Wow 😲 খুশির খবর দিল BSNL | সারাদেশে 10 হাজার টাওয়ার প্রতিস্থাপন | Jio, Airtel, Vi কে টেক্কা দিতে পারবে?
জমি শক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে সরকারি টেলিকম সংস্থা bsnl (Bharat Sanchar Nigam Limited)। BSNL ঘোষণা করেছে যে স্বনির্ভর ভারত উদ্যোগের অধীনে সারা দেশে 10 হাজার 4G টাওয়ার সফলভাবে স্থাপন করেছে। রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা 4G নেটওয়ার্ক ইনস্টলেশন নিয়ে অগ্রগতি দেখিয়েছে। এর ফলে 5G নেটওয়ার্কে আপগ্রেড করা সহজ হবে। তবে ফাইভ-জি পরিষেবা কবে থেকে শুরু হবে তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।