দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হল প্রতাপপুর দরবার শরীফ এর ঐতিহাসিক ঈসালে স‌ওয়াব Pratappur Darbar Sharif Isale Sawab 2025

Pratappur Darbar Sharif Isale Sawab - প্রতাপপুর দরবার শরীফ ঈসালে স‌ওয়াব

অনুষ্ঠিত হলো প্রতাপপুর দরবার শরীফ এর দুই দিন ব্যাপী ঈসালে সওয়াব মাহফিল । মাহফিলকে কেন্দ্র করে প্রায় লক্ষাধিক ভক্ত মুরিদের সমাগম দেখতে পাওয়া যায় দরবার শরীফে । সৈয়দ হজরত দিওয়ান যাফর (রঃ) এর মাজার জিয়ারত ছাড়াও বাদ মাগরিব জিকির মজলিস ও সারা রাত্রি ব্যাপি ইসলাম ধর্মীয় বিষয়ে কোরআন হাদিসের তরজমা হয় এখানে । মূলত এই দরবার ফুরফুরা শরীফের মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিকী (রঃ) এর মতাদর্শের হলেও বিভিন্ন ইসলামী মতাদর্শের মানুষের মেলবন্ধন দেখা যায় এখানে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রতাপপুর দরবার শরীফ ঈসালে স‌ওয়াব ২০২৫ pratappur Darbar Sharif Isale Sawab 2025

প্রতিবছর প্রায় লক্ষাধিক মেহমানদের আগমনে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার প্রতাপপুর দরবার শরীফে দুই দিনের এই ঈসালে স‌ওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলে পূর্ব মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্যের অজস্র ধর্মপ্রান মানুষেরা আসেন নিজেদের আত্মশুদ্ধির জন্য। উপস্থিত থাকেন বাংলার সর্ববৃহৎ ও ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফের পীরসাহেব ও পীরজাদা গন। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন আলেম ওলামা ও ইসলামিক স্কলাররা এই মাহফিলে তাঁদের বক্তব্য তুলে ধরেন। এবছর ফুরফুরা শরীফের পীরসাহেব ইব্রাহিম সিদ্দিকী, পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী ও পীরজাদা সাওবান সিদ্দিকী এই মাহফিলে ইসলাম ধর্মীয় বিষয়ে আলোচনা রেখেছেন। মিশর ও তুরস্ক থেকে আগত প্রখ্যাত ইসলামিক স্কলাররাও অনুবাদকের মাধ্যমে তাঁদের বক্তব্য তুলে ধরেছেন।

উল্লেখ্য প্রতাপপুর দরবার শরীফের এই ঈসালে স‌ওয়াব অনুষ্ঠিত হয় প্রতিবছর জানুয়ারি মাসের শেষ শুক্র ও শনিবার। এবার‌ও রীতিমতো দরবার শরীফের ২ দিন ব্যপি ঐতিহাসিক ঈসালে সওয়াব শুরু হয় গত ২৪শে জানুয়ারি শুক্রবার জুমার পর থেকে, শেষ হয় ২৬ শে জানুয়ারি সকালে। পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজানের আখেরি দোওয়ার মাধ্যমে ঈসালে স‌ওয়াবের সমাপ্তি ঘটে।

প্রতাপপুর দরবার শরীফ - pratappur Darbar Sharif
প্রতাপপুর দরবার শরীফ – pratappur Darbar Sharif

আরোও উল্লেখ্য বর্তমানে এই ঈসালে স‌ওয়াবের দায়িত্ব সামলাচ্ছেন এই দরবারের‌ই পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজান। যিনি ধর্মশিক্ষার পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া সংখ্যালঘুদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসার ঘটাতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই দরবারের মধ্যেই গড়ে তুলেছেন আধুনিক মানের ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান Syed Khaled Ali Model Madrasa (SKAMM)। সংখ্যালঘুদের শিক্ষার বিকাশের পাশাপাশি “অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন” সংক্ষেপে “আইমা” নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন‌ও পরিচালনা করেন তিনি। যা বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করা ছাড়াও সংখ্যালঘুদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য‌ও কাজ করে চলেছে।

Syed Khaled Ali Model Madrasa – SKAMM

আরো‌ও দেখুনঃ সর্ব ধর্ম সমন্বয়ে হাক্কানী আঞ্জুমান আয়োজিত উত্তর কলকাতার বাগমারি পার্কে অনুষ্ঠিত হলো নবমতম সার্বজনীন প্রার্থনা সভা 2024, Haqqani Anjuman

RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…

ফেসবুক পেজফলো করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেলফলো করুন
ইউটিউব চ্যানেলসাবস্ক্রাইব করুন
টেলিগ্রাম চ্যানেলজয়েন করুন
এক্স হ্যান্ডেল (টুইটার)ফলো করুন
ইনস্টাগ্রামফলো করুন

প্রতিবেদনটি ভিডিও আকারে দেখুন এখানে 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *