বাংলার ভূমি ওয়েবসাইট থেকে দাগ নম্বর বা খতিয়ান নম্বর এর সাহায্যে অনলাইনে জমির তথ্য দেখবেন কিভাবে? Banglarbhumi Update 2024

Banglarbhumi plot information

বাংলার ভূমি ওয়েবসাইট থেকে অনলাইন দাগের তথ্য, দাগ নম্বর বা খতিয়ান নম্বর এর সাহায্যে কিভাবে দেখা যায়?

পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভুমি সংস্কার দপ্তর বর্তমানে অনলাইনে জমির রেকর্ড দেখা বা অনলাইনে জমির রেকর্ড সংগ্রহ করার ব্যবস্থা করে রেখেছে। বাংলার ভূমি ওয়েবসাইট থেকে অনলাইনে জমির পর্চা বা রেকর্ড দেখতে হলে, এই প্রতিবেদন টি ভালোভাবে পড়ুন। পড়লেই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে বাড়িতে বসে জমির তথ্য দেখা কত সহজ। Banglarbhumi gov in

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ওয়েবসাইট সম্পর্কিত কিছু কথা (About Banglarbhumi gov in)

প্রথমেই বলে রাখা দরকার বাংলারভূমি হল পশ্চিমবঙ্গ সরকারের একটি অনলাইন ওয়েব পোর্টাল, যা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ করে। এই ওয়েবসাইটের মাধ্যমে জমির মিউটেশন রেজিস্ট্রেশন, দাগের তথ্য, খতিয়ানের তথ্য, ভূমি রেকর্ড এবং ভূমির ম্যাপ ও জমির মালিকানা সংক্রান্ত অন্যান্য নানান ভূমি সংক্রান্ত তথ্য অ্যাক্সেস করা যায়। এই প্রতিবেদন থেকে জানতে পারবেন দাগ নং অথবা খতিয়ান নং দিয়ে বাংলার ভূমি থেকে কিভাবে জমির তথ্য জানা যাবে।

দাগ নং বা খতিয়ান নং দিয়ে কিভাবে জমির তথ্য জানা যাবে?

Banglarbhumi বাংলার ভূমি ওয়েবসাইট থেকে জমির তথ্য জানতে হলে আপনাকে জমির দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বার জানতে হবে। জমির দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বার জানা থাকলে, এর সাহায্যে খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে জমির সমস্ত তথ্য দেখতে পারবেন। এর জন্য আপনাকে আর কোথাও ছুটতে হবে না।

banglararbhumi থেকে জমির তথ্য জানতে হলে প্রথমে আপনাকে বাংলার ভুমি অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। Banglarbhumi official ওয়েবসাইট এর লিঙ্ক এই পোস্টের নিচে দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি সরকারি banglarbhumi অফিসিয়াল ওয়েবসাইট এ পৌঁছে যাবেন। তবে তার আগে সম্পূর্ণ পোস্টটি ভালো করে পড়ে নিন, যাতে আপনাকে পরে কোনো সমস্যায় না পড়তে হয়। পোস্টটি সম্পূর্ণ পড়লেই বুঝতে পারবেন যে বাংলার ভুমি ওয়েবসাইট থেকে জমির তথ্য বের করা কত‌ সহজ।

বাংলার ভূমি ওয়েবসাইট থেকে জমির তথ্য জানার জন্য আপনাকে নিচে দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে।

  • পশ্চিমবঙ্গের ভুমি সম্পর্কিত অনলাইন জমির তথ্য জানতে বাংলার ভূমি ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে, তবে প্রথমে সাইনআপ করে নিন। আর যদি আপনার বাংলার ভূমি ওয়েবসাইটে অ্যাকাউন্ট না থাকে, তাহলে বাংলার ভূমি ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট তৈরী করতে হয়, তা এই প্রতিবেদনের শেষে দেখানো হয়েছে।
  • প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের ভুমি ও ভুমি সংস্কার দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট banglarbhumi.gov.in এ প্রবেশ করুন।
  • ওয়েবসাইটে প্রবেশ করার পর ওপরে সাইনইন বাটনে ক্লিক করে আপনার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা কোড দিয়ে লগইন করুন
  • এরপর ওয়েবসাইটির উপরে অনেকগুলো আইকন বা চিহ্ন দেখতে পাবেন। এর মধ্য থেকে “নো ইওর প্রপার্টি” ইংরেজিতে ‘Know Your Property’ অপশনটি সিলেক্ট করুন।
  • এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। এখানে আপনাকে জমিটির অবস্থান সম্পর্কিত কিছু তথ্য চাওয়া হবে। এখন এখানে জমিটির অবস্থান অনুযায়ী জেলার নাম, ব্লকের নাম ও মৌজার নাম সঠিকভাবে বসিয়ে দিন।
  • এরপরে দুটো গোলাকৃতির রেডিও বাটন দেখতে পাবেন। যদি আপনার জমিটির খতিয়ান নম্বর জানা থাকে তবে প্রথম বাটনটিতে (Search By Khatian) ক্লিক করুন, এটিতে ক্লিক করলে খতিয়ান নম্বর অনুযায়ী জমির তথ্য দেখতে পারবেন। আর যদি খতিয়ান নং না জানা থাকে অথবা আপনি জমিটির দাগ নং জেনে থাকেন, তবে দ্বিতীয় বাটনে (Search By Plot) অপশনে ক্লিক করূন। এটিতে ক্লিক করলে দাগ নম্বর অনুযায়ী জমির তথ্য দেখতে পারবেন।
  • এরপর নিচের ফাঁকা ঘরটিতে আপনার বাছাই করা অপশন অনুযায়ী জমির দাগ নম্বর অথবা খতিয়ান নম্বর বসাবেন। মনে রাখবেন দাগ নম্বর কিংবা খতিয়ান নম্বর কেবলমাত্র প্রথম ঘরেই বসাবেন। যদি আপনার জমির দাগ নং বাটা দাগ হয়ে থাকে তবেই দ্বিতীয় ঘরের ব্যাবহার করুন।
  • এবার সর্বশেষ ঘরটিতে পাশে দেওয়া ক্যাপচা কোড গুলো দেখে দেখে সঠিক ভাবে বসিয়ে ভিউ বাটনে ক্লিক করুন। ভিউ বাটনে ক্লিক করলেই আপনি আপনার জমির সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন।
  • জমির তথ্য যেখানে দেখাবে সেখানেই Plot Map বা বাংলায় দাগের ম্যাপ নামে একটি অপশন দেখতে পাবেন। এর ঠিক নিচে ক্লিক হেয়ার ইংরেজিতে Click Here নামে একটি টেক্সট বাটন থাকবে, যেটিতে ক্লিক করলে ডানদিকে জমির ম্যাপ দেখতে পাবেন।

সবকিছু ঠিকঠাক করতে পারলে আপনি বাংলার ভূমি ওয়েবসাইট (banglarbhumi gov in) ব্যাবহার করে বাংলার যেকোনো প্রান্তের জমির তথ্য দেখে নিতে পারেন এইভাবে।

এবার জেনে নেওয়া যাক, ওয়েবসাইটে যাদের রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট তৈরী করা নেই, তারা কিভাবে বাংলার ভূমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট তৈরী করতে পারবে…

বাংলার ভূমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:

  • ওয়েবসাইটে যান: প্রথমে: আপনার ওয়েব ব্রাউজারে বাংলার ভূমি ওয়েবসাইটে যান। ওয়েবসাইটের ঠিকানা হল: banglarbhumi.gov.in
  • নতুন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন: ওয়েবসাইটে পৌঁছে যাবার পর, “নতুন রেজিস্ট্রেশন” অথবা “নিবন্ধন” অথবা ইংরেজিতে “Sign up” নামক বাটনে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় তথ্য প্রদান করুন: আপনার তথ্য প্রদান করুন যেমন নাম, থিকানা, ইমেল, মোবাইল নম্বর, পাসওয়ার্ড ইত্যাদি।
  • প্রমাণীকরণ প্রক্রিয়া: আপনার ইমেল ও মোবাইল নং ওটিপির মাধ্যমে যাচাই করা হবে। এর মাধ্যমে আপনি আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন। অতএব একটি বৈধ ইমেইল এবং চালু নিজস্ব মোবাইল নং প্রদান করুন।
  • লগইন করে ওয়েবসাইটের সেবাগুলি নিন: একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে, এবার সাইনইন বাটনে ক্লিক করে লগইন করে আপনি আপনার পছন্দের ভূমি সংক্রান্ত সেবাগুলি অ্যাক্সেস করতে পারেন, যেমন দাগের তথ্য, খতিয়ানের তথ্য, জমি মিউটেশন রেজিস্ট্রেশন ইত্যাদি।

এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি সফলভাবে বাংলার ভূমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন।

বাংলার ভূমি পোর্টাল থেকে কি কি সুবিধা পাওয়া যায়?

  • বাংলার ভূমি পোর্টাল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভূমি সঙ্ক্রান্ত নানান তথ্যাদি পাওয়া যায়। যেমন…
    • জমির অনলাইন মিউটেশন রেজিস্ট্রেশন: বাংলার ভূমি পোর্টালে জমির মালিকানা হস্তান্তরিত হলে অনলাইন মিউটেশন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনের স্থিতি জানতে পারবেন।
    • খাজনা প্রদান: এই পোর্টালের মাধ্যমে আপনি আপনার জমির জন্য সরকার নির্ধারিত খাজনা প্রদান করতে পারবেন।
    • খতিয়ানের তথ্য: এখান থেকে আপনি জমির খতিয়ানের সম্পূর্ণ তথ্য দেখতে পারেন, যেমন জমির আয়তন, জমির মালিকানা, জমির ধরণ, আবাদি ইত্যাদি।
    • দাগের তথ্য: পোর্টালে প্রবেশ করে আপনি পূর্বের রেকর্ডের উপর ভিত্তি করে নতুন দাগের তথ্য প্রাপ্ত করতে পারেন।
    • ভূমি রেকর্ড: সকল জমির রেকর্ড এবং তাদের সম্পর্কিত তথ্য অনলাইনে উপলব্ধ থাকে, যা জমির মালিকানা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে ব্যবহৃত হতে পারে।

Banglarbhumi Website Link – Click Here

RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…

ফেসবুক পেজফলো করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেলফলো করুন
ইউটিউব চ্যানেলসাবস্ক্রাইব করুন
টেলিগ্রাম চ্যানেলজয়েন করুন
এক্স হ্যান্ডেল (টুইটার)ফলো করুন
ইনস্টাগ্রামফলো করুন

( বিঃদ্রঃ – উপরে প্রদত্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষের অবগতির উদ্দেশ্য। rrdigitaltv.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি, সরকারি প্রকল্প, চাকরির পরীক্ষা খবর, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে বিশেষত পশ্চিমবঙ্গের খবর সংগ্রহ করে প্রকাশিত করে। rrdigitaltv.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায় নেব না। rrdigitaltv.com এ প্রকাশিত কোনো তথ্যের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আগে অবশ্যই যাচাই করে নেবেন।)

আরোও দেখুন – পিএম কিষান যোজনায় কেন্দ্র সরকার দিচ্ছে 6000 টাকা। দেখুন সম্পূর্ণ আবেদন পদ্ধতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *