রেশন কার্ড চেক, স্ট্যাটাস, ডাউনলোড, মোবাইল নং ও আধার লিংক সমন্ধে জানুন! 2025 নতুন পদ্ধতিতে

Ration Card Status Check West Bengal রেশন কার্ড চেক স্ট্যাটাস

রেশন কার্ড চেক স্ট্যাটাস – West Bengal Ration Card Check: রেশনকার্ড হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সরকারি নথি। পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ডের মাধ্যমে গরীব ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করে থাকে। সরকারের এই সাহায্যের ফলে উপকৃত হয় বহু পরিবার। ন্যাশনাল ফুড সিকিউরিটি আ্যক্ট (NFSA) বা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন কার্ড ধারকদের ভর্তুকি যুক্ত খাদ্য পণ্য প্রদান করা হয়ে থাকে। খাদ্য পণ্য বিতরনের এই প্রক্রিয়াটি “পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম” সংক্ষেপে “PDS” দ্বারা পরিচালিত হয়ে থাকে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বর্তমানে পিডিএস (Public Distribution System) ব্যাবস্থায় বেশকিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। আগে পিডিএস ব্যাবস্থা কেবল একটি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে এক জেলার মানুষ অন্য জেলায় রেশন সামগ্রী তুলতে পারলে, এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে রেশন দ্রব্য তুলতে পারতেন না। এই অসুবিধা দূর করতে বর্তমানে “ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম” (আইএম-পিডিএস) পোর্টাল চালু করা হয়েছে। যার ফলে বর্তমানে দেশে আন্তঃ রাজ্য রেশন পরিষেবা পাওয়া সম্ভব হয়েছে। এই ব্যাবস্থায় আধার কার্ডের মাধ্যমে অনলাইন সুবিধাভোগীর যাচাইকরন করা হয়।

আজকের এই নিবন্ধে রেশনকার্ড সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে। যথা রেশন কার্ড কত রকমের হয়, ডিজিটাল রেশন কার্ডের আবেদন পদ্ধতি, নতুন রেশন কার্ড ডাউনলোড, স্ট্যাটাস চেক, মোবাইল নং লিংক, আধার লিংক ইত্যাদি… অত‌এব এই নিবন্ধটি মনোযোগ সহকারে পড়লে, রেশনকার্ড সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন।

বিষয় সূচীঃ

রেশন কার্ড কত প্রকারের হয়

উপভোক্তাদের আর্থিক পরিস্থিতির উপর বিবেচনা করে রেশন কার্ডের ধরন‌ও ভিন্ন ভিন্ন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার পাঁচ রকমের রেশন কার্ড দিয়ে থাকেন। যেগুলো হল অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY Ration Card) ও বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH), অগ্রাধিকার পরিবার (PHH Ration Card) এবং RKSY-1 ও RKSY-2। কার্ডের ধরন অনুযায়ী রেশন সামগ্রী ও পরিমানের কিছু পার্থক্য থাকে। রেশন কার্ডের ধরন অনুযায়ী কি সুবিধা পাওয়া যায়, তা নীচে বিস্তারিত আলোচনা করা হয়েছে…

পশ্চিমবঙ্গে কোন রেশন কার্ডে কি সুবিধা পাওয়া যায় (West Bengal Ration Card Benefits)

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY Ration Card)

অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডটি হল খুব গরীব পরিবারদের জন্য, অর্থাৎ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের জন্য। এই কার্ডের উপভোক্তাকে দেওয়া হয় পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩.৩০০ গ্রাম অথবা ১৪ কেজি গম এবং ১৩ টাকা ৫০ পয়সা দরে চিনি ১ কেজি। তবে এখন গম দেওয়া হয় না, গমের বদলে আটা দেওয়া হয়।

বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) ও অগ্রাধিকার পরিবার (PHH)

বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) ও অগ্রাধিকার পরিবার (PHH) – এই কার্ড দুটি মূলত কম আয় করা পরিবারদের জন্য। যাদের এই কার্ডটি রয়েছে সেই পরিবারের কার্ড পিছু ৩ কেজি চাল এবং আটা দেওয়া হয় ১ কেজি ৯০০ গ্রাম।

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা – ১ (RKSY-1)

এই কার্ডটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জারি করা হয়েছে। এই কার্ডটি যাদের রয়েছে সেই পরিবারকে কার্ড পিছু ৫ কেজি চাল দেওয়া হয়। এই কার্ডে গম পাওয়া যায় না।

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা – ২ (RKSY-2)

এই কার্ডটিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা জারি করা হয়েছে। এই কার্ড থাকলে কার্ড পিছু শুধুমাত্র ২ কেজি চাল দেওয়া হয়। এই কার্ডটি বিশেষত নিম্ন মধ্যবিত্ত পরিবারদের সাহায্য করবার জন্যই।

রেশন কার্ড চেক স্ট্যাটাস (West Bengal Ration Card Status Check Online)

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে নতুন রেশন কার্ড চেক অর্থাৎ আবেদনের স্থিতি, রেশন কার্ডের যেকোনো আবেদনের অবস্থা অনলাইনে জানতে পারার সুবিধা প্রদান করে থাকে। আপনার নতুন রেশন কার্ডের আবেদন গৃহীত হয়েছে কিনা, আপনার রেশন কার্ডের ভুল সংশোধন হয়েছে কিনা অথবা রেশন কার্ডের যেকোনো আবেদন কোন অবস্থায় রয়েছে আপনি খুব সহজেই জানতে পারবেন এখান থেকে। রেশন কার্ড চেক স্ট্যাটাস জানার প্রক্রিয়াটি নীচে ধাপে ধাপে বর্ণনা করা হলো…

প্রথমে আপনাকে খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in -এ যেতে হবে।

এরপর আপনাকে “PDS ( KHADYASATHI BENEFICIARY)” তে যেতে হবে‌।

Ration Card Status Check West Bengal
রেশন কার্ড চেক স্ট্যাটাস

এখানে দুটি অপশন দেখতে পাবেন, নতুন আবেদনের স্ট্যাটাস চেক করবেন নাকি অলরেডি কার্ড আছে এমন কোনো পরিবারের স্ট্যাটাস চেক করবেন।

Ration Card Status Check West Bengal
রেশন কার্ড চেক স্ট্যাটাস

আপনার প্রয়োজন মতো অপশন সিলেক্ট করুন।

এরপর রেশন কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরটি দিয়ে ‘Get OTP’ তে ক্লিক করুন।

ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন হলে পরিবারের ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। এখানে পরিবারের সকল সদস্যের রেশন কার্ড সম্পর্কিত সব তথ্য দেখতে পাবেন।

যদি পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড সংক্রান্ত কোনো আবেদন করে থাকেন এখান থেকে আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।

রেশন কার্ড ডাউনলোড (Ration Card Download)

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগ তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে রেশনকার্ড ডাউনলোড করার সুবিধা প্রদান করে থাকে। যেখান থেকে আপনি খুব সহজেই ই রেশন কার্ড (E-Ration Card) PDF আকারে ডাউনলোড করে নিতে পারবেন। কার্ড ডাউনলোড করার প্রক্রিয়াটি নীচে ধাপে ধাপে বর্ণনা করা হলো…

প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in -এ যেতে হবে।

এরপর Special Service এর অন্তর্গত E-Ration Card অপশনে গিয়ে Download E Ration Card অপশনে ক্লিক করুন।

Ration Card Status Check West Bengal
রেশন কার্ড চেক স্ট্যাটাস

অথবা “Citizen Home” থেকে “রেশনকার্ড সম্পর্কিত কর্নার” এ গিয়ে “রেশন কার্ডের স্ব-সেবা” থেকে “Download E-RC” অপশনে যান।

অথবা সরাসরি রেশন কার্ড ডাউনলোড পেজে যাওয়ার জন্য নীচে লিংক দেওয়া থাকবে।

এরপর রেশন কার্ড নম্বর লিখে ক্যাপচা কোড দিয়ে সার্চ করলে পরিবারে যতগুলো কার্ড আছে সবার নাম ও তাদের আধারের শেষ চারটি সংখ্যা দেখা যাবে। এছাড়াও পাশে ডানদিকে রেশন কার্ডের সাথে লিংক করা মোবাইল নং এর কিছু সংখ্যা দেখতে পাবেন।

এবার আধারের সাথে যুক্ত মোবাইলে অথবা রেশন কার্ডের সাথে যুক্ত নাম্বারে “Send OTP” করতে পারেন।

এরপর সঠিক ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলে কার্ড ডাউনলোড করার পেজে চলে যাবেন। এখানে পরিবারের সকলের নাম, আধার নং, মোবাইল নং দেখতে পাবেন এবং প্রত্যেকের পাশে থাকা “DOWNLOAD E-RC” বাটনে ক্লিক করে একে একে সবার রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন।

আবেদন পদ্ধতি (Ration Card Application Process West Bengal)

পশ্চিমবঙ্গে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে, আপনি অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিই অনুসরণ করতে পারেন। নিচে এই দুটি পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণনা করা হলো:

অনলাইন পদ্ধতি:

প্রথমে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in -এ যেতে হবে।
এরপর SPECIAL SERVICES -এর অন্তর্গত “APPLY FOR NEW RATION CARD” অপশনে ক্লিক করুন।

এর পর এখানে দুটি বিকল্প দেখতে পারবেন। একদম নতুন আবেদন করবেন, নাকি অলরেডি কার্ড আছে এমন কোনো পরিবারের নতুন সদস্যের জন্য আবেদন করবেন।
আপনার প্রয়োজন অনুযায়ী বাছাই করে নিন।
মোবাইল নং ও ক্যাপচা দিয়ে “Get OTP” তে ক্লিক করুন।
এরপর নতুন রেশন কার্ডের আবেদন করার জন্য ৪ নং ফর্ম (Form-4) বাছাই করুন।
যাবতীয় সমস্ত সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
প্রয়োজনীয় নথি আপলোড করার পর আবারো “Get OTP” তে ক্লিক করুন।
OTP ভেরিফিকেশন সম্পন্ন করার পর সর্বশেষ সাবমিট অপশনে ক্লিক করুন।
আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

অফলাইন পদ্ধতি:

আপনার নিকটস্থ খাদ্য ও সরবরাহ দপ্তর বা “দুয়ারে সরকার” ক্যাম্পে যান।

সেখানে ফর্ম ৪ (Form 4) সংগ্রহ করুন, যা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে ব্যবহৃত হয়।

ফর্মটি সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন।
পূরণকৃত ফর্ম এবং নথি সংশ্লিষ্ট দপ্তরে জমা দিন।
জমা দেওয়ার পর একটি প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করুন, যা ভবিষ্যতে আপনার আবেদনের স্থিতি জানতে সহায়তা করবে।

Aadhaar Ration Card Link: দেশের সমস্ত রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও সরকার আধার কার্ড রেশন কার্ডের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। প্রকৃত সুবিধাভোগীদের কাছে যাতে ভর্তুকি পৌঁছানো ও জাল রেশন কার্ড ধরার লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে সরকার।

যদি আপনি এখনও আপনার রেশন কার্ডকে আধার কার্ডের সাথে লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনার এই কাজটি দ্রুত করে ফেলা উচিত, যাতে আপনি রেশন কার্ডে উপলব্ধ সরকারি সুবিধা গুলির সর্বাধিক গ্রহন করতে পারেন। এই প্রক্রিয়াটি খুবই সহজ, যা আপনি ঘরে বসে অনলাইনেই করে ফেলতে পারেন।

আসুন জেনে নিই রেশন কার্ডের সাথে আধার লিংক করার সহজ পদ্ধতি…

  • প্রথমে আপনাকে ফুড দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in -এ যেতে হবে।
  • এরপর “LINK AADHAAR WITH RATION CARD” এ ক্লিক করুন।
Ration Card Status Check West Bengal রেশন কার্ড চেক স্ট্যাটাস
  • আপনার রেশন কার্ড নং বসিয়ে “SEARCH” করুন।
  • এখন আপনার রেশন কার্ডের তথ্য দেখতে পাবেন। নীচের বক্সে আধার নং দেওয়ার পর চেক বক্সে টিক চিহ্ন দিন এবং “SEND OTP” তে ক্লিক করুন।
  • আধারের সাথে যুক্ত মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
  • আপনার ছবিসহ আধারের তথ্য দেখতে পাবেন। “SUBMIT” অপশনে ক্লিক করুন।
  • আপনার আধারের সাথে রেশন কার্ড লিংক সম্পন্ন হয়ে যাবে।

রেশন কার্ড সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)

রেশন কার্ড কী?

রেশনকার্ড হল একটি সরকার-প্রদত্ত নথি যা নাগরিকদের কম দামে খাদ্যদ্রব্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার সুযোগ দেয়। এটি অনেক ক্ষেত্রে পরিচয়পত্র হিসেবেও ব্যবহৃত হয়।

পশ্চিমবঙ্গে রেশন কার্ডের প্রকারভেদ কী কী?

পশ্চিমবঙ্গ সরকার পাঁচ রকমের রেশন কার্ড দিয়ে থাকেন। যেগুলো হল অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY Ration Card) ও বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH), অগ্রাধিকার পরিবার (PHH Ration Card) এবং RKSY-1 ও RKSY-2।

রেশন কার্ডের জন্য কীভাবে আবেদন করা যায়?

রেশন কার্ডের জন্য স্থানীয় খাদ্য ও সরবরাহ দফতর বা অনলাইনে সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে আবেদন করা যায়। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর তা যাচাই করে কার্ড ইস্যু করা হয়।

রেশন কার্ডের জন্য কী কী নথি লাগবে?

পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার আইডি)
ঠিকানার প্রমাণ (বিদ্যুৎ বিল/জল বিল/গ্যাস সংযোগের বিল)
পরিবারের সদস্যদের তথ্য

রেশনকার্ড সংশোধন কীভাবে করা যায়?

রেশন কার্ডে যদি কোনো তথ্য পরিবর্তন (ঠিকানা, সদস্য সংখ্যা ইত্যাদি) করতে হয়, তবে সংশ্লিষ্ট খাদ্য দফতরে বা দপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে অনলাইনে নির্ধারিত ফর্ম পূরণ করে সংশোধনের জন্য আবেদন করা যায়।

কার্ড হারিয়ে গেলে কী করতে হবে?

রেশনকার্ড হারিয়ে গেলে সংশ্লিষ্ট খাদ্য দফতরে অভিযোগ জানিয়ে নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে।

Topics: রেশন কার্ড চেক স্ট্যাটাস

RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…

ফেসবুক পেজফলো করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেলফলো করুন
ইউটিউব চ্যানেলসাবস্ক্রাইব করুন
টেলিগ্রাম চ্যানেলজয়েন করুন
এক্স হ্যান্ডেল (টুইটার)ফলো করুন
ইনস্টাগ্রামফলো করুন