কম খরচের লোভে BSNL এ পোর্ট, নেটওয়ার্ক আছে তো আপনার এলাকায়? আগে দেখে নিন…

bsnl network check my location

RR DIGITAL TV News Desk: সম্প্রতি জুন মাসের শেষের দিক থেকে জুলাই মাসের শুরু থেকেই চিন্তায় পড়েছেন দেশের বহু মানুষ। কারণ প্রায় সব টেলিকম সংস্থাগুলিই দাম বাড়িয়েছে মোবাইল রিচার্জের। Jio Vi Airtel সমস্ত কোম্পানিই রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে প্রায় ২৫ শতাংশ। দাম বাড়ায়নি কেবল সরকারি টেলিকম সংস্থা bsnl। তাই অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন bsnl এ পোর্ট করার জন্য। কিন্তু পোর্ট করার আগে জেনে নিতে হবে আপনার এলাকায় BSNL এর নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যাবে কি না। Bsnl network check my location

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আরোও পড়ুনঃ সারাদেশে 10 হাজার টাওয়ার প্রতিস্থাপন | Jio, Airtel, Vi কে টেক্কা দিতে পারবে?

গত ৩রা জুলাই থেকে মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়ায় ক্ষুদ্ধ দেশের সাধারণ আমজনতা। তবে দাম না বাড়ায় bsnl এর দিকে ঝোঁক বাড়ছে মানুষের। অনেকেই বিএসএনএল এর নতুন সিম কার্ড নিচ্ছেন, আবার কেউ কেউ নিজের পুরনো সিম কার্ডের নাম্বার পোর্ট করেও bsnl এ যুক্ত হচ্ছে। তবে বিএসএনএল এ যুক্ত হ‌ওয়ার পর যদি আপনার এলাকায় সার্ভিস ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে আপনাকে পস্তাতে হতে পারে। সেজন্য bsnl এ যুক্ত হওয়ার আগেই আপনাকে দেখে নিতে হবে আপনার এলাকায় নেটওয়ার্ক ঠিকঠাক আছে কি না। আজকের এই প্রতিবেদন থেকে জানতে পারবেন, কিভাবে বুঝবেন আপনার এলাকায় bsnl এর নেটওয়ার্ক আছে কিনা।

আপনার এলাকায় BSNL এর নেটওয়ার্ক পাওয়া যাবে কিনা কিভাবে বুঝবেন? (Bsnl network check my location)

মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়ায় bsnl এ যুক্ত হওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে অনেকেই। তবে অনেকে আবার আগের থেকেই নিশ্চিত হতে চাইছেন যে বিএসএনএল এ যুক্ত হওয়ার পর নেটওয়ার্ক পরিষেবা ঠিকঠাক পাওয়া যাবে কিনা। বর্তমান গ্রাহকেরা সহজ একটা পদ্ধতিতে এটা জেনে নিতে পারবেন। nperf র ওয়েবসাইট থেকে সহজেই এটা জানা যায়। এর সুবিধা হল যেকোনো সার্ভিস প্রোভাইডারের যেকোনো এলাকার নেটওয়ার্ক পরিষেবা কেমন, তা আগে থেকেই জানা যায়। আপনি কিভাবে জানবেন পদ্ধতি নিচে দেওয়া হল।

আরোও পড়ুনঃ বেড়েছে রিচার্জের দাম! BSNL গ্রাহকরা অন্যদের তুলনায় কি সুবিধা পাবে? দেখুন BSNL recharge Plans list 2024

BSNL টাওয়ার চেকিং পদ্ধতি (bsnl network check)

  • প্রথমেই আপনাকে ব্রাউজারে এন nperf র ওয়েবসাইটটি খুলে নিতে হবে। ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া থাকবে।
  • ওয়েবসাইটে ঢোকার পর Coverage MAP নামের একটি অপশন পাবেন, ওখানে ক্লিক করতে হবে।
  • এরপর দেশ হিসাবে ইন্ডিয়া বাছাই করতে হবে।
  • তারপর পাশের ঘরে মোবাইল নেটওয়ার্ক হিসেবে যে কোম্পানি চাইছেন সেটা বেছে নিতে হবে। যেহেতু আপনি বিএসএনএল এর নেটওয়ার্ক কভারেজ জানতে চাইছেন, তাহলে BSNL সিলেক্ট করবেন।
  • এরপর আপনাকে আপনার নিজের শহর বেছে নিতে হবে।
  • ব্যাস এরপরই আপনি জানতে পারবেন আপনার এলাকায় বিএসএনএল এর নেটওয়ার্ক কেমন।

এখানে ক্লিক করুন

RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…

ফেসবুক পেজফলো করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেলফলো করুন
ইউটিউব চ্যানেলসাবস্ক্রাইব করুন
টেলিগ্রাম চ্যানেলজয়েন করুন
এক্স হ্যান্ডেল (টুইটার)ফলো করুন
ইনস্টাগ্রামফলো করুন

2 thoughts on “কম খরচের লোভে BSNL এ পোর্ট, নেটওয়ার্ক আছে তো আপনার এলাকায়? আগে দেখে নিন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *