রায়বরেলির সাংসদ থাকবেন রাহুল গান্ধী। ওয়েনাড আসন ছেড়ে দিচ্ছেন তিনি। ওয়েনাড আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়াঙ্কা গান্ধী (Wayanad By-Election Congerss Candidate Priyanka Gandhi Vadra)।
Priyanka Gandhi Vadra: রায়বরেলিতেই থাকছেন রাহুল, ওয়েনাড থেকে ভোটে লড়বেন প্রিয়াঙ্কা
ওয়েনাড আসনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। রাহুল গান্ধী কোন আসন ছাড়বেন আর কোন আসন ধরে রাখবেন, তা নিয়ে চলেছিল জল্পনা। এবার সেই জল্পনার অবসান ঘটল। রায়বরেলি আসনেই সাংসদ হিসাবে থাকবেন রাহুল (Rahul Gandhi)। ওয়েনাড আসনটি ছেড়ে দিচ্ছেন তিনি। খালি হওয়া ওই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গত সোমবার স্পষ্ট করে দিয়েছেন যে, রাহুল গান্ধী রায়বেরেলি থেকে সাংসদ থাকবেন। তিনি কেরলের ওয়েনাড আসনটি ছেড়ে দেবেন। ওয়েনাড আসনের উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী লড়বেন বলেও তিনি জানিয়েছেন এদিন। এদিকে প্রিয়াঙ্কা গান্ধীও জানিয়েছেন, তিনি ওয়েনাড থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফলে একদিনে দুটি বড় ঘোষণা করল কংগ্রেস। প্রথমত, রাহুল গান্ধীর সিদ্ধান্ত যে তিনি রায়বরেলি থেকে সাংসদ থাকবেন এবং দ্বিতীয়ত, কংগ্রেসের ওয়েনাড উপনির্বাচনে প্রার্থী ঘোষণা।
এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বলেন …
‘ওয়েনাড়ের মানুষের জন্য কাজ করতে পারব। এতে আমি খুব খুশি। আমি এটা বলতে পারি যে ওর ( রাহুল গান্ধী) অনুপস্থিতি কখনও বুঝতে দেব না। আমি মাঝেমধ্য়েই আসব তবে কঠিন পরিশ্রম করব, সকলকে খুশি করার চেষ্টা করে যাব।’
সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেন… ‘গত পাঁচ বছর ধরে ওয়েনাড়ে সাংসদ থাকার যে অভিজ্ঞতা ছিল, সেটা দুর্দান্ত ছিল। দারুণ অভিজ্ঞতা লাভ করেছি। প্রতিটি কঠিন পরিস্থিতিতে লড়াই করার জন্য আমায় সাহায্য এবং শক্তি জুগিয়েছিলেন ওয়েনাড়ের মানুষ। আমি কখনও সেটা ভুলব না।’ তিনি বলেন, ‘আমি ওয়েনাড়ে যাব। আর ওয়েনাড়ের মানুষের কাছে যে প্রতিজ্ঞা করেছি, সেটা পূরণ করব।’
তিনি আরোও বলেন, ‘আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। কারণ ওয়েনাডের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। রায়বরেলি এবং ওয়েনাডের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমি ওয়েনাড ছাড়ছি। প্রিয়াঙ্কা লড়বেন সেখান থেকে।’
প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে রাহুল গান্ধী কেরলের ওয়েনাড এবং উত্তর প্রদেশের রায়বরেলি এই দুই লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দুই আসনেই তিনি বেশ বড় ব্যাবধানে জিতেছিলেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে সোমবার একটি বৈঠক হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেণুগোপালের মতো কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রা। উল্লেখ্য এই রায়বরেলি আসনে ২০১৯ সাল পর্যন্ত সাংসদ ছিলেন সনিয়া গান্ধী। ঐতিহাসিকভাবে এই আসনটি গুরুত্বপূর্ণ কংগ্রেসের কাছে। কারণ, ইন্দিরা গান্ধী একাধিকবার এই আসন থেকে সাংসদ হয়েছিলেন।
৪ জুন ফলাফল ঘোষিত হয়েছিল লোকসভা ভোটের। নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণার ১৪ দিনের মধ্যে একটি আসন খালি করতে হয়। এখন যেহেতু রাহুল গান্ধী রায়বেরেলিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর বোন প্রিয়াঙ্কা ওয়েনাডের আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাহুল গান্ধী যে আসন থেকে এবার জিতেছিলেন সেখান থেকেই দাঁড়ালেন প্রিয়াঙ্কা। জোর লড়াই হতে পারে উপনির্বাচনে। তবে এবার তাঁর বিরুদ্ধে কে প্রার্থী হবেন সেটা নিশ্চিত নয়। তিনি জিতলে ওই আসন কংগ্রেসের দখলেই থাকবে।
আরোও পড়ুন – লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই আবারো ভোট পশ্চিমবঙ্গে
RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…
ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে
- সংখ্যালঘুদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে খড়গপুরে অনুষ্ঠিত হল ‘অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের’ পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন।
- ওবিসি সংরক্ষণ পুনর্বহাল, ওয়াকফ বিল প্রত্যাহার সহ সংখ্যালঘুদের বিভিন্ন দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনে গন ডেপুটেশন তৌহিদী জনতার
- Bangla Awas Yojana List 2024: রাজ্যবাসীর জন্য খুশির খবর 😲 | শুরু হলো আবাস যোজনার বাড়ি তৈরির সার্ভে | কারা কারা পাবেন বাড়ি? দেখুন…