Free Recharge offer scam: সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। রাজ্য জুড়ে বেশ ভালো ফল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সেই সুযোগ কাজে লাগিয়ে মাঠে নেমেছে একদল প্রতারক চক্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি মেসেজ ভাইরাল হয়েছে। যাতে তৃণমূল ভোটে জেতার জন্য ২৩৯ টাকার মোবাইল রিচার্জ বিনামূল্যে পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে।
ভাইরাল হওয়া free Recharge পোস্ট নিয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের ডিসিপি-র পক্ষ থেকে এক্স হ্যান্ডেল এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিষয়ে সতর্ক করে একটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, “http://westbengalfreerecharge.blogspot.com নামের একটি লিঙ্ক অনেকেই হয়তো পেয়ে থাকবেন। লিঙ্কে ক্লিক করলে বিনামূল্যে মোবাইল রিচার্জ করার প্রলোভন সমেত। বলা বাহুল্য, এটি সাইবার জালিয়াতদের কাজ। এই লিঙ্কে ক্লিক করলে আর্থিক ক্ষতির সম্পূর্ণ সম্ভাবনা। সতর্ক থাকুন। এই মেসেজ ছড়াচ্ছে যে সব প্রতারক, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি আমরা।”
স্যোশাল মিডিয়ায় যে মেসেজটি ভাইরাল হয়েছে তাতে লেখা রয়েছে, – “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্ ব্যবহারকারীদের জন্য ₹239 এর 28 দিনটি রিচার্জ ফ্রি এর জন্য অপেক্ষা করছেि 2024 আরও বেশি সংখ্যক লোক নির্বাচনে TMC ভোট দিতে পারে এবং বারবার TMC সরকার গঠিত হতে পারে। আমিও এ থেকে শিক্ষা নিয়েছি 28 দিনের Recharge হয়ে গেছে, আপনিও এখন নিচের লিঙ্কে ক্লিক করে এটি করতে পারেন। 28 দিনের Free Recharge গ্রহণ করুন (Last Date – 29 Oct. 2024)” এরপর একটি লিংক দেওয়া আছে,
(বিঃদ্রঃ – পাঠকের নিরাপত্তার কথা মাথায় রেখে লিংক টি এখানে দেওয়া হল না)

স্যোসাল মিডিয়ায় এই ধরনের প্রতারণার ফাঁদ দিনদিন বেড়েই চলেছে। রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশ সহ সাইবার ক্রাইমের বিভিন্ন সরকারি এজেন্সি বার বার মানুষ কে সচেতন করে চলেছে, এই ধরনের অপরিচিত কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকার, ডিজিটাল লেনদেনের যুগে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন।
RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…
ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.
01330733014
01708880031
01708880031