পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ আপনার কি একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে? তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। কারন PNB তাদের গ্রাহকদের জন্য একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের কোটি কোটি গ্রাহকদের সেভিংস একাউন্ট বন্ধ করে দিতে চলেছে।
বিষয় সূচীঃ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক – PNB হল এদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। প্রায় ২৫ কোটিরও বেশি গ্রাহক সংখ্যা আছে এই ব্যাংকে। এই সকল গ্রাহকদের মধ্যে বেশিরভাগ গ্রাহকই হল সেভিংস ব্যাংক একাউন্ট হোল্ডার। এবার এই সেভিংস একাউন্ট ধারী গ্রাহকদের জন্যই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যেসকল গ্রাহকের অ্যাকাউন্ট দীর্ঘ তিন বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে সেগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হতে পারে।
PNB সেভিংস একাউন্ট বন্ধের খবর
স্মার্টফোনের দৌলতে দিন দিন সকল ব্যাংকিং পরিষেবা এখন অনলাইনে হাতের মুঠোয় চলে এসেছে। অনলাইন কেনাকাটা থেকে শুরু করে টাকা লেনদেন সবকিছুই সম্ভব হচ্ছে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই। আর এইসব পরিষেবা পাওয়া যায় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এই কারণেই গ্রাহকদের টাকার সুরক্ষা করা সকল ব্যাংক গুলোর কাছে খুবই চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে। এইজন্যই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের নিয়ম নিয়ে আসে ব্যাংক গুলো। সেই রকমই নতুন এক সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
কেন বন্ধ করা হবে পিএনবি সেভিং অ্যাকাউন্ট?
অনেক গ্রাহক তাদের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার পর তা আর ব্যবহার করেন না। ফলে সেগুলি নিষ্ক্রিয় অ্যাকাউন্টের তালিকায় চলে যায়। ব্যাংকিং সুরক্ষাকে আরো জোরদার করতে এবং ফ্রড প্রতিরোধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ব্যাংকের এই নতুন নিয়ম অনুযায়ী যেসব অ্যাকাউন্টে টানা তিন বছর কোন রকম লেনদেন করা হয়নি, সেগুলি ইনঅ্যাকটিভেট হিসেবে চিহ্নিত করা হবে এবং দ্রুত যদি কোন পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে আগামী ২৬শে মার্চের মধ্যে সেই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে।
PNB অ্যাকাউন্ট বন্ধ হওয়া আটকাতে কি করবেন?
অনেকে লোন স্কলারশিপ বা অন্য কোনো নির্দিষ্ট প্রয়োজনের জন্য অ্যাকাউন্ট খুলে থাকেন। এবং সেই কাজ সম্পন্ন হয়ে গেলে আর সেভাবে প্রতিনিয়ত সেই একাউন্ট ব্যাবহার করেন না। যদি আপনার ঐ ধরনের কোনো পিএনবি অ্যাকাউন্ট থাকে এবং দীর্ঘদিন ধরে ব্যবহার না করে থাকেন এবং ভবিষ্যতে ঐ একাউন্ট ব্যবহার করতে চান, তাহলে অবিলম্বে নূন্যতম একটি লেনদেন করুন। এটি হতে পারে কোন টাকা জমা দেওয়া বা উত্তোলন করা, অনলাইন বা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে টাকা স্থানান্তর অথবা ব্যাংকের মাধ্যমে বিল পেমেন্ট বা মোবাইল রিচার্জ। এগুলির মধ্যে যেকোনো একটি কাজ করলেই আপনার অ্যাকাউন্ট বন্ধ হওয়া থেকে রক্ষা পেতে পারে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক – Pnb সেভিং একাউন্ট বন্ধ সংক্রান্ত জিজ্ঞাসিত কিছু প্রশ্নোত্তর
কোন কোন pnb একাউন্ট বন্ধ করা হবে?
মুলত যে সকল একাউন্ট গুলো ৩ বছর ধরে ব্যবহার করা হচ্ছে না বা কোন ধরণের লেনদেন করা হয়নি সেই সকল একাউন্ট গুলো বন্ধ করে দেওয়া হবে। ব্যাংকের তরফে পরিস্কার জানিয়ে দেয়া হয়েছে একথা।
নিস্ক্রিয় থাকা Pnb সেভিং একাউন্ট কবে থেকে বন্ধ করা হবে?
আগামী মাস অর্থাৎ মার্চ মাসের ২৬ তারিখের মধ্যে এই সকল বন্ধ একাউন্ট গুলো পুনরায় চালু না করা হলে, ব্যাংকের তরফে সেই গুলো বন্ধ করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
একাউন্ট বন্ধ হয়ে গেলে, আবার খোলা যাবে?
বিগত তিন বছর ধরে লেনদেন না হওয়া সেভিং একাউন্ট গুলো একেবারের জন্য বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে PNB এর তরফে।
Pnb আ্যকাউন্ট চালু রাখতে কি করব?
যেই সকল গ্রাহকেরা বিগত ৩ বছর ধরে নিজেদের পিএনবি সেভিং একাউন্টে কোন ধরণের লেনদেন করেননি এবং যদি তারা এটি চালু রাখতে চান তবে তাদের জন্য ফের একবার শীঘ্রই একটি লেনদেন শুরু করা উচিত।
RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…
ফেসবুক পেজ | ফলো করুন |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | ফলো করুন |
ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইব করুন |
টেলিগ্রাম চ্যানেল | জয়েন করুন |
এক্স হ্যান্ডেল (টুইটার) | ফলো করুন |
ইনস্টাগ্রাম | ফলো করুন |

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.