Find My Device টুল দিয়ে হারানো মোবাইল খুঁজে বের করুন সহজেই

FOND MY DEVICE GOOGLE

জানেন কি, আপনার সাধের অ্যান্ড্রয়েড ফোনটি হারিয়ে গেলে বা চুরি হলে সেটিকে খুঁজে বের করার জন্য কতকগুলো সহজ পদ্ধতি রয়েছে আপনার ফোনের মধ্যেই? তবে সময়ের অভাবে অথবা অবহেলা করে হয়তো সেগুলো ঘেঁটে দেখার সুযোগ হয় না আমাদের অনেকেরই। কিন্তু একটু সচেতন হয়ে এগুলো জেনে থাকলে আপনার ফোন হারিয়ে গেলেও সহজেই সেটিকে ট্রাক করতে পারবেন আপনি নিজেই। এক‌ই সাথে আপনার নিজের ব্যক্তিগত ডাটা বেহাত হওয়ার হাত থেকেও রক্ষা করতে পারবেন! 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

গুগলের find my device সার্ভিস ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনের অবস্থান খুঁজে বের করবেন যেভাবে

এখন প্রায় সমস্ত কোম্পানির অ্যান্ড্রয়েড মোবাইলে “Find My Device” নামের একটি অপশন build in রয়েছে, যেটা আগে Android Device Manager নামে পরিচিত ছিল। ফোনে এই সার্ভিসটি অন করা থাকলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের অবস্থান ট্র্যাক করা থাকবে,

মোবাইল ফোনে Find My Device সার্ভিসটি চালু করবেন যেভাবে

এখনকার ফোনগুলোতে “Find My Device” সার্ভিসটি সাধারনত ফোনের Settings এ আগে থেকেই build in করা থাকে। তবে যদি আপনার ফোনে এই অপশনটি না থাকে, তাহলে Google Play Store থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন।

সার্ভিসটি অন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন

১. এই সার্ভিসটি অন করার জন্য প্রথমে ফোনের Settings এর মধ্যে প্রবেশ করুন।

এখন আপনার ফোনে find my device সার্ভিসটি অন হয়ে গেছে। তবে নিখুঁত ভাবে location tracking করার জন্য location Accuracy সেটিংস করাটা জরুরি।

এবার জেনে নেওয়া যাক……

Find My Device ব্যবহার করে কিভাবে হারানো ফোন বের করবেন

১. যেকোনো ব্রাউজার সাপোর্টেড ডিভাইসে ব্রাউজার ওপেন করে “android.com/find” লিংক টিতে প্রবেশ করূন।

১. Play Sound – ফোনের অবস্থান দেখার পর যদি আপনি সেই লোকেশনের সামনাসামনি পৌঁছাতে পারেন তবে এই অপশনটি নির্বাচন করূন। এটি নির্বাচন করলে আপনার ফোন একটানা ৫ মিনিট মিউজিক বাজাতে থাকবে। এমনকি যদি ফোনটিতে Silent Mode অন করা থাকে তবুও মিউজিক বাজবে।  বাড়িতে যদি ফোন হারিয়ে যায় তাহলে সেটি খুঁজে বের করার জন্য এই সার্ভিসটি খুবই উপকারী।

২. Lock – এই অপশন নির্বাচন করে আপনি আপনার ফোনকে লক করে দিতে পারবেন। যদি আগে থেকে আপনার ফোনে কোনো সিকিউরিটি লক না দেওয়া থাকে, তাহলে এই অপশনটি কাজে দেয়।

৩. Erase – অনেক চেষ্টার পর ও যখন হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পাওয়া যায় না তখন এই অপশনটি নির্বাচন করে ফোনের সমস্ত ডাটা মুছে দেয়া যাবে। এই অপশনটি নির্বাচন করার পর আপনি নিজেও আর ফোনটিকে ট্র্যাক করতে পারবেন না, কারন আপনার গুগল অ্যাকাউন্টের সমস্ত ডাটাও ঐ ফোন থেকে মুছে যাবে। তবে ফোনে যদি কোনো গোপনীয় ডাটা থেকে থাকে, তাহলে এই অপশন নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

প্রিয় পাঠক, এতক্ষন আপনি আপনার হারানো ফোন খুঁজে পাওয়ার পদ্ধতি তো জেনে গেলেন, তো এবার আসুন একটু বাস্তব সত্যটা জেনে যান।

আসলে আপনার ফোন যদি কোনো পেশাদার চোরের হাতে পড়ে, তাহলে ওই ফোনকে আপনি ট্র্যাক করতে পারবেন না। পেশাদার চোরেরা ফোন পেলে আগে তারা বিভিন্ন কৌশলে আপনার ফোনের গুগল অ্যাকাউন্ট সহ সমস্ত ডাটা মুছে দেয়। এমনকি যদি আপনার ফোনে সিকিউরিটি লক ও করা থাকে। তবে কোনো অপেশাদার চোর অথবা কোনো সাধারণ ব্যাক্তি যারা এই সব কৌশল জানে না, তাদের কাছে আপনার ফোন যাবে না সেটা কে বলতে পারে। অন্ততপক্ষে সেই সময়ে তো এই সার্ভিসগুলো কাজে আসবে। আবার অনেক সময় আপনার ফোনের ডাটা চুরি করার উদ্দেশ্যেও  ফোন চুরি হতে পারে। সেক্ষেত্রে অন্তত পক্ষে আপনার ডিভাইসটি লক বা ফরম্যাট করে ব্যক্তিগত ডাটা বেহাত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *