
বাগনানে “অল ইন্ডিয়া তৌহিদী জনতা”র ব্লক সম্মেলন অনুষ্ঠিত, মুসলিম অধিকার আদায়ে জোরালো বার্তা সভাপতি হাসিবুর রহমানের
RR DIGITAL TV: পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনকারী সংগঠন “অল ইন্ডিয়া তৌহিদী জনতা” আজ হাওড়া জেলার বাগনান ব্লকে সফলভাবে তাদের ব্লক সম্মেলন অনুষ্ঠিত করল। বাগনানের রানা মাদ্রাসার হলে আয়োযিত এই সম্মেলনে বিপুল সংখ্যক সদস্য ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি মাওলানা হাসিবুর রহমান।…