Purba Medinipur News: ভোট মিটতেই শুরু রদবদল, সরিয়ে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে।

Purba Medinipur News

Purba Medinipur News: ভোট মিটতেই শুরু রদবদল, সরিয়ে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে। লোকসভা নির্বাচন ২০২৪ এর নির্ঘণ্ট প্রকাশের পর রাজ্য জুড়ে বদল করা হয়েছিল বেশ কিছু আমলাদের। তাঁর মধ্যে বাদ যায়নি পূর্ব মেদিনীপুরের জেলাশাসক‌ও। তৎকালীন জেলার জেলাশাসক তানভীর আফজল তানভীর কে বদল করে নতুন জেলা শাসক নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নিয়ে আসা হয় জয়শ্রী দাসগুপ্ত কে। আর এবার ভোট মিটতেই শুরু হল আবারও রদবদল। পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে সরিয়ে দেওয়া হল নবান্নের তরফ থেকে। পূর্ব মেদিনীপুর এর জেলাশাসক হিসেবে জয়শ্রী দাশগুপ্তকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই সেই জয়শ্রী দাসগুপ্তকে সরিয়ে দেওয়া হল। জয়শ্রী দাসগুপ্তকে সরিয়ে দেওয়া হলেও নতুন কাউকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে নিয়োগ করা হয়নি এখনোও। জয়শ্রী দাসগুপ্তকে পাঠানো হয়েছে ওএসডি কর্মীবর্গ দফতরে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আরোও পড়ুনঃ তমলুকে হেরে অভিমানী তৃনমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য্য

Purba Medinipur news

RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…

ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল

এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *