Sunita Williams: তৃতীয় বারের জন্য মহাকাশে দিলেন পাড়ি সুনীতা উইলিয়ামস

Sunita Williams

NASA News on Sunita Williams: সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি ‘বুচ’ উইলমোর বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশনের (International Space Station) উদ্দেশে রওনা দেন।

তৃতীয় বারের জন্য মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। নানা বাধা বিপত্তি কাটিয়ে যাত্রা করলেন তিনি। প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিল অভিযান। অবশেষে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন (Cape Canaveral Space Force Station) থেকে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়া ST-200 Boeng Starliner রকেটের মাধ্যমে অভিযানের যাত্রা শুরু হয়েছে। এবারও মহাকাশ অভিযানে সুনীতা সঙ্গে রেখেছেন গীতা এবং একটি গণেশ মূর্তি। তাঁর কাছে গণেশ ‘লাকি চার্ম”।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Sunita Williams
Sunita Williams

সহকর্মী বুচ উইলমোর–এর সঙ্গে এই অভিযানে গেলেন উইলিয়ামস (Sunita Williams)। আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন সুনীতা। যে অ্যাটলাস ৫ রকেটে চেপে মহাকাশে রওনা দিয়েছেন তাঁরা, সেটির নকশা তৈরিতেও সুনীতার ভূমিকা রয়েছে।

আরোও পড়ুন – হারানো মোবাইল খুঁজে বের করুন সহজেই

উল্লেখ্য – এর আগে, ৩২২ দিন মহাকাশে কাটিয়েছেন সুনীতা। একসময় স্পেসওয়াকের সর্বোচ্চ রেকর্ডও ছিল তাঁর দখলে। যদিও ‘পেগি হুইটসন’ পরে তাঁকে ছাপিয়ে যান। মহাকাশ অভিযানে মহিলাদের জন্য অনুপ্রেরণা সুনীতা। এই নিয়ে তিনি তৃতীয় বার মহাকাশ অভিযানে রওনা দিলেন। নিজেদের তত্ত্বাবধানে তৈরি নতুন রকেটে চেপে মহাকাশ অভিযানে বের হয়ে আবারও ইতিহাস রচনা করলেন সুনীতা।

তবে তৃতীয় বারের জন্য সুনীতা’র মহাকাশ অভিযান সহজে হয়নি। এসেছিল নানা বাধা বিপত্তি। এই অভিযান সম্পূর্ণ হওয়ার কথা ছিল অনেক আগেই। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে বার বার অভিযান বাতিল করা হয়েছে। এমনকি রকেটের আসনে বসে যাওয়ার পরেও নেমে আসতে হয়েছিল সুনীতা এবং সহযাত্রী ব্যারিকে। তবে এবার সবকিছু ভালোই সম্পন্ন হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *