পাঁশকুড়ার প্রতাপপুরে অনুষ্ঠিত হলো পীর আল্লামা মরহুম সৈয়দ খালেদ হোসাইন সাহেবের স‌ওয়াব রেশানি মজলিস

Pratappur Darbar Sharif Pir Allama Syed Khaled Hossain Isale Sawab

Pratapur darbar Sharif: পাঁশকুড়ার প্রতাপপুরে অনুষ্ঠিত হলো পীর আল্লামা মরহুম সৈয়দ খালেদ হোসাইন সাহেবের স‌ওয়াব রেশানি মজলিস

পূর্ব মেদিনীপুর জেলার প্রতাপপুর দরবার শরীফে লাখো ভক্ত-মুরিদের সমাগমে আজ অনুষ্ঠিত হলো পীর আল্লামা মরহুম সৈয়দ খালেদ হোসাইন সাহেবের আত্মার শান্তি কামনায় ‘স‌ওয়াব রেশানি’ মজলিস। তাঁর ইনতেকালের পর থেকেই গভীর শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।

উল্লেখ্য গত ৩রা আগস্ট ইনতেকাল করেন আধ্যাত্মিক জগতের অন্যতম বিশিষ্ট সুফি সাধক মরহুম পীর আল্লামা সৈয়দ খালেদ হোসাইন সাহেব। পরদিন ৪ঠা আগস্ট তাঁর জানাযার নামাজে লক্ষাধিক মানুষের উপস্থিতি ইতিহাস তৈরি করেছিল। যা প্রমাণ করে দিয়েছিল যে লাখো মানুষের হৃদয়ে স্থান করেছিলেন তিনি। আজ তাঁর স্মৃতিতে ও আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত হলো বিশাল ‘স‌ওয়াব রেশানি’ মজলিস।”

ভোর থেকেই ভক্ত-অনুসারীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হন দরবার শরীফে। কোরআন খানি, মিলাদ শরীফ, বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হয় এই মজলিসের। লাখো মানুষের কণ্ঠে একসাথে দোয়ার পরিবেশকে আধ্যাত্মিকতায় ভরিয়ে তোলে।

মরহুম সৈয়দ খালেদ হোসাইন সাহেব ছিলেন সমাজসেবার এক অনন্য প্রতীক। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে উদ্যোগ নেওয়া, এবং সম্প্রীতি ও ভালোবাসা-ভ্রাতৃত্বের বার্তা ছড়ানোই ছিল তাঁর জীবনের লক্ষ্য।

আজকের মজলিসের প্রধান আয়োজক ছিলেন তাঁর‌ই পুত্র সৈয়দ রুহুল আমিন ভাইজান। তিনি ভক্ত-অনুসারীদের আশ্বস্ত করেছেন যে, পীর আল্লামা সৈয়দ খালেদ হোসাইন সাহেবের দেখানো পথ ও আদর্শ তিনি অটুট রাখবেন। তাঁর কথায়— দরবার শরীফের এই আধ্যাত্মিক ও সমাজসেবামূলক ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

স‌ওয়াব রেশানি মহফিলে আগত ভক্ত মুরিদরা বলেন

“তিনি আমাদের জীবনে আলো দেখিয়েছেন। আজ আমরা তাঁর জন্য দোয়া করছি, আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

“তিনি আমাদের জীবনে আলো দেখিয়েছেন। আজ আমরা তাঁর জন্য দোয়া করছি, আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

“আমরা আমাদের প্রিয় পীর সাহেবের জন্য দোয়া করছি। তিনি আমাদের জীবনের দিশারী ছিলেন, তাঁর স্মরণে আজকের এই ভিড়ই প্রমাণ করছে, তিনি মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।”

আজকের এই মজলিসে ভক্তদের উপস্থিতি আবারো প্রমাণ করেছে, সৈয়দ খালেদ হোসাইন সাহেব শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন মানুষের হৃদয়ের পথপ্রদর্শক। আর সেই পথ এখন আগলে রাখছেন তাঁর উত্তরসূরি সৈয়দ রুহুল আমিন ভাইজান।

দেখুন সম্পূর্ণ অনুষ্ঠানের ভিডিও চিত্র

RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…

ফেসবুক পেজফলো করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেলফলো করুন
ইউটিউব চ্যানেলসাবস্ক্রাইব করুন
টেলিগ্রাম চ্যানেলজয়েন করুন
এক্স হ্যান্ডেল (টুইটার)ফলো করুন
ইনস্টাগ্রামফলো করুন