Banglar panchayat App – এবার থেকে পঞ্চায়েত অফিসে ঘোরাঘুরির দিন শেষ বাড়ি বসেই করতে পারবেন পঞ্চায়েতের সমস্ত কাজ। এখন থেকে আর পশ্চিমবঙ্গ বাসীদের পঞ্চায়েত অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না। কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলার পঞ্চায়েত (Banglar Panchayat) নামে নতুন একটি অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপটি প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। এই অ্যাপের মাধ্যমে পঞ্চায়েতের যত রকম সার্ভিস রয়েছে সমস্ত সার্ভিস বাড়ি বসেই পাওয়া যাবে। অর্থাৎ এবার থেকে পঞ্চায়েত অফিসে ঘোরাঘুরির দিন শেষ বাড়িতে বসেই পঞ্চায়েতের সমস্ত কাজ করা যাবে এই অ্যাপের মাধ্যমে।
আজকের এই প্রতিবেদনে “বাংলার পঞ্চায়েত অ্যাপ” (Banglar Panchayat App) সম্বন্ধে বিস্তারিত আপনাদের দেখানো হবে, কিভাবে আপনারা বাংলার পঞ্চায়েত অ্যাপে কাজ করবেন? এই আ্যপ থেকে কি কি সুবিধা পাবেন? ইত্যাদি… আজকের এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়লে এই অ্যাপের মাধ্যমে বাংলার পঞ্চায়েত আ্যপের সুবিধা পেতে আপনাদের আর কোনো অসুবিধায় পড়তে হবে না।
Table of Contents
বাংলার পঞ্চায়েত আ্যপ (Banglar Panchayat App) থেকে কি কি সুবিধা পাওয়া যায়?
Banglar Panchayat – এই অ্যাপের মাধ্যমে পশ্চিমবঙ্গের বাসিন্দারা পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেট বাড়ি বসেই তৈরি করতে পারবেন। এছাড়াও পঞ্চায়েতের কর প্রদান সহ পঞ্চায়েত অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ, যেকোনো ধরনের অভিযোগ জমা করা ও পঞ্চায়েতের বিভিন্ন তথ্য এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।
বাংলার পঞ্চায়েত আ্যপ থেকে কি কি সার্টিফিকেট পাওয়া যাবে ?
পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেট এই অ্যাপের মাধ্যমে তৈরি করতে পারবেন। যেমন…
- স্থায়ী বাসিন্দা শংসাপত্র (Residential Certificate)
- ক্যারেক্টার শংসাপত্র (Character Certificate)
- আয়ের শংসাপত্র (Income Certificate)
- একই ব্যাক্তির একাধিক নাম থাকলে একই ব্যাক্তি শংসাপত্র (Same Person Certificate)
- ডিসটেন্স সার্টিফিকেট (Distance Certificate)
- জাতিগত প্রমানীকরন (Caste Authentication)
আরোও পড়ুনঃ Lakshmir Bhandar Status Check Online: এখন ঘরে বসেই লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক অনলাইন থেকে করুন।
বাংলার পঞ্চায়েত আ্যপের মাধ্যমে কিভাবে অনলাইন পঞ্চায়েত সার্টিফিকেট আবেদন করবেন? (Wb Online Panchayat Certificate Application process Through Banglar Panchayat App)
বাড়ি বসে যেকোনো পঞ্চায়েতে সার্টিফিকেট আবেদন করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন…
Banglar Panchayat App Installation:
- প্রথমে আপনার স্মার্টফোন থেকে google প্লে স্টোর ওপেন করুন।
- প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে “BANGLAR PANCHAYAT” লিখে সার্চ করুন।
- বাংলার পঞ্চায়েত লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গের যে নতুন অফিসিয়াল পঞ্চায়েত অ্যাপ সেই অ্যাপটি আপনার সামনে চলে আসবে, এটিকে আপনারা ইনস্টল করবেন। অথবা এই প্রতিবেদনের শেষে দেওয়া লিংক থেকেও অফিসিয়াল পঞ্চায়েত আ্যপ ডাউনলোড করতে পারবেন।
- যারা আগে থেকে ইনস্টল করে রেখেছেন তারা অবশ্যই একবার আপডেট করে নেবেন কারণ অ্যাপটিতে প্রচুর আপডেট করা হয়েছে।
বাংলার পঞ্চায়েত আ্যপের মাধ্যমে সার্টিফিকেট আবেদন (How to use Banglar Panchayat App):
- প্রথমে বাংলার পঞ্চায়েত অ্যাপটি ইনস্টল অথবা আপডেট করার পর আ্যপটি ওপেন করুন।
- আ্যপটি ওপেন করলেই পঞ্চায়েতের যেসকল বিভিন্ন সার্ভিস রয়েছে, সেগুলো দেখতে পাবেন।
- এখানে Citizen Services এর অধীনে Application & Download GG Certificate অপশনটি বেছে নিন।
- এখন আপনাকে আপনার থাকা যেকোনো একটি ব্রাউজারে নিয়ে যাওয়া হবে এবং পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম (West Bengal Panchayat Management System – wbpms) এর অফিসিয়াল ওয়েবপেজ খুলে যাবে।
- ওয়েব পেজটির একদম নীচে দেওয়া শর্তাবলী বক্সে টিক মার্ক দিলেই “Proceed” অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
- এরপরের ডায়লগ বক্সে নিজের মোবাইল নাম্বার দিয়ে “Generate OTP” তে ক্লিক করুন।
- এরপর আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি আসবে, পরবর্তী ঘরে ওটিপি টা বসিয়ে “Verify & Proceed” অপশনে ক্লিক করুন।
- এখন আপনার কাছে একটি ফর্ম খুলে যাবে। প্রথমে আপনার পঞ্চায়েতের ডিটেইলস তারপর আবেদনকারীর ডিটেইলস এবং শেষে যে সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান তা সিলেক্ট করে আবেদনকারীর ফটো ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে “Submit” অপশনে ক্লিক করুন।
- এখন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে।
পরবর্তী সাত দিনের মধ্যে (ছুটির দিন বাদে) আপনার আবেদনপত্র পঞ্চায়েত অফিস থেকে Approved করা হলে তবে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেটটির ভ্যালিডিটি হবে ছয় মাস।
প্রয়োজনীয় নথি (WB Banglar Panchayat Certificate Application Required Document)
সার্টিফিকেট ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন নথির প্রয়োজন হতে পারে। যেমন…
- Documents related to proof of caste from immediate or extended family members must be merged into a single PDF file (Mandatory for Caste Authentication only)
- Certificate Issued by Gram Sansad Member
- Aadhaar Card
- Passport
- Driving License
- Election Commission Voter ID Card
- Ration Card with address
- CGHS/ECHS Card
- Certificate of address with photo from Govt. recognized educational institutions (for students only)
- Income Tax PAN Card
- Current passbook of Post Office/any scheduled bank having photo
- Photo Identity Card (of Central Govt./PSU or State Govt./PSU only)
- MGNREGA card issued by Govt.
- Photo Identity Card issued by Govt. recognized educational institutions (for students only)
- Pensioner Card having photo and Address
- Kissan Passbook having photo and Address
- Other Documents related to desired certificate
DOWNLOAD Banglar Panchayat App
RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…
ফেসবুক পেজ | ফলো করুন |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | ফলো করুন |
ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইব করুন |
টেলিগ্রাম চ্যানেল | জয়েন করুন |
এক্স হ্যান্ডেল (টুইটার) | ফলো করুন |
ইনস্টাগ্রাম | ফলো করুন |
- Voter Card Link With Aadhar: ভোটার কার্ড আধার লিংক করার সহজ পদ্ধতি দেখুন
- রেশনে আসতে চলেছে বড় পরিবর্তন | আধার লিংক এখন অতীত | রেশন কার্ডে যুক্ত হবে ব্যাংক অ্যাকাউন্ট
- BREAKING NEWS : নবান্নে মমতা- নওশাদ বৈঠক, প্রায় আধ ঘণ্টা আলোচনা!

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.