RR DIGITAL TV: পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনকারী সংগঠন “অল ইন্ডিয়া তৌহিদী জনতা” আজ হাওড়া জেলার বাগনান ব্লকে সফলভাবে তাদের ব্লক সম্মেলন অনুষ্ঠিত করল। বাগনানের রানা মাদ্রাসার হলে আয়োযিত এই সম্মেলনে বিপুল সংখ্যক সদস্য ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি মাওলানা হাসিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের অধিকার বারবার উপেক্ষিত হয়েছে। আমাদের সংগঠন এই ন্যায্য অধিকার রক্ষার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে চলেছে। সংখ্যালঘুদের শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, ও নিরাপত্তা—এই চারটি ক্ষেত্রেই আমাদের পিছিয়ে রাখা হচ্ছে।একমাত্র ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমেই পরিবর্তন সম্ভব।”
এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বন্দী মুক্তি কমিটির নেতা ভানু সরদার, যিনি রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত পরিচয়ের ভিত্তিতে মিথ্যা মামলায় অভিযুক্তদের মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন। তাঁর বক্তব্যে উঠে আসে—“অপরাধ প্রমাণ ছাড়াই বহু যুবককে জেলে আটকে রাখা হয়েছে। এ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাওড়া জেলা “তৌহিদী জনতা”র সভাপতি, সম্পাদক এবং সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ। তাঁরা বিগত কয়েক দিনের মধ্যে হাওড়ার আরও কয়েকটি ব্লকে অনুষ্ঠিত ব্লক সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আগামী দিনের সংগঠন পরিচালনার দিকনির্দেশনা দেন।
সম্মেলনে যেসকল বিষয়ে আলোচনা হয়
> এনআরসি ও ভোটার তালিকা সংশোধনের নামে আতঙ্ক ছড়ানোর বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি চালু হবে।
> পশ্চিমবঙ্গের বাইরে ভিন রাজ্যে বাংলার শ্রমিকদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা।
> সংশোধিত ওয়াকফ আইন ২০২৫ বাতিল করার জন্য জোরালো আওয়াজ তোলা।
> সংখ্যালঘুদের দাবি আদায়ে গনতান্ত্রিক উপায়ে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়।
> আলোচনার শেষে “ঐক্য, অধিকার ও সম্মান” রক্ষার শপথ নেন সংগঠনের সদস্যরা।
এই ব্লক সম্মেলনের মাধ্যমে “অল ইন্ডিয়া তৌহিদী জনতা” আবারও স্পষ্ট বার্তা দিল— সংখ্যালঘুদের অধিকার নিয়ে কোনো আপস নয়।

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.