India Post Gds recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে ডাক বিভাগ। ভারতীয় ডাক বিভাগে মোট 21413 পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবার গ্রামীণ ডাক সেবক পদের জন্য শুরু হবে আবেদন গ্রহণ। আগামী ৩রা মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। জিডিএস পোস্টে নিয়োগ ছাড়াও শাখার পোস্ট মাস্টার ও সহকারী পোস্ট মাস্টার পদেও নিয়োগ করা হবে বলে জানা গেছে। এখানে ভারতীয় ডাক বিভাগে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত যথা পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানার জন্য এই নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন…
Table Of Contents: India Post Gds Recruitment 2025
শূন্যপদ (India Post Gds Recruitment 2025 Vacancy)
ভারতীয় ডাক বিভাগে সারা দেশ জুড়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মোট 21 হাজারেরও বেশি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। আবেদনের ভিত্তিতে যদি শূন্যপদ না পুরন করা যায়, তবে আবারো নিয়োগ করা হবে বলেও জানা গেছে।
- কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে:
- গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak – GDS)
- শাখা পোস্ট মাস্টার (Branch Post Master – BPM)
- সহকারী শাখা পোস্ট মাস্টার (Assistant Branch Post Master – ABPM)
India post gds recruitment 2025 আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
নিয়োগকারী সংস্থা | India Post, Department of Posts |
পদের নাম | গ্রামীণ ডাকসেবক ( Gramin Dak Sevaks – GDS) |
মোট শূন্য পদ | প্রায় 21000 হাজারেরও বেশি |
আবেদনের ধরন | অনলাইন |
অনলাইন আবেদন শুরুর তারিখ | February 2, 2025 |
অনলাইন আবেদন শেষ | March 3, 2025 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://indiapostgdsonline.gov.in |
ক্লাস এইট ও মাধ্যমিক পাশে কোর্টে চাকরির সুযোগ! শীঘ্রই আবেদন করুন
আবেদনের যোগ্যতা (India Post Gds Recruitment 2025 Eligibility Criteria)
সমস্ত নিয়োগের আবেদনের জন্য কিছু যোগ্যতার মাপকাঠি রাখা হয়। ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের ক্ষেত্রেও আবেদন গ্রহনের জন্য কিছু যোগ্যতার মানদণ্ড রাখা হয়েছে।
বয়স (Age Limit)
গ্রামীণ ডাক সেবক, পোস্ট অফিস শাখার পোস্ট মাস্টার ও পোস্ট অফিস শাখার সহকারী পোস্ট মাস্টার সকল পদের আবেদনের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা ( Educational Qualification)
স্বীকৃত বোর্ডের অধীনে কোনো স্কুল থেকে ক্লাস টেন বা মেট্রিক পাস হতে হবে।
আবেদন ফি (gds Application Fees)
সাধারণ (General), অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) ও আর্থিকভাবে পিছিয়ে থাকা (EWS) দের জন্য 100 টাকা।
এসসি, এসটি এবং পিডব্লিউডি শ্রেনীর প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন।
বেতন (India Post Gds Salary)
- গ্রামীণ ডাক সেবক – ₹10000 (১১ হাজার) থেকে ₹24470 (২৪ হাজার ৪ শত সত্তর) প্রতিমাসে।
- পোস্ট অফিস শাখার পোস্ট মাস্টার – ₹12000 (১২ হাজার) থেকে ₹29380 (২৯ হাজার ৩ শত ৮০ টাকা) প্রতিমাসে
- পোস্ট অফিস শাখার সহকারী পোস্ট মাস্টার – ₹10000 (১১ হাজার) থেকে ₹24470 (২৪ হাজার ৪ শত সত্তর) প্রতিমাসে।
আবেদন পদ্ধতি (India Post Gds recruitment 2025 Application Process)
- প্রথমে ইন্ডিয়া পোস্টের জিডিএস-র অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline gov in এ যেতে হবে। লিংক এই পোস্টের নিচে দেওয়া থাকবে (India Post GDS Recruitment 2025 Apply Direct Link)।
- এর পর প্রথমেই প্রাথমিক ধাপে পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার পর লগইন করে প্রয়োজনীয় যাবতীয় সঠিক তথ্য দিয়ে আবেদন পত্র পূরন করতে হবে।
- তারপর পরবর্তী ধাপে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
- এর পর ধার্য্য ফি প্রদান করতে হবে অনলাইনে। যাদের ক্ষেত্রে আবেদন ফি ছাড় দেওয়া হয়েছে, তাদের জন্য ফি প্রদানের প্রয়োজন হবেনা।
- এর পর সবশেষে ফর্ম জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
- পরবর্তী রেকর্ড/রেফারেন্স এর জন্য প্রিন্ট করে রেখে দিন।
প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তারিখ (India Post Gds Recruitment 2025 Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: | February 1, 2025 |
আবেদন শুরুর তারিখ: | February 10, 2025 |
আবেদনের শেষ তারিখ: | March 3, 2025 |
India Post Gds recruitment 2025 application link / আবেদন লিংক
India Post Gds recruitment 2025 Notification Download Link / শর্ট নোটিফিকেশন ডাউনলোড লিংক
ইন্ডিয়া পোস্ট জিডিএস নিয়োগ 2025 সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর India Post Gds Recruitment 2025 FAQ
ইন্ডিয়া পোস্ট জিডিএস 2025 আবেদন কবে থেকে শুরু হবে?
10ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
ইন্ডিয়া পোস্ট জিডিএস 2025 আবেদনের শেষ তারিখ?
৩রা মার্চ ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।
GDS খালি পদ 2025 -এর জন্য কীভাবে আবেদন করবেন?
ওয়েবসাইট indiapostgdsonline.gov.in থেকে অনলাইনে আবেদন করুন
ডিসক্লেমার : পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারের জন্য পরামর্শ স্বরুপ এই তথ্যাদি দেওয়া হয়েছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি অবশ্যই খুঁটিয়ে দেখে নেবেন। শুভেচ্ছা।
RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…
ফেসবুক পেজ | ফলো করুন |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | ফলো করুন |
ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইব করুন |
টেলিগ্রাম চ্যানেল | জয়েন করুন |
এক্স হ্যান্ডেল (টুইটার) | ফলো করুন |
ইনস্টাগ্রাম | ফলো করুন |

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.