আজব ঘটনার সাক্ষী বাংলা! ডিম ভাঙতেই বের হলো সাপের বাচ্চা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে কি বাজারে বিকোচ্ছে কৃত্রিম ডিম? উঠছে প্রশ্ন!
আজব ঘটনার সাক্ষী বাংলা! ডিম ভাঙতেই বের হলো সাপের বাচ্চা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে কি বাজারে বিকোচ্ছে কৃত্রিম ডিম? উঠছে প্রশ্ন!
সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়তই নানান আশ্চর্যজনক ঘটনা ঘটছে,আর এইসব ঘটনার সাক্ষী রয়েছে সাধারণ মানুষ । যেসব ঘটনা বা দৃশ্য মানুষ আগে কিন্তু দেখেনি, সেই রকমই এক ঘটনার সাক্ষী রইল জামুরিয়ার খোট্টাডিহি গ্রামের বাসিন্দারা।
বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভার ও পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামে পোল্টি ডিম ভাঙতেই, ডিমের ভেতর থেকে বেরিয়ে এল সাপের বাচ্চা, এমনটাই অনুমান করছেন শ্যামলা অঞ্চলের খোট্টাডিহী গ্রামের ডিহি পাড়ার বাসিন্দারা। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
ডিহি পাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালা বিবি সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা। এই দৃশ্য দেখে আতঙ্কিত শেখ মান্নারের পরিবার সহ ডিহি পাড়ার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা সোমনাথ মন্ডল জানান যে এই ধরনের বিরল ঘটনা তাদের এলাকাতে প্রথম দেখলো। এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তিনি জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন যে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গাতেও ঘটতে পারে। তাই ডিম খাওয়ার আগে একটু দেখে নেবেন তাছাড়া বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।
RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…
ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে