সংখ্যালঘু যুবক-যুবতীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিশেষ কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি কলকাতা, ১৭ সেপ্টেম্বরঃ সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক-যুবতীদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতে পশ্চিমবঙ্গ সরকার এক অনন্য পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (WBMDFC) ঘোষণা করেছে পুলিশ ও প্যারামিলিটারী ফোর্স কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি।প্রতি বছর কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও বিভিন্ন প্যারামিলিটারী ফোর্সে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ হয়। কিন্তু অনেক তরুণ-তরুণী সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের অভাবে সুযোগ পেলেও এগিয়ে যেতে পারেন না। ঠিক সেই কারণেই এবার সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে-মেয়েদের জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার।
কারা আবেদন করতে পারবেন?
প্রশিক্ষণের জন্য বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ সম্প্রদায়ের যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: পুলিশে যোগ দিতে হলে ১৮–৩০ বছর।
প্যারামিলিটারী ফোর্সে যোগ দিতে হলে ১৮–২৩ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক বা তার সমমান।
শারীরিক যোগ্যতা (উচ্চতা): পুলিশ: পুরুষ ১৬৭ সেমি, মহিলা ১৬০ সেমি।
প্যারামিলিটারী ফোর্স: পুরুষ ১৭০ সেমি, মহিলা ১৫৭ সেমি।
বুকের মাপ (শুধু পুরুষদের জন্য): পুলিশ: ৭৯ সেমি (প্রসারণে ৮৪ সেমি)।
প্যারামিলিটারী: ৮০ সেমি (প্রসারণে ৮৫ সেমি)।
গোর্খা/গারোয়ালি প্রার্থীদের জন্য ছাড়: পুলিশে পুরুষ ১৬০ সেমি, মহিলা ১৫২ সেমি।
প্যারামিলিটারী ফোর্সে পুরুষ ১৬২ সেমি, মহিলা ১৫২ সেমি।
তবে সব আবেদনকারীকেই অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

প্রশিক্ষণের বিশেষ দিক
এই প্রশিক্ষণ কর্মসূচির মেয়াদ ৩ মাস। সপ্তাহে প্রায় ২০ দিন প্রশিক্ষণ চলবে। শারীরিক যোগ্যতা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ – সবকিছুর ওপর জোর দেওয়া হবে।সবচেয়ে বড় দিক হলো, এই প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। ফলে অংশগ্রহণকারীদের কোনও রকম ফি দিতে হবে না। খাদ্য ও অন্যান্য ব্যবস্থাও সরকারই করবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। সংখ্যালঘু উন্নয়ন নিগমের সরকারি ওয়েবসাইটে (www.wbmdfc.org) গিয়ে ফর্ম পূরণ করতে হবে। একই সঙ্গে একটি QR কোড দেওয়া হয়েছে, স্ক্যান করেও সরাসরি আবেদন করা যাবে।আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২৫।
কেন এই কর্মসূচি গুরুত্বপূর্ণ?
রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বড় অংশ অর্থনৈতিকভাবে পিছিয়ে। অনেকেই চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েও টাকার অভাবে কোচিংয়ে ভর্তি হতে পারেন না। এই পরিস্থিতিতে সরকারের এই উদ্যোগকে ভবিষ্যতের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।রাজ্যের তরুণ-তরুণীদের জন্য পুলিশ ও প্যারামিলিটারী ফোর্স সবসময়ই একটি জনপ্রিয় কর্মসংস্থানের ক্ষেত্র। এর মাধ্যমে শুধু আর্থিক স্থিতি নয়, সমাজে মর্যাদাও আসে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্পের ফলে হাজার হাজার যুবক-যুবতী স্বপ্ন পূরণের সুযোগ পাবেন।
যোগাযোগের জন্য
ওয়েবসাইট: www.wbmdfc.org টোল-ফ্রি নম্বর: ১৮০০-১২০-২১৩০ অফিস: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম, “অস্থায়ী ডি-২৭/ই, সল্টলেক, সেক্টর-১, কলকাতা – ৭০০০৬৪”।
রাজ্য সরকারের এই উদ্যোগ শুধুমাত্র একটি চাকরির প্রস্তুতি কর্মসূচি নয়, বরং সংখ্যালঘু সমাজের যুবক-যুবতীদের আত্মনির্ভরশীল করার এক বাস্তব প্রয়াস। আগামী দিনে এই প্রকল্প থেকে কতজন সফল হন, সেটাই এখন দেখার বিষয়।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর:
এই প্রশিক্ষণ নিতে কত খরচ?
প্রশিক্ষণের সমস্ত খরচ পশ্চিমবঙ্গ সরকার বহন করবে।
প্রশিক্ষণের মেয়াদ কতদিন?
মোট ৩ মাস, সপ্তাহে প্রায় ২০ দিন ক্লাস হবে।
আবেদন করার জন্য যোগ্যতা কী প্রয়োজন?
বয়স হতে হবে ১৮–৩০ (পুলিশ) অথবা ১৮–২৩ (প্যারামিলিটারী ফোর্স)। ন্যূনতম মাধ্যমিক পাশ এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
শারীরিক সক্ষমতার মানদণ্ড কী কী?
উচ্চতা, বুকের মাপ এবং লিঙ্গভেদে আলাদা মানদণ্ড রয়েছে। (বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে)।
কোথায় আবেদন করতে হবে?
অনলাইনে করতে হবে [www.wbmdfc.org](http://www.wbmdfc.org) ওয়েবসাইটে বা বিজ্ঞপ্তিতে দেওয়া QR কোড স্ক্যান করে।
আবেদনের শেষ তারিখ কবে?
৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।
বাইরে থেকে (অন্য রাজ্য থেকে) আবেদন করা যাবে কি?
না, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
প্রশিক্ষণ শেষে কি চাকরি নিশ্চিত হবে?
না, প্রশিক্ষণ প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। চাকরি পেতে হলে সরকারি পরীক্ষায় সফল হতে হবে।
RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…
ফেসবুক পেজ | ফলো করুন |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | ফলো করুন |
ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইব করুন |
টেলিগ্রাম চ্যানেল | জয়েন করুন |
এক্স হ্যান্ডেল (টুইটার) | ফলো করুন |
ইনস্টাগ্রাম | ফলো করুন |

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.