বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! উপকৃত হবেন লক্ষ লক্ষ প্রবীন! Old age pension scheme update west bengal 2024

old age pension scheme wb 2024

বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের

সাধারনত বয়স বাড়ার সাথে সাথেই মানুষের কাজ করার ক্ষমতাও কমতে থাকে। ৬০ বছরের উপরে হলে তা আরো দ্রুততার সাথে কমতে থাকে। তাই ৬০ বছরের উর্ধ্বে প্রবীনদের আর্থিক সুবিধা দেওয়ার লক্ষ্যে “বার্ধক্য ভাতা” প্রকল্পটি নিয়ে আসে সরকার। যাতে ৬০ বছরের উপরে মানুষদের জীবন যাপনে কিছুটা আর্থিক সহায়তা করা যায়। তবে বিশেষ ভাবে সক্ষম প্রবীনদের জন্য বেশ কিছুটা বয়সের ছাড় দেওয়া হয়েছে এই প্রকল্পে। তাদের জন্য ৫৫ পেরোলেই আবেদনের যোগ্য হয়ে যান তাঁরা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা কেবল ২৫ বছর বয়সের উপরে বাড়ীর মহিলারা পেয়ে থাকে। কন্যাশ্রী প্রকল্পের সুবিধাও কেবলমাত্র মেয়েদের জন্য, কিন্তু এই “বার্ধক্য ভাতা” প্রকল্পে পুরুষ মহিলা সকলেই সুবিধা পেয়ে থাকে। সম্প্রতি এই প্রকল্পের জন্য রাজ্য সরকার একটি নয়া বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। (Old age pension scheme west bengal)

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আরোও পড়ুন – রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে! 30 শে জুনের মধ্যে নিজেই করে ফেলুন এই কাজটি।

রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় আরোও নতুন করে ৫০০০০ উপভোক্তাকে যুক্ত করা হবে‌। ইতিমধ্যে রাজ্যব্যাপী ২০ লক্ষ ১৫ হাজার সুবিধাভোগী এই প্রকল্পের সুবিধা গ্রহণ করছে। প্রত্যেক সুবিধাভোগীর একাউন্টে সরাসরি প্রতি মাসে ১ হাজার টাকা প্রদান করা হয়। নতুন করে ৫০০০০ হাজার উপভোক্তা যুক্ত হ‌ওয়ার ফলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ২০ লক্ষ ৬৫ হাজারে। জানা গিয়েছে ইতিমধ্যে সরকারি পোর্টালে এই নতুন উপভোক্তাদের নাম তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে সামনের কয়েক মাসের মধ্যেই তাঁদের একাউন্টে সরাসরি টাকা পৌঁছাতে শুরু করবে। ফলে উপকৃত হবেন বহু মানুষ।

আরোও পড়ুন – পিএম কিষান যোজনায় কেন্দ্র সরকার দিচ্ছে 6000 টাকা। দেখুন সম্পূর্ণ আবেদন পদ্ধতি।

সুত্রের খবর, এই যোজনায় যে সকল প্রবীন সুবিধাভোগীরা প্রতিমাসে ১ হাজার টাকার সুবিধা পান। তাদের সেই ১ হাজার টাকার মধ্যে ৬০ থেকে ৮০ বছর বয়সী সুবিধাভোগীদের ২০০ টাকা এবং ৮০ বছরের উর্ধ্বে সুবিধাভোগীদের ৩০০ টাকা দেওয়া হয় কেন্দ্র সরকারের থেকে। বাকি টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। হিসেব অনুযায়ী এই বার্ধক্য ভাতা প্রকল্পেই রাজ্য সরকারের ভাঁড়ার থেকে খরচ হয় ১৫০ কোটি টাকা। এবার কেন্দ্র সরকারের দেওয়া টাকা কেও ব্যাবহার করতে চাইছে রাজ্য। তাই কেন্দ্রীয় পোর্টালে উপভোক্তাদের নাম নথিভুক্ত করার কাজ শুরু করেছে রাজ্য।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *