ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি বজায় রাখলেন মোদি, তৃতীয়বার ক্ষমতায় (PM Modi 3.0) এসেই কৃষক কল্যাণ তহবিলে খরচের জন্য স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই এদিন পিএম কিষাণ (PM Kisan Nidhi) ১৭তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এর ফলে দেশের ৯ কোটি কৃষক উপকৃত হবেন। পিএম কিষাণ নিধির আওতায় প্রায় 20,000 কোটি টাকা দেবে মোদি সরকার। এই প্রকল্পের অধীনে প্রতি চার মাসে প্রতি বছরে ৬০০০/- টাকা আয়ের সহায়তা সারা দেশের সমস্ত কৃষক পরিবারকে ২০০০/- টাকার তিনটি সমান কিস্তিতে প্রদান করা হয়ে থাকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। আর এই অনুমোদনের পরে এবার পিএম কিষাণ ১৭তম কিস্তির টাকা সরাসরি কৃষকের একাউন্টে আসা শুধু সময়ের অপেক্ষা।
(প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা PM-Kisan Samman Nidhi yojona)
ফাইলে সই করার পর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন…
“আমাদের সরকার কিষাণ কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দায়িত্ব নেওয়ার পরই কৃষক কল্যাণ সম্পর্কিত প্রথম ফাইলে স্বাক্ষর। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি কাজ করে যেতে চাই।”
পিএম কিষাণ ১৭তম কিস্তি র টাকা পাওয়ার জন্য আপনার e-KYC করানো আছে তো?
পিএম কিষাণ ১৭ তম তম কিস্তির টাকা পেতে হলে কেওয়াইসি থাকা আবশ্যক
পিএম কিষাণ সম্মান নিধি (PM Kisan Yojona) প্রকল্পের সুবিধা পেতে তাঁর ১৭তম কিস্তির টাকা পেতে কৃষকদের অবশ্যই তাঁদের অ্যাকাউন্টে e-KYC জমা করতে হবে। এখনও পর্যন্ত যদি কেওয়াইসি জমা না করে থাকেন, দ্রুতই পিএম কিষাণ পোর্টালে গিয়ে এই কাজটি করে ফেলতে পারেন। বায়োমেট্রিকের ভিত্তিতে বিভিন্ন CSC কেন্দ্রে e-KYC করিয়ে নিতে পারবেন কৃষকরা। অথবা আধার ওটিপি দিয়ে বাড়িতে বসে নিজেরাই কেওয়াইসি করিয়ে নিতে পারবেন কৃষকেরা। তবে তার জন্য অবশ্যই কৃষকের আধারের সাথে মোবাইল নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক। যদি আপনার কেওয়াইসি করা না থেকে থাকে শীঘ্রই এটি করিয়ে নিন। নাহলে পিএম কিষাণ ১৭তম কিস্তির টাকা নাও পেতে পারেন।
পিএম কিষাণ সম্পর্কে কিছু তথ্য …
প্রকল্পের নাম | পিএম কিষাণ (PM-Kisan) |
সম্পূর্ণ নাম | প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (Pm Kisan Samman Nidhi Yojana) |
সরকারী মন্ত্রণালয় | কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় |
যোজনার ধরণ | কেন্দ্র সরকার প্রকল্প |
কিস্তি নং | ১৭ তম কিস্তি |
টাকা ঢোকার তারিখ | এখনো জানা যায়নি |
আবেদনের ধরন | অনলাইন |
সরকারী ওয়েবসাইট | https://pmkisan.gov.in/ |
আবেদনের লিঙ্ক | এখানে ক্লিক করুন |
পিএম কিষাণ স্টেটাস চেক | এখানে ক্লিক করুন |
অনলাইন কে-ওয়াইসি (Online E-Kyc) | এখানে ক্লিক করুন |
পিএম কিষাণ সম্পর্কে আরো বিস্তারিত জানতে – এখানে ক্লিক করুন