ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সোমবার সন্ধ্যায় নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করলেন। প্রায় ২০ মিনিট ধরে চলা এই আলোচনায় মূলত ভাঙড়ের উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েই কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এই বৈঠকের রাজনৈতিক তাৎপর্য নিয়েও জল্পনা ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।
বিধায়ক তহবিলের অর্থ ব্যয় নিয়ে অসন্তোষ প্রকাশ নওশাদের
বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে নওশাদ সিদ্দিকি জানান, তাঁর বিধায়ক তহবিলের অর্থ যথাযথভাবে খরচ করা হচ্ছে না। ভাঙড়-১ ও ২ নম্বর পঞ্চায়েত সমিতি এই টাকা খরচ না করে ফেলে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানিয়েও কোনও সুরাহা পাননি বলে দাবি করেছেন আইএসএফ বিধায়ক। তাঁর অভিযোগ, প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই অর্থ আটকে রাখছে, আর শাসকদলের কর্মীরা প্রচার করছে যে, নওশাদ এলাকার উন্নয়নে কোনও কাজ করছেন না।
মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণী
এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি সরাসরি তাঁর কাছে তুলে ধরতে চেয়েছিলেন নওশাদ। তাঁর কথায়, “আমি আমার এলাকার মানুষের কথা জানাতে এসেছিলাম। বিধায়ক তহবিলের টাকা আটকে রাখা হচ্ছে, অথচ প্রচার চালানো হচ্ছে যে আমি কোনও কাজ করছি না।” মুখ্যমন্ত্রী এ বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন বলেও জানিয়েছেন তিনি।
বৈঠকের রাজনৈতিক তাৎপর্য
তবে এই বৈঠক শুধুই ভাঙড়ের উন্নয়ন নিয়ে হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনও রাজনৈতিক কারণ রয়েছে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ, একই দিনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এর পরেই নওশাদের নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা নতুন জল্পনা তৈরি করেছে।
এর আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি নওশাদ সিদ্দিকিকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। যদিও সে প্রস্তাব নওশাদ সরাসরি খারিজ করেছিলেন। সোমবার নবান্নে আসার প্রসঙ্গে তিনি বলেন, “আমি লুকিয়ে আসিনি। সংবাদমাধ্যমকে জানিয়েই নবান্নে এসেছি।”
তবে কি নতুন সমীকরণ?
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নওশাদ সিদ্দিকি যদি ভবিষ্যতে তৃণমূলের দিকে একটু হলেও নমনীয় হন, তাহলে বাংলার সংখ্যালঘু ভোটব্যাংকে একটি বড় পরিবর্তন দেখা যেতে পারে। তবে নওশাদ এখনও পর্যন্ত তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট রেখেছেন এবং বলেছেন যে, এই বৈঠক একমাত্র ভাঙড়ের উন্নয়ন নিয়েই হয়েছে।
তবে ভবিষ্যতে কী হয়, তা বলবে সময়। RR Digital Tv -এর পক্ষ থেকে এই বিষয়ে আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের এখানে।
RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…
ফেসবুক পেজ | ফলো করুন |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | ফলো করুন |
ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইব করুন |
টেলিগ্রাম চ্যানেল | জয়েন করুন |
এক্স হ্যান্ডেল (টুইটার) | ফলো করুন |
ইনস্টাগ্রাম | ফলো করুন |

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.