Rattirer Sathi: রাতে কর্মরত মহিলাদের সুরক্ষায় একাধিক সিদ্ধান্ত রাজ্যের
রাতে কর্মরত মহিলাদের সুরক্ষায় একাধিক সিদ্ধান্ত রাজ্যের Rattirer Sathi prakalpa কী-কী রয়েছে ‘রাত্তিরের সাথী’ কর্মসূচিতে- Rattirer Sathi Scheme Details ১) রাজ্যের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ, বিভিন্ন হস্টেল-সহ বিভিন্ন জায়গায় মহিলা কর্মজীবীদের জন্য আলাদা শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা করা হচ্ছে। ২) মহিলা কর্মজীবীদের নিরাপত্তার জন্য রাতে কর্মস্থলে রাখা হবে ‘রাত্তিরের সাথী’ নামে বিশেষ মহিলা স্বেচ্ছাসেবক। ৩)…