Krishak Bandhu Status Check Online 2025: কৃষক বন্ধু স্ট্যাটাস চেক বড় আপডেট | নতুন পদ্ধতি দেখুন…

Krishak Bandhu Status Check Online Krishak Bandhu payment date 2025 Krishak Bandhu Status Check 2025 কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক

Krishak Bandhu Status Check Online: পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো “কৃষক বন্ধু” প্রকল্প, যা রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা প্রদান করে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Table of Contents

বর্তমান সময়ে যদি অনলাইন কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য কৃষক বন্ধু ওয়েবসাইটে যান সেক্ষেত্রে দেখবেন কোনভাবেই কিন্তু আপনি কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছেন না বা সেই অপশনই আসছে না। তো সেক্ষেত্রে অনেক কৃষকরা জানতে চাইছেন যে এই অবস্থায় কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করব বা যারা নতুন কৃষকবন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম উঠলো কিনা সেটা কিভাবে দেখব অথবা কৃষকবন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস অনলাইন কিভাবে দেখব?

আজকের এই নিবন্ধটিতে সম্পূর্ণ একটি নতুন পদ্ধতি জানানো হয়েছে, যে পদ্ধতির মাধ্যমে কৃষকরা খুব সহজেই বাড়ি বসে তাদের কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং দেখতে পারবেন কৃষকবন্ধু প্রকল্পে নাম উঠলো কিনা। সম্পূর্ণ পদ্ধতি দেখতে অবশ্যই নিবন্ধটি মনোযোগ সহকারে দেখুন…

বর্তমানে কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইন চেক করতে গেলে কি সমস্যা হচ্ছে? (Krishak Bandhu Status Check Online problem)

কৃষক বন্ধুদের সুবিধার্থে কৃষকবন্ধু প্রকল্পের জন্য সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। যেখান থেকে খুব সহজেই কৃষকরা নীচের পদ্ধতি অনুসরণ করে তাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম উঠলো কিনা, পেমেন্ট স্ট্যাটাস সবকিছু সহজেই দেখে নিতে পারেন।

“কৃষক বন্ধু” প্রকল্পে নাম উঠলো কিনা, তা অনলাইনে কিভাবে দেখা যায়। (Krishak Bandhu Status Check Online)

কৃষক বন্ধু অনলাইন স্ট্যাটাস চেক করার পদ্ধতি নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো: Krishak Bandhu Status Check Online 2025

  • ধাপ ১: আপনার ইন্টারনেট ব্রাউজারে https://krishakbandhu.net/ ওয়েবসাইটটি খুলুন।
  • ধাপ ২: হোমপেজে “নথিভুক্ত কৃষকের তথ্য” বা “Beneficiary Status” নামে একটি অপশন পাবেন; সেখানে ক্লিক করুন।
  • ধাপ 3: নির্দেশিত পৃষ্ঠায় আপনার ভোটার আইডি নম্বর, আধার নম্বর, ব্যাংক একাউন্ট নাম্বার, কেবিআইডি (Krishak Bandhu ID), মোবাইল নাম্বার অথবা একনলেজমেন্ট নাম্বারের যেকোনো একটির তথ্য প্রবেশ করান।
  • ধাপ ৪: তথ্য প্রদান করার পর, “সার্চ” বা “Search” বোতামে ক্লিক করুন।
  • ধাপ ৫: এরপর আপনি আপনার আবেদন বা সুবিধার বর্তমান অবস্থা দেখতে পারবেন।

তবে বর্তমানে এই ওয়েবসাইট টি এখন ঠিকঠাক কাজ করছে না। ফলে কৃষকদের অনলাইন সুবিধা গ্রহনে সমস্যা হচ্ছে। গুগলে কৃষক বন্ধু ওয়েবসাইট (Krishak Bandhu Website) লিখে সার্চ করলে একটি নতুন কৃষক বন্ধু ওয়েবসাইট (Krishak Bandhu New Website) দেখতে পাওয়া যাচ্ছে। কৃষক বন্ধুর আগের ওয়েবসাইটের মত‌ই হুবহু দেখতে এই সাইটিও। শোনা যাচ্ছে আগের ওয়েবসাইটটি বন্ধ করে সরকার অফিসিয়াল কৃষক বন্ধু নতুন এই ওয়েবসাইট টি চালু করছে। তবে নতুন এই ওয়েবসাইটেও এখন‌ ঠিকঠাক কাজ করা যাচ্ছে না।

নতুন পদ্ধতিতে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন যেভাবে (Krishak Bandhu Status Check Online New Method)

যেহেতু অনলাইন থেকে কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তাই এখানে জানানো হবে যে বাড়ীতে বসে সহজেই নতুন পদ্ধতিতে কৃষক বন্ধু প্রকল্পে নাম উঠলো কিনা কিভাবে যাচাই করবেন।

  • প্রথমে কৃষক বন্ধুর অফিসিয়াল এই নাম্বারটি ফোনে সেভ করুন – 9830383383
  • এরপর আপনার WhatsApp আ্যপটি খুলুন।
  • নাম্বারটি যে নামে সেভ করেছেন সার্চ করে চ্যাট বক্স ওপেন করুন।
  • এখন Hi লিখে পাঠান
  • এবার আপনার ভাষা চয়ন করুন
  • ভাষা বাছাই করার পর শো স্কিম অপশনে ক্লিক করুন।
  • “কৃষক বন্ধু” ও “বাংলা শষ্য বীমা যোজনা” দুটি স্কিম দেখতে পাবেন।
  • কৃষক বন্ধু অপশন বাছাই করুন।
  • এরপর কৃষকবন্ধু পেমেন্ট ইনফরমেশন বা স্ট্যাটাস চেক অপশনে ক্লিক করুন।
  • কোন নথির মাধ্যমে স্ট্যাটাস চেক করতে চান, বাছাই করে (ভোটার আইডি নম্বর, আধার নম্বর, ব্যাংক একাউন্ট নাম্বার, কেবিআইডি (Krishak Bandhu ID), মোবাইল নাম্বার অথবা একনলেজমেন্ট নাম্বার) তথ্য প্রবেশ করান।
  • এখন কৃষক বন্ধু প্রকল্পে নাম উঠলো কিনা সব তথ্য দেখতে পাবেন।

আরোও দেখুন: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2025 | এখান থেকে জেনে নিন…

প্রকল্পের নাম (Scheme Name)Krishak Bondhu – কৃষক বন্ধু
প্রকল্পের ধরনরাজ্য সরকারি প্রকল্প (পশ্চিমবঙ্গ)
বিভাগকৃষি
সহায়তাবার্ষিক সর্বনিম্ন ৪০০০ থেকে সর্বোচ্চ ১০০০ পর্যন্ত আর্থিক সহায়তা।
অফিসিয়াল ওয়েবসাইটhttps://krishakbandhu.net/
অথবা https://krishakbandhu.wb.gov.in/
আবেদন প্রক্রিয়াঅনলাইন এবং অফলাইন

কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্য:

কৃষক বন্ধু প্রকল্পটি কী? (About Krishak Bandhu scheme)

কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি কল্যাণমূলক উদ্যোগ, যা রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা প্রদান করে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে সর্বোচ্চ ১০,০০০ টাকা আর্থিক সহায়তা এবং মৃত্যুজনিত ক্ষেত্রে পরিবারের জন্য ২,০০,০০০ টাকা এককালীন অনুদান দেওয়া হয়।

কৃষকবন্ধু প্রকল্পের জন্য কারা আবেদন করার জন্য যোগ্য? (Krishak Bandhu scheme Eligibility)

পশ্চিমবঙ্গের যেকোনো কৃষক, যাদের নামে কৃষি জমি রয়েছে।১৮ থেকে ৬০ বছরের মধ্যে যেকোনো চাষি এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারে।ভাগচাষিরাও এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।

কৃষক বন্ধু প্রকল্পের নতুন ওয়েবসাইট কী? (About Krishak Bandhu New Website)

সরকার সম্প্রতি কৃষক বন্ধু প্রকল্পের নতুন ওয়েবসাইট চালু করেছে, যেখানে অনলাইনে আবেদন, স্ট্যাটাস চেক, এবং অন্যান্য তথ্য পাওয়া যাবে। তবে নতুন ওয়েবসাইটের অফিসিয়াল লিংক জানতে সরকারী ওয়েবসাইট বা কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন।

কৃষকবন্ধু প্রকল্পের জন্য কীভাবে আবেদন করব? (How To Apply online)

অফিসিয়াল ওয়েবসাইটে যান।”নতুন আবেদন” বা “Apply Online” অপশনে ক্লিক করুন।প্রয়োজনীয় তথ্য প্রদান করুন (যেমন, নাম, ভোটার আইডি, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, জমির বিবরণ)।প্রয়োজনীয় নথি আপলোড করুন।আবেদন সাবমিট করুন এবং কনফার্মেশন রসিদ সংরক্ষণ করুন।নিকটবর্তী কৃষি দফতর অথবা দুয়ারে সরকার ক্যাম্প থেকেও কৃষক বন্ধু নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত হতে আবেদন করতে পারবেন।

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করব? Krishak Bandhu Status Check Online)

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Beneficiary Status” অপশনে যান।আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা কৃষক আইডি প্রবেশ করুন।”Check Status” বাটনে ক্লিক করুন এবং স্ট্যাটাস দেখুন।

কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

কৃষকবন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যায়?

প্রকল্পের টাকা বছরে দুই কিস্তিতে (রবি ও খরিফ) কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়।
নির্দিষ্ট সময়ে সরকারি ঘোষণা অনুযায়ী টাকা বিতরণ করা হয়।

কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ কত?

১ একর বা তার বেশি জমি থাকলে: বছরে ১০,০০০ টাকা।
১ একরের কম জমি থাকলে: অনুপাতিক হারে ন্যূনতম ৪,০০০ টাকা।
কৃষকের অকালমৃত্যুর ক্ষেত্রে পরিবারকে ২,০০,০০০ টাকা অনুদান দেওয়া হয়।

কৃষক বন্ধু প্রকল্পের টাকার পেমেন্ট স্ট্যাটাস দেখবো কিভাবে? (Krishak Bandhu Payment Status Check)

ব্যাংকের এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।
অনলাইনে “Payment Status” অপশনে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে চেক করতে পারবেন।

কৃষক বন্ধু প্রকল্পের আওতায় মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়ার নিয়ম কী?

কৃষকের মৃত্যুর ক্ষেত্রে, পরিবারের সদস্যরা আবেদন করতে পারেন।
মৃত্যুর প্রমাণপত্র, কৃষকের জমির কাগজপত্র ও ব্যাংকের বিবরণ দিতে হবে।
যাচাই প্রক্রিয়ার পর ২,০০,০০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়।

কৃষক বন্ধু আবেদন বাতিল হলে, কী করব?

আবেদন বাতিল হওয়ার কারণ জানতে ওয়েবসাইটে লগ ইন করুন।
ভুল তথ্য থাকলে তা সংশোধন করে পুনরায় আবেদন করুন।
আরও সাহায্যের জন্য কৃষি দপ্তরের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।

কৃষকবন্ধু প্রকল্পের হেল্পলাইন নম্বর কী?

ফোন নম্বর: 8336957370 / 6291720406
ইমেইল: krishak.bandhu@ingreens.in
সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

কোনো সমস্যার সম্মুখীন হলে, আপনি সরাসরি কৃষক বন্ধুর সরকারি হেল্পলাইন নম্বরে (8336957370 বা 6291720406) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যোগাযোগ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন: krishak.bandhu@ingreens.in।

Topic: krishak bandhu | krishak bandhu status | krishak bandhu status check | krishak bandhu form | krishak bandhu id | krishak bandhu payment | krishak bandhu payment status | krishak bandhu registration | krishak bandhu online apply | krishak bandhu.net

RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…

ফেসবুক পেজফলো করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেলফলো করুন
ইউটিউব চ্যানেলসাবস্ক্রাইব করুন
টেলিগ্রাম চ্যানেলজয়েন করুন
এক্স হ্যান্ডেল (টুইটার)ফলো করুন
ইনস্টাগ্রামফলো করুন