what is Meta AI WhatsApp: হোয়াটসঅ্যাপে নীল-বেগুনী রঙের গোলাকৃতি ওটা কি? মেটা এআই কী? এটা কীভাবে কাজ করে?

Meta AI WhatsApp

What is Meta AI WhatsApp: হোয়াটসঅ্যাপে নীল-বেগুনী রঙের গোলাকৃতি যে চিহ্নটি দেখতে পাওয়া যাচ্ছে ওটা আসলে কি? মেটা এআই সম্পর্কে বিস্তারিত

RR DIGITAL TV DESK: বর্তমানে হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় সোস্যাল মাধ্যম। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলেই, আগে মোবাইলের খোঁজ পড়ে। মোবাইল হাতে নিয়েই এক বার হোয়াট্‌সঅ্যাপ কিংবা ফেসবুক থেকেও ঘুরে আসে অনেকেই। প্রতিদিনের অভ্যাসবশত হোয়াটসঅ্যাপে ঢুকে দেখতে পাওয়া গেল নতুন একটি নীল বেগুনী রঙের গোলাকৃতি চিহ্নের। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীদের চ্যাট অপশনের পাশে এটা দেখতে পাওয়া যাচ্ছে। হোয়াটসঅ্যাপ ওপেন করলেই এটা দেখা যাচ্ছে। অনেক ব্যাবহারকারী বুঝতেই পারছেন না যে নীল বেগুনী রঙের গোলাকৃতি চিহ্নটা আসলে কি? জানার জন্য উৎসাহিত হয়ে উঠেছেন অনেকেই।
সম্প্রতি হোয়াটসঅ্যাপে চ্যাট অপশনের পাশে যে নীল বেগুনী রঙের গোলাকৃতি চিহ্নটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি আসলে মেটা এআই (Meta AI)। তবে যাদের হোয়াটসঅ্যাপ আ্যপটি আপডেট করা নেই, তারা এটি দেখতে পাচ্ছেন না। এটি দেখতে হলে আগে গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ নতুন ভার্সন আপডেট করতে হবে। এখন জানার বিষয় হল মেটা এআই আসলে কি? এটা কিভাবে কাজ করে?

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আরোও পড়ুনঃ এখন ঘরে বসেই লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক অনলাইন থেকে করুন।

হোয়াটসঅ্যাপ মেটা এআই কি? (What is Meta AI WhatsApp)

বিজ্ঞান ও প্রযুক্তির জগতে গত কয়েক বছরে সবচেয়ে বেশি চর্চিত বিষয় হল “কৃত্রিম বুদ্ধিমত্তা” বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence – AI)। এটি এমন একটি কম্পিউটার সফটওয়্যার, যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা আ্যপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে কাজ করার উপযোগী করে তোলে। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে এআই প্রযুক্তির ব্যবহারের বহুল প্রচলনের কথা। এর সাহায্যে একেবারে রক্ত মাংসের মানুষের মতোই কথা বলতে পারছে মেশিন ষ। ব্যবসা, চাকরি কিংবা স্বাধীন যে কোনও কর্মক্ষেত্রে এআই তার নিজস্ব প্রতিভা দেখাতে শুরু করেছে একেবারে মানুষের মস্তিষ্কের মতোই। নানা সমস্যার সমাধান করতে ব্যবহৃত হচ্ছে নয়া এই প্রযুক্তির। তাই নয়া এই প্রযুক্তির ব্যাবহার থেকে পিছিয়ে নেই মেটাও। ‘চ্যাটজিপিটি’, ‘বিংএআই’ এবং ‘গুগ্‌ল বার্ড’-এর মতো মেটা সংস্থা ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াট্‌সঅ্যাপের হয়ে কাজ করবে মেটা এআই। বর্তমানে মেটা এআই ওই সংস্থারই নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)-এর সাহায্যে কাজ করছে। হোয়াট্‌সঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রামে কাজ করছে মেটা এআই। প্রতি দিনের খুঁটিনাটি কাজ থেকে বৃহৎ বাজার পরিকল্পনা সবই সম্ভব এই প্রযুক্তির সাহায্যে।

হোয়াটসঅ্যাপে মেটা ‘এআই’ কী ভাবে কাজ করে?

মেটা এআই বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যাবহারকারীদের সাহায্য করবে। যেমন ধরুন – হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুরা একসঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? সাহায্য করবে মেটা এআই চ্যাটবট। কোথায় যাবেন, কোথায় থাকবেন, কেমন খরচ হতে পারে কিংবা যেখানে ঘুরতে যাবেন, সেখানকার আবহাওয়া কেমন, সেই সম্পর্কিত নানা ধরনের তথ্য জানাবে মেটা এআই। ফুড ভ্লগিং করেন? শহরে নতুন কোনোও রেস্তরাঁ চালু হলে সেই খোঁজও বাড়ি বসেই পেয়ে যেতে পারেন এখানে। আবার কল্পজগতে বিচরণ করা মানুষদের মস্তিষ্কে খানিক ধোঁয়া দিতেও সাহায্য করবে। যেমন ধরা যাক মঙ্গলগ্রহে যদি ‘কার রেসিং’ হয়, তা চাক্ষুষ করার অভিজ্ঞতা হবে। টি২০ জ্বরে আক্রান্ত হয়ে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ডাইনোসর যদি ক্রিকেট খেলে তা দেখতে কেমন লাগবে, সেই ছবিও মুহূর্তে চোখের সামনে তুলে ধরবে মেটা এআই।

কী ভাবে ব্যবহার করবেন (How to use Meta AI WhatsApp)?

প্রথমেই দেখে নিতে হবে আপনার হোয়াটসঅ্যাপ আপডেট করা আছে কি না। যদি না থাকে, তা হলে প্লে স্টোর থেকে আগে হোয়াটসঅ্যাপের একেবারে নতুন ভার্সনটি আপডেট করে নিন। তার পর ফোনে হোয়াটসঅ্যাপ খুললেই চ্যাট অপশানের পাশে নীলচে-বেগনি রঙের গোলাকৃতি একটি চিহ্ন দেখতে পাওয়া যাবে। সেই ‘আইকন’-এ ক্লিক করলেই মেটা চ্যাটবটের আলাদা একটি উইন্ডো খুলে যাবে। সেখানে যা প্রয়োজন সবই লিখে জিজ্ঞাসা করা যাবে। ওয়েব হোয়াটসঅ্যাপ থেকেও একইভাবে মেটা এআই ব্যাবহার করা যাবে