প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকি! কিন্তু স্ব-চক্ষে তার সাক্ষী কি কেও থেকেছে?
আজ আমরা আপনাদের শোনাতে চলেছি এমনই এক প্রেমের জলন্ত বাস্তব কাহিনী, আর যে প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদুর ব্রজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা!!
কি ভাবছেন এও আবার হয় নাকি? হ্যা এমনটাই ঘটেছে নদীয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মন্ডল পরিবারে।
নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার বাসিন্দা কার্ত্তিক মন্ডল, পিতা দিলীপ মন্ডল, কাত্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকেন, আর সেখানে থাকতেই বছর চারেক আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদুর ব্রাজিলের বাসিন্দা ‘ম্যানুয়েলা আলভেস দা সিলভা’ এই পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তীতে তা গড়িয়ে যায় বিয়ের পর্যায়ে। প্রেমিক প্রেমিকা দুজনেই বিয়ের জন্য রাজীও হয়ে যায়।
কাত্তিক মন্ডল জানান এর পর প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয়, শুক্রবার বিয়ের আয়োজন করা হয়েছে। আর বিয়ের সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই, ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোড়জোড়, এলাকার ছেলের বউ হবে বিদেশীনি, সে কারনে প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতুহল যথেষ্ট।
কিন্তু পাত্রী তো ব্রাজিলের, সে ক্ষেত্রে ভাষার তারতম্য আছেই, তাহলে কথোপকথন চলছে কিভাবে? প্রশ্নের উত্তরে মন্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই চলছে ভাষার তারতম্য দুর করার কাজ, অর্থাৎ সবটাই চলছে বর্তমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে।
পাত্রীও তার ভাষায় আমাদের জানায় যে, তার দেশে তার পরিবারও এই বিয়েতে রাজি, আর সেও রাজি৷ পাশাপাশি নবদ্বীপের মন্ডল পরিবারে এসে তার বেশ ভালোই লেগেছে, পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতেও ভালোবাসে।
মন্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙ্গালি খাবার খাচ্ছে, তবে ঝাল ছাড়া, বাকি সব ঠিক ঠাক আছে।
ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারনে, আর এবার সুদুর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে, সে কারনে নবদ্বীপের মন্ডল পরিবার যেমন একাধারে আনন্দিত পাশাপাশি স্থানীয় দেরও কৌতুহল যথেষ্ট।
RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…
ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.