RG KAR News: আরজিকরের ঘটনায় বড় চক্রান্ত রয়েছে: চন্দ্র কুমার বোস
RG KAR এর নির্যাতিতার পরিবারের সাথে দেখা করে গেলেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর চন্দ্র কুমার বোস।
রবিবার সকাল এগারোটা নাগাদ নাটাগরের বাড়িতে আসেন চন্দ্র কুমার বোস। প্রায় এক ঘন্টা ছিলেন সেখানে।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার অভিযোগ ‘আরজিকরে যে ঘটনা ঘটেছে সেটি সাধারণ ঘটনা নয়। এর পিছনে অনেক চক্রান্ত রয়েছে। তার প্রশ্ন সত্য ঘটনা কে সামনে আসবে?
তিনি বলেন ‘ঘটনাটি অত্যন্ত নক্কারজনক। এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। কারণ এখনো পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে তাতে সঠিক তদন্ত হয়ে ওঠেনি বলেই মনে হচ্ছে। সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা আছে তারা যখন দায়িত্ব নিয়েছেন সম্পূর্ণ গোটা বিষয়টি সামনে আসবে।’
তবে আরজিকরে যে ঘটনা ঘটেছে সেটি সাধারণ ঘটনা নয়। এর পিছনে অনেক চক্রান্ত রয়েছে। তার প্রশ্ন সত্য ঘটনা কে সামনে আসবে?
এই ঘটনা পরিপ্রেক্ষিতে গোটা দেশের এবং বিশ্বের মানুষ যেভাবে সামনে এগিয়ে এসেছে সেটা দৃষ্টান্তমূলক। তাই কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীরা শাস্তি পায়।
তিলোত্তমা যেভাবে ৩৬ ঘন্টা ডিউটি করেছেন, তাতে প্রধানমন্ত্রীর কাছে তার দাবি ভারত সরকার যাতে ‘তিলোত্তমা কর্মযৌগি অ্যাওয়ার্ড’ ঘোষণা করে।
মহিলাদের সম্মান করার ক্ষেত্রে গোটা বিশ্বে পশ্চিমবঙ্গের যে সুনাম ছিল, সেটা আজ নেই।
তার অভিযোগ সমাজের সব ক্ষেত্রে রাজনীতি ঢুকে পড়ার কারনেই এই ধরনের ঘটনার বেড়ে চলেছে।
তার অভিমত, সিবিআই এর উচিত ফাস্ট ট্র্যাক কোর্স গঠন করে এই মামলার বিচার করা। কারণ সি বি আইয়ের একটা দক্ষ সংগঠন তাদের সুনাম আছে এবং সেই সুনাম বজায় রাখতেই এটা করা উচিত।
খবরটি ভিডিওতে দেখুন:
RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…
ফেসবুক পেজ | ফলো করুন |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | ফলো করুন |
ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইব করুন |
টেলিগ্রাম চ্যানেল | জয়েন করুন |
এক্স হ্যান্ডেল (টুইটার) | ফলো করুন |
ইনস্টাগ্রাম | ফলো করুন |