west Bengal by election 2024: লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই আবারো ভোট পশ্চিমবঙ্গে

Election Symbol

west Bengal by election 2024

west Bengal by election 2024: আবারো ভোট বাংলায়… প্রার্থী ঘোষণা করেছে তৃনমূল। আসন্ন পশ্চিমবঙ্গের চার বিধান সভা উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী ১০ই জুলাই ২০২৪। রায়গঞ্জ থেকে তৃনমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ থেকে মুকুট মনি অধিকারী, মানিকতলা থেকে সাধন পান্ডের স্ত্রী সুপতি পান্ডে এবং বাগদাহ থেকে মতুয়া পরিবারের মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্না ঠাকুর। সদ্য‌ই সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। তাতে এরাজ্যে যথেষ্ট ভালো ফল করেছে শাসক দল তৃনমূল কংগ্রেস। ৪২ আসনের মধ্যে একাই দখলে নিয়েছে ২৯ টি আসনের। বিরোধী দল বিজেপি গতবারের ১৮ থেকে কমে এবারে পেয়েছে ১২টি আসন। বাম কংগ্রেস আসন সমঝোতা করে জোটে করে লড়াই করলেও, তাদের ঝুলিতে গিয়েছে মাত্র ১টা আসন।এর‌ই মাঝে আবারো রাজ্যের ৪ আসনে হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। তার‌ই প্রার্থী তালিকা আজ প্রকাশ করল তৃনমূল। তবে এখনো বিরোধী দলের প্রার্থী সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। এখন দেখার বিষয় সদ্য ভালো ফল করা তৃনমূলকে টেক্কা দিতে কাকে প্রার্থী করবে বিরোধীরা। সবার নজর এখন সেদিকেই।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
ক্রমিক নংবিধানসভা কেন্দ্রপ্রার্থী
রায়গঞ্জকৃষ্ণ কল্যাণী
রানঘাট দক্ষিণমুকুট মনি অধিকারী
মানিকতলাসুপতি পান্ডে
বাগদাহমধূপর্না ঠাকুর
west Bengal legislative assembly by-election 2024 TMC candidate list
West Bengal by election 2024

RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…

ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল

এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *