Duare Sarkar Camp list 2024: বর্তমানে আবারও খুব শীঘ্রই আপনার নিকটবর্তী এলাকায় শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)। তাই এই ক্যাম্পের মাধ্যমে কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পাবেন, আপনার এলাকায় কবে হবে, এবারে নতুন কি সুবিধা যুক্ত করা হচ্ছে, দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট, সবকিছু জেনে নিন এই প্রতিবেদন থেকে।
- দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কিত
- কোন প্রকল্পে আবেদন করা যাবে
- কি কি ডকুমেন্টস লাগবে
- আপনার এলাকায় কবে হবে ক্যাম্প
- নতুন কি কি সুবিধা থাকবে
দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কিত
পশ্চিমবঙ্গের সফল প্রকল্প গুলির মধ্যে একটি অন্যতম প্রকল্প হল দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হল সরকারি প্রকল্প গুলো সাধারন মানুষের কাছে সহজেই পৌঁছে দেওয়া। যাতে সাধারণ মানুষ সহজেই সরকারি প্রকল্পগুলো সম্পর্কে জানতে পারে ও তার সুবিধা গ্রহণ করতে পারে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে রাজ্য জুড়ে শুরু করেছেন বিভিন্ন জনকল্যাণ মূলক সামাজিক প্রকল্প। রাজ্যের পাশাপাশি সারা দেশ জুড়ে চর্চিত হয়ে থাকে এরাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প গুলো সম্পর্কে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রী, খাদ্য সাথী, সবুজ সাথী, শিক্ষাশ্রী ইত্যাদি…
রাজ্য সরকারের পক্ষ থেকে এইসমস্ত প্রকল্প শুরু করার পাশাপাশি, যাতে সাধারণ মানুষের প্রকল্প গুলোর সুবিধা পেতে কোনো অসুবিধায় পড়তে না হয়, তার জন্য দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) করার ঘোষণা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা অনুযায়ী সর্বপ্রথম এই প্রকল্পের যাত্রা শুরু হয় 2021 সালে। তারপর থেকে এখন পর্যন্ত রাজ্যজুড়ে অনেকবারই হয়েছে এই ক্যাম্প। উপকৃত হয়েছেন বহু সংখ্যক সাধারণ মানুষ।
“দুয়ারে সরকার ক্যাম্প” প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া যায়?
অনেক সময় রাজ্যের বিভিন্ন প্রকল্প গুলো সম্পর্কে বিশেষ কিছু জানতে পারে না অনেকেই। ফলে যাদের জন্য তৈরি প্রকল্প তারাই যদি প্রকল্প সম্পর্কে না জানে, তাহলে প্রকল্পের সুবিধাও সর্বাধিক পৌঁছানো সম্ভব হবেনা। সেজন্যই রাজ্যে চলমান বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে পাইয়ে দিতেই দুয়ারে সরকার ক্যাম্প গড়ে তোলা হয়েছে। এই ক্যাম্প থেকে নিচে দেওয়া প্রকল্পগুলোতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদনপত্র গৃহীত হয়
আরোও পড়ুন – রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে! শীঘ্রই বাড়িতে বসে নিজেই করে ফেলুন এই কাজটি।
দুয়ারে সরকার ক্যাম্প প্রকল্প লিস্ট 2024 (Duare Sarkar Camp list 2024)
লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar), স্বাস্থ্য সাথী (Swasthya Sathi), খাদ্য সাথী (Khadya Sathi), কন্যাশ্রী (Kanyashree), রুপশ্রী (Rupashree), শিক্ষাশ্রী (Sikshashree), তপশিলি বন্ধু (Topashili Bandhu) , জয় জোহার (Jai Johar), স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card), মৎস্যজীবী ক্রেডিট কার্ড (Matsyajeebi Credit Card), কৃষকবন্ধু (Krishak Bandhu), কিষাণ ক্রেডিট কার্ড (KCC – Kishan Credit Card), ঐক্যশ্রী (Aikyashree), বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (Bina Mulya Samajik Suraksha Yojna), প্রতিবন্ধী সার্টিফিকেট (Applications for Disability Certificates), কাস্ট সার্টিফিকেট (Caste Cerificates to SC, ST & OBCs) ব্যাংকিং সুবিধা (Banking related including opening of Bank accounts and linking of bank accounts) এছাড়াও আধার রিলেটেড সার্ভিস (Aadhaar Related Service) সহ ইত্যাদি প্রকল্পের সুবিধা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যায়।
আরোও পড়ুন – Lakshmir Bhandar Status Check Online: এখন ঘরে বসেই লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক অনলাইন থেকে করুন।
দুয়ারে সরকারে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ওপরে উল্লেখ করা বিভিন্ন প্রকল্পগুলিতে নিজেদের নাম নথিভুক্ত করা যায়। ভিন্ন ভিন্ন প্রকল্পের জন্য ভিন্ন ভিন্ন ডকুমেন্টের প্রয়োজন হবে। অবশ্যই আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে। এই ডকুমেন্ট গুলির মধ্যে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স, নিজের পাসপোর্ট আকারের রঙিন ছবি, বৈধ মোবাইল নম্বর ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ নথির প্রয়োজনীয়।
আরোও পড়ুন – বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! উপকৃত হবেন লক্ষ লক্ষ প্রবীন! Old age pension scheme update west bengal 2024
দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট 2024 (Duare Sarkar Camp list 2024)
দুয়ারে সরকার কবে হবে? দুয়ারে সরকার কবে বসবে? দুয়ারে সরকার ক্যাম্প তারিখ কবে, এসব জানতে মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে। বিশেষত বেশি উৎসাহী হয়ে উঠেছেন তাঁরা, যাঁদের নতুন কোনো প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ পাওয়ার আশায় তাকিয়ে আছেন অনেকেই। সূত্রের খবর অনুযায়ী চলতি বছরের জুলাই মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকেই পুনরায় রাজ্য জুড়ে দুয়ারে সরকার (Duare Sarkar Camp) ক্যাম্প অনুষ্ঠিত হতে পারে। তাই রাজ্যবাসী যদি নিজেদের সুবিধার্থে কোন রকম সরকারি প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক হন, তাহলে নিজের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সত্বর আবেদন করে ফেলতে পারবেন।
দুয়ারে সরকার ক্যাম্প 2024 এ নতুন কি সুবিধা যুক্ত করা হবে?
দুয়ারে সরকার ক্যাম্প গুলোতে নতুন শুরু হওয়া প্রকল্পে আবেদন করার সুবিধা যুক্ত করা হয়ে থাকে। এবারে নতুন কি সুবিধা যুক্ত হবে, এখনো সেরকম বিশেষ কোনো খবর পাওয়া যায়নি। সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হলে এখানে জানিয়ে দেওয়া হবে।
এই ধরনের আরোও অন্যান্য খবরাখবর পেতে আমাদের সাথে জুড়ে থাকার জন্য সোস্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন
RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…
ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে
আমার কোন কিছুই নেই
কবে থেকে বের হবে
জানা থাকলে ভাল হত।