RR DIGITAL TV: পূর্ব মেদিনীপুর জেলার তৌহিদী জনতা আজ ব্রজলালচক হতে নিমতৌড়ি পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসক মহাশয় এবং এস.পি মহাশয়ের নিকটে গণ ডেপুটেশন জমা দিয়েছেন। এই ডেপুটেশনে ছিল মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে। রাজ্যের ওয়াকফ বোর্ড , ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং মাইনোরিটি অ্যাফেয়ার ও মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টকেও এই ডেপুটেশনের কপি ফরওয়ার্ড করা হয়েছে।
দেশের সমস্ত ওয়াকাফ সম্পত্তির সুরক্ষা এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক মানের গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তর, কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু মহাশয় এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলকেও মেইলের মাধ্যমে এই ডেপুটেশনের দাবি সমূহ পাঠানো হয়েছে বলেও জানা যায়।
দেশের সকল সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দেশের যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামো সাংবিধানিক দায়বদ্ধতা যাতে পালন করে তার জন্য পূর্ব মেদিনীপুর তৌহিদী জনতা আবেদন জানিয়েছে। সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার অক্ষুন্ন রাখতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আগামীতে পূর্ব মেদিনীপুর জেলার তৌহিদী জনতা সারা রাজ্য ব্যাপী কাজ করবে বলেও জানিয়েছেন তাঁরা। রাজ্য তথা দেশের আপামর জনসাধারণকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করছে তৌহিদী জনতা।
আজ বিকাল ৩ ঘটিকায় মূলত তিনটি বিষয়ের উপরে গন ডেপুটেশন কর্মসূচি সম্পূর্ণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা তৌহিদী জনতা।
তৌহিদী জনতার দাবিসমূহ:
১) সকল ধর্মের মানুষের সম্মিলিত ত্যাগ এবং আত্ম বলিদানের মাধ্যমে আমরা আমাদের দেশের স্বাধীনতা পেয়েছি। এই দেশ হিন্দু, মুসলিম , বৌদ্ধ , শিখ, খ্রিষ্টান, জৈন ও অন্যান্য ধর্মের মানুষেরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ রেখেছে। বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের মূলমন্ত্র। কিন্তু আজ সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ধর্মীয় সাম্প্রদায়িকতা, অস্থিরতা, অনৈতিকতা ব্যাধির মত ছড়িয়ে পড়ছে। দেশের সাম্প্রদায়িকতা এবং হিন্দু-মুসলিমের বিভেদ সৃষ্টি করার জন্য সংবিধানের প্রস্তাবনা থেকে ‘ধর্ম নিরপেক্ষতা’ শব্দটি বিলুপ্ত করার রাষ্ট্রীয় পরিকল্পনা চালাচ্ছে একদল চক্রান্তকারী।
পাশাপাশি সাম্প্রদায়িক উস্কানি এবং অসহনশীলতা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। সকল ধর্মের ধর্মপ্রাণ নিরীহ মানুষদের ধর্মবিশ্বাসে কুঠার আঘাত করা হচ্ছে।
আমরা ভারতীয় মুসলিমগন সংবিধানের ওপর নিষ্ঠার সঙ্গে বিশ্বাস রেখে ও ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং সম্প্রীতি রক্ষার লক্ষ্যে , পারস্পরিক সৌভ্রাতৃত্ব এবং সহিষ্ণুতা রক্ষার্থে বদ্ধপরিকর। কিন্তু একশ্রেণীর স্বার্থান্বেষী ও বিভেদকামী মানুষ সর্ব মুহুর্তে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চায়। কিছুদিন পূর্বে নুপুর শর্মা সমগ্র ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের ধর্ম বিশ্বাসে আঘাত হেনেছিল।
আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। রামগিরি মহারাজ নবী হজরত মোহাম্মাদ (সাঃ) সম্পর্কে কু রুচিকর মন্তব্য পেশ করে মুসলমান ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাসে আঘাত হেনেছে। এটি একটি ভয়ানক ধর্মীয় সাম্প্রদায়িকতার উদাহরণ। ভিন্ন ধর্মের মানুষদের আঘাত দেওয়া হলো প্রথম অধর্ম। ধর্ম কোনদিন অসাম্প্রদায়িকতা শেখায় না। তাই আপনার কাছে বিনীত অনুরোধ পশ্চিমবঙ্গে তথা সকল জেলায় এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে পুলিশ প্রশাসনের গভীরভাবে লক্ষ্য রাখা উচিত। যারা সাম্প্রদায়িকতার কথা বলেছেন বা হযরত মুহাম্মদ (সাঃ )সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
02-) ওয়াকাফ সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে:
সমগ্র দেশ তথা রাজ্যের মধ্যে অবস্থিত মুসলমানদের পবিত্র ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য লোকসভায় যে ওয়াকাফ সংশোধনী ২০২৪ বিল উত্থাপন করা হয়েছিল, তার দ্বারা সমগ্র ভারতীয় মুসলিমদের পবিত্র ওয়াকাফ সম্পত্তি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এটি একটি ভয়ানক রাষ্ট্রীয় পদক্ষেপ। দেশের আপামর জনসাধারণ এই ওয়াকাফ সংশোধনী ২০২৪ বিলের বিরুদ্ধে কয়েক কোটি অভিযোগ দায়ের করেছেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটির নিকটে। কিন্তু দেশ তথা রাজ্যের ওয়াকফ সম্পত্তির সুরক্ষা এবং মুসলিম জাতির ধর্মীয় সম্পত্তির অধিকার থেকে কোনভাবেই তাদেরকে বঞ্চিত করা যাবে না। মসজিদ, মাদ্রাসা , কবরস্থান , ঈদগাহ, খানকা , দরগা ইত্যাদি বহু ধর্মীয় প্রতিষ্ঠান এই ওয়াকাফ সম্পত্তির উপরে বিরাজ করছে। রাজ্য তথা ভারতের যত ওয়াকাফ সম্পত্তি আছে তার সমস্ত তথ্য ওয়াকফ বোর্ডের ওয়েবসাইটে দিতে হবে। ওয়াকাফ সম্পত্তি থেকে প্রতিবছর আয় ব্যায়ের হিসাব ওয়াকফ বোর্ডর ওয়েবসাইটে দিতে হবে।
03) রাজ্যের ওবিসি সংরক্ষণ পুনর্বহাল করতে হবে :
ওবিসি সংরক্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গে মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা ভর্তি এবং নিয়োগের ক্ষেত্রে উপকৃত হচ্ছিল। কিন্তু আত্মদীপ নামক একটি সংগঠন কলকাতা হাইকোর্টে কেস করার মাধ্যমে এই রিজার্ভেশন প্রক্রিয়াকে বন্ধ করে দেয়। ফলে উভয় সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এস সি, এস টি সম্প্রদায়ের মানুষরা যেমন সংরক্ষণের সুবিধা ভোগ করেন ঠিক তেমনি 2010 সাল থেকে ওবিসি শ্রেণীভুক্ত মানুষেরা তাদের সংরক্ষণের সুবিধা পেয়ে আসছিল। এর ফলে রাজ্যের হাজার হাজার পড়ুয়ারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, নিয়োগের ক্ষেত্রেও কোন সুযোগ-সুবিধা পাচ্ছে না। ওবিসি রিজার্ভেশন পদ্ধতি যাতে পূর্বের ন্যায় পুনর্বহাল করা যায় ও তার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানানো হচ্ছে। তাই সমগ্র জনতা আপনার নিকটে সঠিক বিচারের আশায় গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে আবেদন জানাচ্ছে।
04) দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত করতে হবে:
দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে। স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ উলামা এবং মাদ্রাসার শিক্ষকগণ প্রাণ দিয়েছিলেন। মুসলিম ধর্মের অন্যতম স্বাধীনতা সংগ্রামেরা এই মাদ্রাসা শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশকে রক্ষা করেছেন এবং প্রয়োজনে আগামীতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাবে।
পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও তলানিতে ঠেকেছে। মাদ্রাসা শিক্ষা নিয়ে রাজ্য সরকারের কোন ইতিবাচক পদক্ষেপ নেই। সাংবিধানিক আর্টিকেল 30 প্রয়োগের মাধ্যমে দেশের সকল মাদ্রাসাগুলির সুরক্ষার আবশ্যিকতা আছে। আপনার কাছে এই বিষয়ে একান্ত ভাবে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
5) পরিবেশ দূষণের মাত্রাকে নিয়ন্ত্রণ করে পরিবেশকে সুরক্ষিত করতে হবে:
পরিবেশ সুরক্ষার ব্যাপারেও আমরা সকলেই বড় উদাসীন হয়ে পড়েছি। প্রাকৃতিক পরিবেশ দূষিত হওয়ার ফলে আমাদের সকল জীবন ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। দূষণমুক্ত পরিবেশের সুরক্ষার জন্য আপনার কাছে আবেদন জানানো হচ্ছে।
6) সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে জেলা প্রশাসনকে সর্বাধিক দায়িত্ব পালন করতে হবে:
পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনকে সাম্প্রদায়িক সম্প্রীতির বোঝাই রাখতে বা অক্ষুন্ন রাখতে হবে । যাতে কোন রকমের সংঘাত দেখা না দেয় , তার জন্য সার্বিক প্রচেষ্টা চালাতে হবে । এই মাটিতে হিন্দু , মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সকলেই যেন ভালভাবে বাঁচতে পারে।
Purba Medinipur News
RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…
ফেসবুক পেজ | ফলো করুন |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | ফলো করুন |
ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইব করুন |
টেলিগ্রাম চ্যানেল | জয়েন করুন |
এক্স হ্যান্ডেল (টুইটার) | ফলো করুন |
ইনস্টাগ্রাম | ফলো করুন |