পি এম কিষান সম্মান নিধি প্রকল্প (PM Kisan Samman Nidhi)
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM KISAN) হল একটি কেন্দ্র সরকার পরিচালিত প্রকল্প যার ১০০% খরচ বহন করে থাকে কেন্দ্র সরকার। প্রকল্প টি ২০১৮ থেকে কার্যকর করা হয়েছে। যার লাভ তুলছে দেশের বহু কৃষক পরিবার। এই প্রকল্পের অধীনে প্রতি চার মাসে প্রতি বছরে ৬০০০/- টাকা আয়ের সহায়তা সারা দেশের সমস্ত কৃষক পরিবারকে ২০০০/- টাকার তিনটি সমান কিস্তিতে প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্পে স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তান কে নিয়ে একটি পরিবার ধরা হয়। একটি পরিবারে কেবলমাত্র একজনই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এই প্রকল্পে সুবিধাভোগী কৃষক পরিবারগুলির সনাক্তকরণের সম্পূর্ণ দায়িত্ব রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল সরকারগুলির উপর দেওয়া হয়েছে।
বিষয় বস্তু
পি এম কিষাণ সম্মান নিধি (Pm Kisan Samman Nidhi) প্রকল্পের সুবিধা
পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত প্রত্যেক যোগ্য কৃষক পরিবার কে বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য কেন্দ্র সরকার থেকে দেওয়া হয়। DBT র মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়ে থাকে। যদি কোনও কৃষক পরিবার, এখনও এই স্কিমের সুবিধা না পেয়ে থাকেন, তবে তিনি দ্রুত রেজিস্ট্রেশন করে এই সুবিধা নিতে পারেন।
প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনায় অন্তর্ভুক্ত হতে কি যোগ্যতার প্রয়োজন?
কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে PM কিষাণ প্রকল্পের সুবিধাগুলি উপযুক্ত প্রাপকদের কাছে পৌঁছানো নিশ্চিত করার জন্য নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড রয়েছে। যোগ্যতার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি হল:
- কৃষককে ভারতের নাগরিক হতে হবে।
- কৃষকের বৈধ একটি আধার কার্ড থাকতে হবে।
- কৃষকের নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
- কৃষককে আবাদি জমির মালিক হতে হবে।
- জমির নথিতে কৃষকের নাম থাকতে হবে।
- কৃষকের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- এই প্রকল্পের সুবিধা পরিবার ভিত্তিক প্রদান করা হয়ে থাকে। একটি কৃষক পরিবারের কেবল একজনই সুবিধা গ্রহণ করতে পারবে। (পরিবার অর্থাৎ স্বামী স্ত্রী ও নাবালক সন্তানদের নিয়ে বোঝানো হয়েছে)।
- এই প্রকল্প থেকে উচ্চ রোজগারের নির্দিষ্ট কিছু শ্রেনীকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে…
- প্রাতিষ্ঠানিক জমির মালিক।
- যে সমস্ত কৃষক পরিবারে এক বা একাধিক সদস্য নিম্নলিখিত শ্রেণীভুক্ত
- বর্তমান ও সাবেক কোনো সাংবিধানিক পদমর্যাদার ধারক।
- বর্তমান ও প্রাক্তন মন্ত্রী/প্রতিমন্ত্রী এবং লোকসভা/রাজ্যসভা/রাজ্য বিধানসভা/রাজ্য বিধান পরিষদের বর্তমান/প্রাক্তন সদস্যরা।
- মিউনিসিপ্যাল কর্পোরেশনের বর্তমান এবং প্রাক্তন মেয়র, জেলা পঞ্চায়েতগুলির চেয়ারপার্সন।
- কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মন্ত্রনালয়, অফিস, বিভাগ এবং এর ক্ষেত্র একক কেন্দ্রীয় বা রাজ্য PSE এবং সরকারের অধীনে সংযুক্ত অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় সংস্থাগুলির নিয়মিত কর্মচারীদের সমস্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারী।
- অবসরপ্রাপ্ত পেনশনভোগী যাদের মাসিক পেনশন ₹10,000 বা তার বেশি।
- যারা গত আর্থিক বছরে আয়কর প্রদান করেছে।
পিএম কিষাণ সম্মান নিধি (Pm Kisan Samman Nidhi) প্রকল্পে কিভাবে অন্তর্ভুক্ত হতে পারবেন।
- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য, কৃষককে রাজ্য সরকার কর্তৃক মনোনীত স্থানীয় পাটোয়ারী / রাজস্ব অফিসার / নোডাল অফিসার (পিএম-কিসান) এর সাথে যোগাযোগ করতে হবে।
- কমন সার্ভিস সেন্টার গুলিকে (CSCs) ফি প্রদানের মাধ্যমে এই প্রকল্পে কৃষকদের নিবন্ধন করার জন্যও অনুমোদিত করা হয়েছে।
- পোর্টালে কৃষক কর্নারের মাধ্যমে কৃষকরাও তাদের স্ব-নিবন্ধন করতে পারেন।
- এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রথমে কেন্দ্র সরকারের কৃষি বিভাগের অধীনস্থ PM KISAN এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে হবে।
- আবেদন সম্পূর্ণ করার পর যাচাই বাছাইয়ের জন্য আবেদন পত্র প্রিন্ট করে প্রয়োজনীয় যাবতীয় প্রমাণপত্র সহ কৃষককে রাজ্য সরকার কর্তৃক মনোনীত স্থানীয় কৃষি সহকারী / রাজস্ব অফিসার / নোডাল অফিসার (পিএম-কিসান) এর সাথে যোগাযোগ করতে হবে।
- Pm Kisan প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে গেলে, পোর্টালে ফার্মার কর্নারে গিয়ে কৃষকের অর্থ প্রদানের অবস্থা দেখতে পারবেন।
pm Kisan e-Kyc পিএম কিষাণ ই কে ওয়াইসি কি?
পিএম কিষাণ সম্মান নিধি (PM Kisan Yojona) প্রকল্পের সুবিধা পেতে কৃষকদের অবশ্যই তাঁদের অ্যাকাউন্টে KYC জমা করতে হবে। পিএম কিষাণ পোর্টালে গিয়ে এই কাজটি করে ফেলতে পারেন। বায়োমেট্রিকের ভিত্তিতে বিভিন্ন CSC কেন্দ্রে e-KYC ও করিয়ে নিতে পারবেন কৃষকরা। অথবা আধার ওটিপি দিয়ে বাড়িতে বসে নিজেরাই কেওয়াইসি করিয়ে নিতে পারবেন কৃষকেরা। তবে তার জন্য অবশ্যই কৃষকের আধারের সাথে মোবাইল নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক। যদি আপনার কেওয়াইসি করা না থেকে থাকে শীঘ্রই এটি করিয়ে নিন। নাহলে পিএম কিষাণের টাকা নাও পেতে পারেন।
কিভাবে বুঝবেন যে আপনি pm Kisan এ উপভোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন? পিএম কিষাণ স্ট্যাটাস চেক আধার কার্ড
এবার আমরা আলোচনা করছি যে কীভাবে একজন কৃষক সুবিধাভোগী তালিকায় তার নাম যাচাই করতে পারেন এবং আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারেন। আপনার পিএম কিসান অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করতে, এই পদক্ষেপগুলি অনুসরণ করুন…
- ১ম ধাপ: অফিসিয়াল পিএম কিষান পোর্টালে যান ( pmkisan.gov.in )।
- ২য় ধাপ: হোমপেজে কৃষক কর্নারে ‘ফার্মার্স কর্নার’ বিভাগটি সন্ধান করুন।
- ‘নো ইয়োর স্ট্যাটাস’ (know your status) অপশনটি বেছে নিন।
- প্রয়োজনীয় তথ্য, যথা আধার নং, মোবাইল নং, অ্যাপ্লিকেশন নং দিয়ে সাবমিট করুন।
- আপনার স্ট্যাটাস স্ক্রিনে দেখানো হবে।
প্রকল্পের নাম | পি এম কিষাণ (PM Kisan) |
সম্পূর্ণ নাম | প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (Pm Kisan Samman Nidhi Yojana) |
লঞ্চের তারিখ | 24 ফেব্রুয়ারী 2019 |
প্রকল্পের উদ্দেশ্য | কৃষকদের আর্থিক ভাবে শক্তিশালী করা |
প্রকল্পের সুবিধা | তিনটে কিস্তিতে ৬০০০ টাকা প্রতি বছর |
সরকারী মন্ত্রণালয় | কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় |
যোজনার ধরণ | কেন্দ্র সরকার প্রকল্প |
আবেদনের ধরন | অনলাইন |
সরকারী ওয়েবসাইট | https://pmkisan.gov.in/ |
সরকারি হেল্পলাইন নং | 155261 / 011-24300606 |
আবেদনের লিঙ্ক | এখানে ক্লিক করুন |
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
পি এম কিষাণ (PM-KISAN) স্কিম কি?
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) হল একটি কেন্দ্র সরকার পরিচালিত প্রকল্প যার ১০০% খরচ বহন করে থাকে কেন্দ্র সরকার। প্রকল্প টি ২০১৮ থেকে কার্যকর করা হয়েছে। যার লাভ তুলছে দেশের বহু কৃষক পরিবার। এই প্রকল্পের অধীনে প্রতি চার মাসে প্রতি বছরে ৬০০০/- টাকা আয়ের সহায়তা সারা দেশের সমস্ত কৃষক পরিবারকে ২০০০/- টাকার তিনটি সমান কিস্তিতে প্রদান করা হয়ে থাকে।
পি এম কিষাণ PM-KISAN স্কিমের সুবিধাগুলি কী কী?
PM-KISAN যোজনায় অন্তর্ভুক্ত সুবিধাভোগী কৃষক পরিবারদের সমান কিস্তিতে বার্ষিক/প্রতি পরিবার 6,000 টাকা প্রদান করা হয়
PM-KISAN যোজনা কখন এবং কে চালু করেছিল?
ভারতের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী 24 ফেব্রুয়ারি, 2019-এ PM-KISAN প্রকল্প চালু করেছিলেন৷ এই প্রকল্পটি 1 ডিসেম্বর, 2018 থেকে কার্যকর হয়েছিল৷
PM-Kisan প্রকল্পের টাকা কীভাবে পাবো?
অনলাইনে আবেদন করার পর স্থানীয় কৃষি বিভাগে যোগাযোগ করুন, আবেদন গৃহীত হলে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে।
Pm Kisan প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নিচে দেওয়া ডকুমেন্টস গুলো দরকার হবে
১) নাগরিকত্ব সনদ
২) জমিজমা সংক্রান্ত কাগজপত্র
৩) আধার কার্ড
৪) ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী
৫) রেশন কার্ড
৬) স্ব-ঘোষণাপ
Pm Kisan পিএম কিষাণ এ এক পরিবারের কতজন টাকা পেতে পারে?
পিএম কিষাণ (PM Kisan) এ স্বামী স্ত্রী ও নাবালক সন্তানদের নিয়ে একটি পরিবার বোঝানো হয়েছে। একটি পরিবারে কেবল একজনই যোগ্য হতে পারে।
পিএম কিষাণ নিধি যোজনার টাকা কখন দেওয়া হয়?
সাধারণত বছরে তিনটি সমান কিস্তিতে পিএম কিষাণ নিধি যোজনার টাকা দেওয়া হয়ে থাকে।
এটি দেখুন – Pm Kisan কৃষকদের একাউন্টে কবে ঢুকবে টাকা? দেখুন…
RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…
ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে