Cabinet Approved MSP (Minimum support price): মোদির মাস্টারস্ট্রোক! মন্ত্রীসভার প্রথম বৈঠকেই কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত। ২০২৪-২৫ বর্ষের ফসলের ১৪টি খারিজ শষ্যের নুন্যতম সহায়ক মূল্য নির্ধারন করা হয়েছে। দেখুন… দাম বেড়েছে কোন কোন শষ্যের।
Table of Contents
তৃতীয় বারের জন্য দেশের মসনদে বসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীসভার একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সেখানেই দেশের কৃষকদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। ১৪টি খারিফ শষ্যের নুন্যতম সহায়ক মূল্যে অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যার মধ্যে রয়েছে ধান, রাগি, বাজরা, তুলা ও ভূট্টার মতো শষ্য। ২০২৪-২৫ বর্ষের জন্য নির্ধারিত করা হয়েছে এই নুন্যতম সহায়ক মূল্য।
আরোও পড়ুন – কৃষকদের জন্য বড় খুশির খবর, ক্ষমতায় এসেই পিএম কিষাণ ১৭তম কিস্তি প্রকাশের অনুমোদন প্রধানমন্ত্রীর
উল্লেখ্য তৃতীয় বারের প্রধানমন্ত্রী হবার সাথে সাথে শপথ গ্রহণের দিনেই কিসান সম্মান নিধির ১৭ তম কিস্তির টাকা ঢোকানোর অনুমোদন দিয়েছিল মোদি। সেই টাকা ইতিমধ্যে কৃষকদের একাউন্টে ঢুকে গেছে। আর এবার এই সিদ্ধান্তে রীতিমতো খুশি হবেন কৃষকরা
নুন্যতম সহায়ক মূল্যের দাবি তুলে রাজপথে আন্দোলনে নেমেছিল কৃষকরা। যার ফলে বেশ বেগ হতে হয়েছিল সরকারকে। কৃষকদের কাছে ফসলের ন্যায্য দাম পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তৈলবীজ এবং ডাল জাতীয় শষ্যের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বেড়েছে সব থেকে বেশি।
নুন্যতম সহায়ক মূল্য নির্ধারণ করে কোন শষ্যের মূল্য কত বেড়ে কত হলো? (Minimum Support Price)
সাধারণ ধানের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ১১৭ টাকা বাড়ানো হয়েছে। বর্ধিত মূল্য গিয়ে দাঁড়িয়েছে ২৩০০ টাকা প্রতি কুইন্টাল। মিশ্র জওয়ারের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল আগের মরুশুমের তুলনায় ১৯১ টাকা বাড়িয়ে ৩,৩৭১ টাকা করা হয়েছে। বাজরার ন্যূনতম সহায়ক মূল্য ২০২৩-২৪ বিপণন মরশুমের তুলনায় কুইন্টাল প্রতি ১২৫ টাকা বেড়ে হয়েছে ২৬২৫ টাকা। অড়হর ডালের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল ৫৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৭৫৫০ টাকা। মুগ ডালের ন্যূনতম সহায়ক মূল্য হয়েছে কুইন্টাল প্রতি ৮৬৮২ টাকা- আগের মরশুমের তুলনায় ১২৪ টাকা বেশি। সূর্যমুখী বীজের ন্যূনতম সহায়ক মূল্য আগের মরশুমের তুলনায় ৫২০ টাকা বাড়িয়ে প্রতি কুইন্টাল ৭২৮০ টাকা হয়েছে। তুলোর ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৫০১ টাকা বেড়েছে।
আরোও পড়ুন – পিএম কিষান যোজনায় কেন্দ্র সরকার দিচ্ছে 6000 টাকা। দেখুন সম্পূর্ণ আবেদন পদ্ধতি।
২০১৮-১৯ বর্ষের বাজেট প্রতিশ্রুতির সঙ্গে মিল রেখে এবারের নূন্যতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে। সেখানে বলা ছিল নূন্যতম সহায়ক মূল্য নির্ধারিত হতে হবে, ফসল উৎপাদনের ব্যায়ের দেড়গুণ।
MSP (Minimum Support Price) বা ন্যূনতম সমর্থন মূল্য কি?
- কৃষকরা তাদের ফসলের নিশ্চিত মূল্য? বাজারে সেই ফসলের দাম কম থাকলেও। এর পেছনে যুক্তি হলো, বাজারে ফসলের দামের ওঠানামায় কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তারা ন্যূনতম মূল্য পেতে অবিরত করা উচিত.
- সরকার CACP অর্থাৎ কৃষি খরচ ও মূল্য কমিশনের সুপারিশে প্রতি ফসলের মরসুমের আগে MSP নির্ধারণ করে। যদি একটি ফসলের বাম্পার উৎপাদন হয় এবং এর বাজার মূল্য কম হয়, তাহলে MSP তাদের জন্য একটি নির্দিষ্ট নিশ্চিত মূল্য হিসাবে কাজ করে। একভাবে, এটি একটি বীমা পলিসির মতো কাজ করে যাতে দাম কমে গেলে কৃষকদের রক্ষা করা যায়।
MSP- Minimum Support Price এ যে 23টি ফসল অন্তর্ভুক্ত করা হয়েছে…
- দানাশস্য ৭টি
- ধান, গম, ভুট্টা, বাজরা, জোয়ার, রাগি এবং বার্লি
- ডাল জাতীয় ৫টি শষ্য
- ছোলা, অড়হর/তুর, উড়দ, মুগ এবং মসুর
- তৈলবীজ জাতীয় ৭টি শষ্য
- রেপসিড-সরিষা, চীনাবাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিল, কুসুম, নাইজারসিড
- বাণিজ্যিক ফসল ৪টি
- তুলা, আখ, কোপরা, কাঁচা পাট
খরিফ ফসলের অন্তর্ভুক্ত কোন ফসল?
ধান (চাল), ভুট্টা, জোয়ার, বাজরা, মুগ, চীনাবাদাম, আখ, সয়াবিন, উরদ, তুর, ঘোড়া ছোলা, পাট, শণ, তুলা ইত্যাদি। জুন-জুলাই মাসে খরিফ ফসল বপন করা হয়। সেপ্টেম্বর-অক্টোবর মাসে এগুলো কাটা হয়।
RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…
ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে
- Voter Card Link With Aadhar: ভোটার কার্ড আধার লিংক করার সহজ পদ্ধতি দেখুন
- রেশনে আসতে চলেছে বড় পরিবর্তন | আধার লিংক এখন অতীত | রেশন কার্ডে যুক্ত হবে ব্যাংক অ্যাকাউন্ট
- BREAKING NEWS : নবান্নে মমতা- নওশাদ বৈঠক, প্রায় আধ ঘণ্টা আলোচনা!
- রেশন কার্ড চেক, স্ট্যাটাস, ডাউনলোড, মোবাইল নং ও আধার লিংক সমন্ধে জানুন! 2025 নতুন পদ্ধতিতে
- PNB গ্রাহকদের জন্য বড় খবর! কোটি কোটি সেভিং একাউন্ট বন্ধ করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক?
- ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের নিয়ে “ডিজিটাল মিডিয়া ফেডারেশন” এর প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে।

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.