। জানেন, ভাইরাল এই গানের অর্থ কী?
বিষয় সূচীঃ
ছি ছি রে ননি ছি গানের পটভূমি (Chi chi re nani song Background)
‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’, গানটি ১৯৯৫ সালে প্রথম রেকর্ড করা হয়েছিল। ২০০৫ সালে গানটির প্রযোজক সীতারাম আগরওয়াল একটি মিউজ়িক ভিডিয়ো তৈরি করার জন্য মিউজ়িক ভিডিয়োর পরিচালক মানবভঞ্জন নায়কের কাছে যান। এই ভিডিয়োয় নায়ক একজন অতি দরিদ্র চাষি। তাই নায়িকার পরিবার আর্থিক দূরাবস্থার জন্য তাঁকে রিজেক্ট করেছেন। তিনি কাজের সন্ধানে বাইরে চলে যেতেই নায়িকার বাড়ি থেকে অন্যত্র বিয়ের ব্যবস্থা করা হয়। ভাঙা হৃদয় নিয়ে নায়ক ফিরে আসেন সব ছেড়ে। বিয়ের কথা জানতে পেরে এই যন্ত্রণার গানটি তাঁর প্রেমিকার উদ্দেশে গান। যা রীতিমতো মন ছুঁয়েছে শ্রোতাদের।
শুধুমাত্র ওডিশা নয়, দেশ জুড়ে বিভিন্ন প্রান্তের মানুষ রীতিমতো নাচছেন এই গানে। কেবল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংই নয়, গানের শিল্পী সত্য অধিকারীর নামেও সার্চ বেড়েছে গুগলে। ইতিমধ্যেই গুগল সার্চে কয়েক কোটি ছাড়িয়েছে সার্চ। সম্বলপুরের গোবিন্দতলার বাসিন্দা বিভূতি বিশ্বল একজন থিয়েটার অভিনেতা। তিনি বেশ কিছু ছবিতেও নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। এমনকী, অল ইন্ডিয়া রেডিয়ো-র (আকাশবাণী সম্বলপুর) একজন প্রতিষ্ঠিত শিল্পী এবং শিক্ষক।
ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ গানের বাংলা অর্থ কী? Chi chi re nani song meaning in Bengali
প্রতিদিন ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতাম। প্রতিদিন বিনোদন ও আনন্দের ব্যবস্থা করতাম। আমি তোমার মা-কে প্রতিশ্রুতিও দিয়েছিলাম। অনেক বার বলেছি, আমার কাছে কেমন ছিলে তুমি। আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম, তুমি কী করে সব ভুলে গেলে? এটা সত্যিই লজ্জার, ননী। তুমি শুধুই সম্পত্তি দেখলে, কিন্তু আমার ভালোবাসার প্রকৃত মূল্য দিতে পারলে না। তুমি সোনা ও দামি গয়না চিনতে পেরেছ। কিন্তু, প্রকৃত মানুষ চিনতে পারোনি। আমার সম্পত্তির অভাব ছিল বলে তুমি আমাকে এ ভাবে ছেড়ে দিয়েছ। তুমি বুঝতে পারোনি যে, যার কাছে সম্পদ আছে, তার হৃদয় নেই। তুমি আমাদের অতীতের সব কথাও ভুলে গিয়েছ। আমি তোমার কথা রেখেছি, তোমায় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছি। এবং তুমি যা চেয়েছ সবই করেছি। আমি তোমাকে সব রকম উপহার কিনে দিয়েছি। আমি রঙিন সুতো রেখেছিলাম আমার ভালোবাসার চিহ্ন হিসেবে। এমনকী আমি আমাদের বাড়িতে অনুষ্ঠানের জন্য একটি ছাগলও কিনেছিলাম। তুমি আমার সব আশা নষ্ট করে দিলে। ননী, কেন তুমি আমাকে এই ব্যথা দিলে? আমি গ্রাম থেকে ফিরে দেখলাম, তুমি কী করে সব ভুলে গেলে? লজ্জার ননী। এটা অত্যন্ত লজ্জার।
‘ছি ছি রে ননী’, গানের কথা (Chi chi re nani song lyrics)
ছি ছি ছি রে ননী ছি (Chhi Chhi Re Nani Chhi) গানটি মুলত একটি ওড়িয়া গান (Odia song) কোরাপুট – সম্বলপুর এর আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়েছে গানটি তে। গানটির কথা, সুর ও কণ্ঠে রয়েছেন সত্য অধিকারী
‘ছি ছি রে ননি ছি’ গানের কথাঃ
ছি ছি ছি রে ননী ছি
ছি ছি ছি রে ননী, ছি রে ছি রে ছি
সরতে দিনর সান হেবা কাজে
ফাজল নেই রেলু
বনজারুনু মা’র পাখে যাই
নিয়ম করি রেলু
গলাগলা যাক তোরা হেবি বলি
কেটে কথা কহি রেলু
মুইঁ গাঁ যা’ইকিরি আসলা বেলে
কেন্তা পাছরি দেলু রে ননী ছি ছি ছি
ছি ছি ছি রে ননী ছি
ছি ছি ছি রে ননী,ছি রে ছি রে ছি।
ধনকে দেখিলু তুই ননী সিনা মনকে চিনলু নাই।
সুনাকে চিনলু বানাকে চিনলু মনিষো চিনলু নাই।
ধন নাই বলি মোর পাখে ননী তার কাজে উঠি গলু।
ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিলু।
গোটে দিনো মিশা যগিদেলু নাহি
কেড়ে কথা করি দেলু।
মুই গাঁ যাইকরি আসলা বেলে
কেন্তা পাছরি দেলু রে ননী ছি ছি ছি
ছি ছি ছি রে ননী ছি
ছি ছি ছি রে ননী,ছি রে ছি রে ছি
তোর কথা ধরি রূণ বাড়ি ধরি
সবু কথা করিথিলি,
মালি মুদি গুণা পমেরি পাঁঝল
সবকিছু দেই থিলি
ততে শ্রদ্ধা বলি রঙ পাতাই কানি,
সঙ দেই রেলিঙ ঘরে,
ভোজভাত লাগি, ছেলি মেন্ধা কিনি,
রখি দিলি আমার ঘরে,
নশাই দেলু ননী সবু আশা মোর,
ক্যায়া দুঃখ তুই দেলু,
মুইঁ গাঁ যা’ই করি আসলা বেলে
কেন্তা পাছরি দেলু রে ননী ছি ছি ছি
ছি ছি ছি রে ননী ছি
ছি ছি ছি রে ননী ছি রে ছি রে ছি
ছি ছি ছি রে ছি রে ছি
ছি ছি ছি রে ননী ছি রে ছি রে ছি
এই গানই এখন চারিদিকে ভাইরাল। Chi chi re nani viral song
আরোও দেখুনঃ Bangla New Movie Tui K Amar: পরকীয়া রুখতে গ্রামের ছেলে মেয়ে অভিনীত নতুন বাংলা সিনেমা ‘তুই কে আমার’
RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…
ফেসবুক পেজ | ফলো করুন |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | ফলো করুন |
ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইব করুন |
টেলিগ্রাম চ্যানেল | জয়েন করুন |
এক্স হ্যান্ডেল (টুইটার) | ফলো করুন |
ইনস্টাগ্রাম | ফলো করুন |
- Voter Card Link With Aadhar: ভোটার কার্ড আধার লিংক করার সহজ পদ্ধতি দেখুন
- রেশনে আসতে চলেছে বড় পরিবর্তন | আধার লিংক এখন অতীত | রেশন কার্ডে যুক্ত হবে ব্যাংক অ্যাকাউন্ট
- BREAKING NEWS : নবান্নে মমতা- নওশাদ বৈঠক, প্রায় আধ ঘণ্টা আলোচনা!

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.