Link Bank Account With Ration card: সরকারি সূত্র মারফত খবরে জানা যায়, গত ২৮ শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়ার সঙ্গে রাজ্যের খাদ্যসচিবদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রেশন কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তির প্রস্তাবের কথা জানানো হয়েছে।
রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক ও মোবাইল নম্বর সংযুক্তিকরণ আগেই হয়েছে। তবে এ বার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তি করাতে চাইছে কেন্দ্র সরকার। এ জন্য রেশন বণ্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিচ্ছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক।
বিষয় সূচী
Link Bank Account With Ration Card: কেন এই পরিকল্পনা?
মূলত রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতেই কেন্দ্র সরকারের এই নতুন ভাবনা। ইতিপূর্বে রেশনের সাথে আধার সংযুক্তিকরণের ফলে একাধিক রেশন কার্ডের অপব্যবহার কমানো সম্ভব হয়েছে। সূত্র বলছে, এবার ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করলে রেশন ব্যবস্থায় আরও বেশ স্বচ্ছতা আসবে। একই সঙ্গে ভবিষ্যতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নগদ ভর্তুকি দেওয়ার পরিকল্পনার পথে হাঁটছে কেন্দ্র সরকার।
রেশন (Ration Card) ব্যবস্থাতেও চালু হবে ভর্তুকি?
ইতিপূর্বে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নম্বর লিংক করা হয়েছে। তবে এ বার রেশন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার খবরে অনেকেই ভাবছেন, তবে কি আর রেশন সামগ্রী দেওয়া হবে না? চাল গমের বদলে কি সরাসরি টাকা পাঠানো হবে? এক্ষেত্রে জানিয়ে রাখি, সরকার এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা করেনি। তবে বিশেষজ্ঞরা মনে করছে, যদি নগদ ভর্তুকির ব্যবস্থা চালু করা হয়, তাহলে রাজ্য সরকারগুলিকেও নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।
রেশন কার্ড চেক, স্ট্যাটাস, ডাউনলোড, মোবাইল নং ও আধার লিংক সমন্ধে জানুন! 2025 নতুন পদ্ধতিতে
রেশন কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করলে কী কী সুবিধা মিলবে?
বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকার দুই ধরনের রেশন ব্যবস্থ প্রদান করে থাকে । সুবিধাভোগীরা সরকার অনুমোদিত ফেয়ার প্রাইস শপ থেকে সেই সুবিধা গ্রহন করে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের “প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা” অথবা রাজ্যের “খাদ্যসাথী প্রকল্পে” রেশন দোকানের মাধ্যমে খাদ্য শষ্য পেয়ে থাকেন গ্রাহকরা। তবে রেশন কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার খবরটি বাইরে আসতেই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে। তাহলে কি ভবিষ্যতে রেশন (Ration Card) ব্যবস্থায় চাল, গম বিলি করার বদলে সেগুলির মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথ খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার? সেক্ষেত্রে ফেয়ার প্রাইস শপের পরিবর্তে ওপেন মার্কেট সেলস স্কিমে গ্রাহককে সামগ্রী কিনতে হবে। আর তার জন্য রেশন সামগ্রী কেনার পর গ্রাহক তাঁর ভর্তুকির টাকা নিজস্ব অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অনেকটা রান্নার গ্যাসের ভর্তুকির মতো।
রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করলে যে সুবিধাগুলি পাওয়া যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল আসল উপভোক্তাকে শনাক্ত করা এখন অনেক সহজ হবে। তাছাড়া একই ব্যক্তি একাধিক জায়গা থেকে রেশন তুলতে পারবে না। তাছাড়া যদি সরকার নগদ ভর্তুকি চালু করে, তাহলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকি দেওয়া হবে। পাশাপাশি রেশন ব্যবস্থার অপব্যবহারও কমবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়বে, তা সময় আসলে বলা যাবে।
রেশন কার্ড ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তি ও রেশনে ভর্তুকি নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রীর বক্তব্য:
রেশনে একাউন্ট সংযুক্তি ও ভর্তুকির বিষয়ে মুখ খুললেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। এই প্রসঙ্গে তিনি বলেন, রেশনের ভর্তুকি অথবা লিঙ্ক, এই সংক্রান্ত কোনও বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত রাজ্যকে জানানো হয়নি। এই বিষয়ে কোনও কথাও হয়নি। হয়তো সবটাই কেন্দ্রের ভাবনা স্তরে রয়েছে। খাদ্যমন্ত্রী জানান, রাজ্যের ৯৫ শতাংশের বেশি রেশন গ্রাহকদের কেওয়াইসি করা রয়েছে। আধার লিঙ্কও সম্পন্ন। ফলে কেন্দ্রীয় সরকার চাইলে সহজেই ব্যাঙ্কের তথ্য পেয়ে যাবে। রেশন কার্ডে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে লাইন দেওয়ার কোনও প্রয়োজন নেই।
রেশন কার্ড ব্যাংক অ্যাকাউন্ট লিংক বিষয়ে রেশন ডিলারদের ভাবনা
যেহেতু ইতিপূর্বে চণ্ডীগড়, পুদুচেরি, লক্ষাদ্বীপ এবং মহারাষ্ট্রে এপিএল গ্রাহকদের ভর্তুকি স্কিম চালু হয়েছে। আর এই স্কিম চালু হওয়ার পর সেখানে গণবণ্টন ব্যবস্থা প্রায় উঠে গেছে। আর এইভাবে সারা দেশে সেটা ধাপে ধাপে তুলে দেওয়ার চক্রান্ত চলছে এমনই অভিযোগ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের। তাই আগামী পয়লা এপ্রিল দিল্লিতে পার্লামেন্ট অভিযান করার ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এছাড়াও প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযান চালানো শুরু হয়েছে। কিন্তু যদি এতে কোনো ফলাফল না মেলে তাহলে অনির্দিষ্টকালের জন্য দেশে রেশন ধর্মঘট করা হবে বলেও ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে।
Bank Account Link With Ration Card: জনসাধারণের প্রতিক্রিয়া
নতুন এই পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি সুবিধা পেলে রেশন ব্যবস্থায় দুর্নীতি কমবে এবং রেশন পাওয়া সহজ হবে। তবে অনেকে এটা ভেবে ভয় পাচ্ছে, যে নগদ টাকা দেওয়া হলে চাল গমের বাজার দর বেড়ে যেতে পারে এবং গরিব মানুষ সমস্যার সম্মুখীন হতে পারে। তবে এই পরিবর্তন মানুষের জন্য কতটা লাভজনক হবে, তা নির্ভর করবে সরকারের চূড়ান্ত ঘোষণার পর। আপাতত সবাই নজর রাখছে পরবর্তী ঘোষণার থেকে।
RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…
ফেসবুক পেজ | ফলো করুন |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | ফলো করুন |
ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইব করুন |
টেলিগ্রাম চ্যানেল | জয়েন করুন |
এক্স হ্যান্ডেল (টুইটার) | ফলো করুন |
ইনস্টাগ্রাম | ফলো করুন |
- Voter Card Link With Aadhar: ভোটার কার্ড আধার লিংক করার সহজ পদ্ধতি দেখুন
- রেশনে আসতে চলেছে বড় পরিবর্তন | আধার লিংক এখন অতীত | রেশন কার্ডে যুক্ত হবে ব্যাংক অ্যাকাউন্ট
- রেশন কার্ড চেক, স্ট্যাটাস, ডাউনলোড, মোবাইল নং ও আধার লিংক সমন্ধে জানুন! 2025 নতুন পদ্ধতিতে

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.