PNB: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এক্ষুনি করুন এই কাজটি। 30শে জুনের মধ্যে এই কাজ না করলে বন্ধ হবে একাউন্ট।

PNB - Punjab National Bank

PNB পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একাউন্ট গ্রাহকদের জন্য এবার বিশেষ নির্দেশিকা জারি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। নির্দেশিকা অনুযায়ী এ মাসের শেষেই বন্ধ হতে পারে বহু সংখ্যক PNB গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট। যদিও এই সম্পর্কে আগেও সতর্কবার্তা জারি করেছিল পাবলিক সেক্টরের এই ব্যাংকটি। আবারও এই প্রসঙ্গে তারা গ্রাহকের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করল।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Pnb – র কোন কোন অ্যাকাউন্ট গুলি বন্ধ করা হবে?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সদ্য একটি নির্দেশিকা প্রকাশিত করেছে। যেসকল গ্রাহকের অ্যাকাউন্টে তিন বছর ধরে কোনো লেনদেন হয়নি, সেইসব গ্রাহকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে Punjab National Bank। সতর্কবার্তায় বলা হয়েছে তিন বছর ধরে লেনদেন না হ‌ওয়া একাউন্ট গুলি বন্ধ করতে চলেছে পি‌এনবি। আর তার জন্য সময় দেওয়া হয়েছে আগামী 30শে জুন পর্যন্ত।

কিভাবে নিজের পিএনবি ব্যাংক অ্যাকাউন্টকে সচল রাখা যাবে?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সতর্কবার্তায় জানিয়েছে অবিলম্বে একাউন্টে লেনদেন প্রক্রিয়া না শুরু করলে সেসব অ্যাকাউন্ট বন্ধ করে দেবে পিএনবি কতৃপক্ষ। PNB ব্যাংকের যেসকল একাউন্টে জিরো (0) ব্যালেন্স থাকবে এবং তিন (3) বছর লেনদেন বিহীন অবস্থায় আছে, সেই সকল একাউন্ট গুলোই বন্ধ করা হবে। যদি কোনো গ্রাহক তাদের এই ধরনের সক্রিয় রাখতে চান তবে আগামী 30শে জুন 2024 এর মধ্যে অ্যাকাউন্টে যেকোনো ধরনের যেকোনো অঙ্কের লেনদেন করতে হবে। তানাহলে 30শে জুনের পর আর ঐ একাউন্ট লেনদেন করা যাবেনা। অ্যাকাউন্ট গুলো নিস্ক্রিয় হয়ে যাবে।

কোন কোন একাউন্টের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে 30 জুনের পর দীর্ঘদিন ধরে লেনদেন না হ‌ওয়া অ্যাকাউন্ট গুলো বন্ধ করা হবে। আর এর জন্য কোনো নোটিফিকেশন দেওয়া হবে না। তবে বেশ কিছু অ্যাকাউন্টের জন্য বিশেষ ছাড়ের সুবিধা করেছে কর্তৃপক্ষ। যথা ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে PNB অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে সেই অ্যাকাউন্ট গুলি বন্ধ করা হবে না। সেই সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থাকা স্টুডেন্টস অ্যাকাউন্ট, SSY, PMJJBY, PMSBY, APY-এর মতো সরকারি স্কিমের সুবিধা পাওয়ার জন্য খোলা অ্যাকাউন্ট গুলির জন্যও এই নির্দেশিকা কার্যকর হবে না। সেই অ্যাকাউন্ট গুলি আগের মতোই চালু থাকবে।

কেন‌ এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে পিএনবি?

পিএনবি কেন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে? প্রকৃত কারণ কি ? ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে ব্যাংকের কি লাভ? অনেকেরই মনে এ নিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেক প্রশ্ন ও জিজ্ঞাসা। এ বিষয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তাদের এক্স হ্যান্ডেলে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই প্রসঙ্গে জানিয়েছে বর্তমানে সাইবার ক্রাইম এর পরিমাণ বেড়ে যাওয়ার ফলে অব্যবহৃত অ্যাকাউন্ট গুলিকে অপব্যবহার করে অনৈতিক কাজে লাগাচ্ছে প্রতারকেরা। এই অপব্যবহার রুখতে অব্যবহৃত অ্যাকাউন্ট গুলি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। এই বিষয়ে, ব্যাঙ্ক ইতিমধ্যেই গত ১ মে, ১৬ মে, ২৪ মে এবং ১ জুন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাহকদের জন্য নোটিশ জারি করেছে। এই অসুবিধা এড়াতে, এই ধরনের সমস্ত গ্রাহকদের ৩০ জুনের মধ্যে তাঁদের অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে। PNB-এর মতে, অ্যাকাউন্ট হোল্ডার সংশ্লিষ্ট শাখায় তার অ্যাকাউন্টের KYC সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় নথি জমা না দিলে এই ধরনের অ্যাকাউন্টগুলি পুনরায় সক্রিয় করা যাবে না। অর্থাৎ, আপনি যদি আপনার অ্যাকাউন্ট সক্রিয় রাখতে চান তবে ব্যাঙ্ক শাখায় যান এবং অবিলম্বে কেওয়াইসি করিয়ে নিন।

পিএনবি র এই সিদ্ধান্তে কি প্রভাব পড়তে পারে?

বর্তমানে সবধরনের সরকারি সুবিধা পেতে একটি ব্যাংক একাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। কারণ সরকারি সুবিধা গুলো সাধারণত DBT র মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। ফলে সরকার প্রদেয় অর্থ সরাসরি সুবিধাভোগীদের একাউন্টে পৌঁছে যায়। গ্রামাঞ্চলে এমন অনেক গ্রাহক রয়েছে, যারা কেবলমাত্র সরকারি সুবিধা গ্রহনের জন্য‌ই একাউন্ট খুলে থাকে। যদি সেরকম কোনো গ্রাহকের একাউন্ট নিস্ক্রিয় হয়ে যায়, তবে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহককে। যদিও এমনটা হবে না বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *