একটানা তিনবারের প্রধানমন্ত্রী হয়ে জওহরলাল নেহরুর কীর্তি স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল শপথ গ্রহণের পরে আজ তিনি সকালে প্রধানমন্ত্রীর দফতরে যান। প্রধানমন্ত্রীর বাসভবন সেভেন, লোক কল্যাণ মার্গে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বারের মোদী (Modi 3.0) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। বৈঠক হয়েছে বিকেলে। বৈঠকের পরেই জানা গেল কার হাতে গেল কোন দপ্তরের মন্ত্রীসভার দায়িত্ব। 3rd term modi government minister list
আসুন দেখে নেওয়া যাক মোদির তৃতীয় বারের সরকারে কার হাতে গেল কোন মন্ত্রণালয়? 3rd term modi government minister list
নরেন্দ্র দামোদর দাস মোদি
প্রধানমন্ত্রী
PMO, Ministry of Personnel, Public Grievances and Pensions, Department of Atomic Energy Department of Space
পূর্ণমন্ত্রী(Cabinet Minister)
ক্রমিক নং
নাম
মন্ত্রনালয়
০১
রাজনাথ সিং
প্রতিরক্ষা
০২
অমিত শাহ
স্বরাষ্ট্র
০৩
নীতিন গড়কড়ি
সড়ক পরিবহণ ও হাইওয়ে
০৪
জগৎপ্রকাশ নাড্ডা
স্বাস্থ্য
০৫
শিবরাজ সিং চৌহান
কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন
০৬
নির্মলা সীতারামন
অর্থ
০৭
সুব্রহ্মণ্যম জয়শংকর
বিদেশ
০৮
মনোহর লাল খট্টর
বিদ্যুৎ ও নগরোন্নয়ন
০৯
এইচডি কুমারস্বামী
ভারী শিল্প
১০
পীযূষ গোয়েল
বানিজ্য
১১
ধর্মেন্দ্র প্রধান
মানব সম্পদ উন্নয়ন
১২
জিতন রাম মাঞ্ঝি
ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ
১৩
লালন সিং
পঞ্চায়েত, মৎস্য, প্রাণীপালন ও ডেয়ারি
১৪
সর্বানন্দ সোনোয়াল
বন্দর ও জাহাজ
১৫
বীরেন্দ্র কুমার
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
১৬
প্রহ্লাদ যোশী
উপভোক্তা বিষয়ক
১৭
কিঞ্জারাপু রাম মোহন নাইডু
অসামরিক বিমান পরিবহণ
১৮
জুয়াল ওরাম
আদিবাসী বিষয়ক
১৯
গিরিরাজ সিং
বস্ত্র
২০
অশ্বিনী বৈষ্ণব
তথ্য ও সম্প্রচার এবং রেল
২১
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
টেলিকম
২২
ভূপেন্দ্র যাদব
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
২৩
গজেন্দ্র সিং শেখাওয়াত
সংস্কৃতি ও পর্যটন
২৪
কিরেন রিজিজু
সংসদ বিষয়ক, সংখ্যালঘু উন্নয়ন
২৫
হরদীপ সিং পুরী
পেট্রোলিয়াম
২৬
মনসুখ মাণ্ডব্য
শ্রম, কর্মসংস্থান, যুবকল্যাণ ও ক্রীড়া
২৭
জি কিষাণ রেড্ডি
কয়লা ও খনি
২৮
চিরাগ পাসওয়ান
ক্রীড়া ও খাদ্য প্রক্রিয়াকরণ
২৯
সিআর পাতিল
জলশক্তি
৩০
অন্নপূর্ণা দেবী
নারী ও শিশু কল্যাণ
স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী
ক্রমিক নং
নাম
মন্ত্রনালয়
০১
রাও ইন্দরজিৎ সিং
পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন, পরিকল্পনা মন্ত্রকের স্বাধীন দায়িত্ব এবং সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী
০২
জিতেন্দ্র সিং
বিজ্ঞান ও প্রযুক্তি (স্বাধীন দায়িত্ব), ভূ বিজ্ঞান (স্বাধীন দায়িত্ব)। প্রধানমন্ত্রীর দফতরের পাশাপাশি কর্মিবর্গ, জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী, পারমাণবিক শক্তি ও মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী।
০৩
অর্জুন রাম মেঘওয়াল
আইন ও ন্যায়বিচার (স্বাধীন দায়িত্ব), সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী
০৪
প্রতাপরাও গণপতরাও যাদব
আয়ুষ (স্বাধীন দায়িত্ব), স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী
০৫
জয়ন্ত চৌধুরী
দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা (স্বাধীন), শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী
ক্রমিক নং
নাম
মন্ত্রনালয়
০১
জিতিন প্রসাদ
শিল্প ও বাণিজ্য, ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি
০২
শ্রীপদ ইয়েস্সো নায়েক
বিদ্যুৎ, অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি
০৩
পঙ্কজ চৌধুরী
অর্থ
০৪
কৃষাণ পাল
সমবায়
০৫
অথওয়ালে রামদাস বান্দু
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
০৬
রাম নাথ ঠাকুর
কৃষি ও কৃষক কল্যাণ
০৭
নিত্যানন্দ রাই
স্বরাষ্ট্র
০৮
অনুপ্রিয়া সিং প্যাটেল
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, রাসায়নিক ও সার
০৯
ভি সোমান্না
জলশক্তি, রেল
১০
চন্দ্রশেখর পেম্মাসানি
গ্রামোন্নয়ন ও যোগাযোগ
১১
এসপি সিং বাঘেল
মৎস্য, প্রাণীপালন, ডেয়ারি, পঞ্চায়েত
১২
শোভা করন্দলাজে
ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ, শ্রম ও কর্মসংস্থান
১৩
কীর্তি বর্ধন সিং
পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, বিদেশ
১৪
বিএল ভার্মা
উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন