রেশন কার্ড সম্পর্কিত Ration card
আপনি কি রেশন কার্ড দিয়ে বিনামূল্যে খাদ্য সামগ্রী নিচ্ছেন। তবে আপনি এটাও জানেন যে এর জন্য আপনার একটা রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। শুধু রেশন কার্ড থাকলেই হবেনা, বিনামূল্যে রেশন সামগ্রী তোলার জন্য রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক থাকাটাও আবশ্যক (Ration Card e-Kyc)। যদি আপনার রেশন কার্ডের সাথে আধার লিংক করা না থাকে, তবে ডিলার আপনাকে রেশন সামগ্রী দেবে না। এবং আপনার রেশন কার্ড টি বন্ধ হয়ে যাবে। অতএব বিনামূল্যে রেশনিং দ্রব্য তোলার জন্য শীঘ্রই করে ফেলুন এই কাজটি। যত দ্রুত সম্ভব আপনার রেশন কার্ডের সাথে আধার লিংক করান (Ration card Link with Aadhaar)। আপনি জেনে খুশি হবেন যে, এই কাজটি করার জন্য আপনাকে কোথাও ছুটতে না। বাড়িতে বসে নিজের শখের মোবাইল ফোন দিয়েই সেরে ফেলতে পারেন এই কাজটি।
Table of Contents
রেশন কার্ডের ই-কেওয়াইসি কিভাবে করা যায়?
বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে রেশন কার্ডের ই-কেওয়াইসি করতে, নিচের পদ্ধতি অনুসরন করুন…
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যান। ওয়েবসাইটটি হলো https://food.wb.gov.in/
- এরপর বামদিকে উপরে সিটিজেন হোম (Citizen Home) অপশনে যান।
- এরপর অনুসন্ধান (Enquiry) অপশনে যান।
- তারপর আপনার রেশন কার্ডের আধার লিঙ্কিং স্থিতি চেক করুন (Check Aadhaar Linking Status of your Ration Card) অপশনে যান।
- এরপর আপনার রেশন কার্ডের নং দিয়ে চেক স্টেটাস এ ক্লিক করুন।
এখন আপনি আপনার রেশন কার্ডের সাথে আধার লিংক আছে কিনা জানতে পারবেন। যদি লিংক থাকে, তবে ভালো, আপনাকে আর কিছু করতে হবে না। আর যদি লিংক না থাকে, তবে আপনাকে আপনার রেশন কার্ডের সাথে আধার লিংক করাতে হবে।
নিজে মোবাইল থেকে লিংক করানোর জন্য এই ধাপগুলো অনুসরণ করুন…
- আবারো পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের সেই অফিসিয়াল ওয়েবসাইটে যান। ওয়েবসাইটটি হলো https://food.wb.gov.in/
- আগের মতোই সিটিজেন হোম অপশনে গিয়ে এবার রেশন কার্ড রিলেটেড কর্নার (Ration Card Related Corner) এ যান।
- এরপর আধারের মাধ্যমে স্ব-সেবা (Self Service Through Aadhaar) তে যান।
- এরপর রেশন কার্ড সক্রিয় করতে আধার লিংক করুন (Link Aadhaar to activate Ration card) অপশনে যান।
- এবার আপনার রেশন কার্ড নং টি দিয়ে সার্চ করুন
- এরপর Do E-KYC অপশনে ক্লিক করে, Link Aadhaar with Deactivated/Newly Approved Cards অপশনে ক্লিক করুন।
- Link Aadhaar and Mobile no. অপশনে ক্লিক করে Send OTP করলেই মোবাইল নম্বরে যে OTP আসবে সেটা লিখে Submit করুন।
- সব শেষে পুরো নথি ঠিকঠাক আছে কিনা, তা একবার ভালো করে যাচাই করে নিয়ে Verify and Submit অপশন ক্লিক করলেই Active হয়ে যাবে আপনার রেশন কার্ড।
আরও পড়ুনঃ পিএম কিষান যোজনায় কেন্দ্র সরকার দিচ্ছে 6000 টাকা। দেখুন সম্পূর্ণ আবেদন পদ্ধতি।
যোজনা | খাদ্য সুরক্ষা |
যোজনার ধরন | সরকারি |
সরকারি দপ্তর | খাদ্য |
সরকারি ওয়েবসাইট | https://food.wb.gov.in/ |
অনলাইন ই-কেওয়াইসি | https://food.wb.gov.in/ |
রেশন কার্ডে ই-কেওয়াইসি সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন (Ration Card e-Kyc FAQ)
প্রশ্ন ১ – রেশন কার্ডে ই-কেওয়াইসি ছাড়া রেশন পাওয়া যাবে কি?
উত্তরঃ আপনিও যদি রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন সুবিধা পান কিন্তু আপনি এখনও রেশন কার্ডের জন্য ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন না করেন, তাহলে শীঘ্রই এটি সম্পন্ন করুন। নিয়ম অনুযায়ী, পরিবারের সকল সদস্যের ই-কেওয়াইসি করানো প্রয়োজন।
প্রশ্ন ২ – রেশন কার্ড ই-কেওয়াইসি কোথায় করা যাবে?
উত্তরঃ নিকটবর্তী যেকোনো রেশন দোকানে
নিকটবর্তী যেকোনো খাদ্য সরবরাহ দপ্তরের ইনস্পেক্টর অফিসে
যেকোনো বাংলা সহায়তা কেন্দ্রে (BSK)
যদি আপনার আধারের সাথে মোবাইল নম্বর যুক্ত থাকে, তবে আপনি নিজেও বাড়িতে বসে করতে পারবেন।
প্রশ্ন ৩ – রেশন কার্ড ই-কেওয়াইসি করার জন্য কি কি প্রয়োজন?
উত্তরঃ রেশন কার্ডের ই-কেওয়াইসি করার জন্য রেশন কার্ড থাকতে হবে, এবং বৈধ একটি আধার কার্ড আবশ্যক।
প্রশ্ন ৪ – রেশন কার্ডের ই-কেওয়াইসি করার জন্য আঙুলের ছাপ দেওয়া কি আবশ্যক।
উত্তরঃ রেশন কার্ডের অনলাইন ই-কেওয়াইসি দু-ভাবে করা যায়। আঙুলের ছাপ দিয়ে করতে পারেন অথবা আধার ওটিপি দিয়েও করতে পারেন। আধার ওটিপি দিয়ে e-Kyc করার জন্য আধারের সাথে মোবাইল নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক।
প্রশ্ন ৫ – রেশন কার্ড ই-কেওয়াইসি করতে খরচ কি হবে?
উত্তরঃ রেশন কার্ডের ই-কেওয়াইসি সুবিধা কিন্তু একেবারে বিনামূল্যে। এর জন্য আপনাকে কাউকে টাকা দিতে হবে না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে ই-কেওয়াইসি করতে পারেন।
প্রশ্ন ৬ – রেশন কার্ডের ই-কেওয়াইসি না করলে কি হবে?
উত্তরঃ আপনার রেশন দ্রব্য তোলার জন্য সমস্যা হতে পারে। এবং রেশন কার্ড ডিএকটিভ হয়ে যেতে পারে। ফলে রেশনিং দ্রব্য নেওয়ার জন্য অসুবিধা হতে পারে। যদি এখনো ই-কেওয়াইসি না করেন, তাড়াতাড়ি করে ফেলুন
RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…
ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে
- সংখ্যালঘুদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে খড়গপুরে অনুষ্ঠিত হল ‘অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের’ পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন।
- ওবিসি সংরক্ষণ পুনর্বহাল, ওয়াকফ বিল প্রত্যাহার সহ সংখ্যালঘুদের বিভিন্ন দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনে গন ডেপুটেশন তৌহিদী জনতার
- Bangla Awas Yojana List 2024: রাজ্যবাসীর জন্য খুশির খবর 😲 | শুরু হলো আবাস যোজনার বাড়ি তৈরির সার্ভে | কারা কারা পাবেন বাড়ি? দেখুন…