Nawsad Siddiqui isf: এবার বাড়বে ইদের ছুটি? মুখ্যমন্ত্রীকে 3 দিনের ছুটির আবেদন ন‌ওশাদ সিদ্দিকী’র

Isf MLA Nawsad Siddiqui latter to mamata Banerjee for eid ul adha festival

এবার বাড়বে ইদের ছুটি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আবেদন ন‌ওশাদ সিদ্দিকী’র Nawsad Siddiqui

ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিনে বিশ্বব্যাপী পশু কোরবানি দেওয়া হয়। চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। আরবি চান্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন। সেই ইদ উপলক্ষেই মুখ্যমন্ত্রীকে ছুটি বাড়ানোর আবেদন ন‌ওশাদের (Nawsad Siddiqui)

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

     এবছর আগামী ১৭ই জুন উদযাপিত হতে চলেছে ইদুজ্জোহা। আগে থেকেই ইদের ছুটি বাড়ানোর দাবি তুলেছে বাংলার মুসলিম সমাজের মধ্যে অনেকেই। এবার ঈদুল আজহার ছুটি বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আবেদন জানিয়ে চিঠি দিয়েছে ভাঙড়ের বিধায়ক ন‌ওশাদ সিদ্দিকী। তিনি তাঁর আবেদনে তুলে ধরেছেন ছাত্রছাত্রী, পরিযায়ী শ্রমিকদের যাতায়াতের কথাও। ঈদে সবাই যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য তিনি তিনদিনের ইদুল আযহার ছুটির জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রীর কাছে।

আরোও দেখুন – Nawshad Siddiqui ISF News: একক শক্তিতে লড়াই করেও যেসব আসনে ভালো ফল করেছে ন‌ওশাদ সিদ্দিকী’র আইএস‌এফ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠিতে ন‌ওশাদ (Nawsad Siddiqui) লিখেছেন

“আপনি নিশ্চয় অবগত আছেন যে আগামী ১৭ জুন (সোমবার) পবিত্র ইদুজ্জোহা উৎসব পালিত হবে। চন্দ্র মাস অনুযায়ী ইদুজ্জোহা, যেটা ত্যাগের উৎসব (Festival Of Sacrifice) হিসেবে পরিচিত সেটা তিনদিন ধরে চলে।
এই উৎসবে আমাদের রাজ্যে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেন। আপনি নিশ্চয় জানেন, এই সময় ছাত্রছাত্রী সহ বহু মানুষ শহর থেকে বাড়ি ফেরেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বিভিন্ন জেলায় যাতায়াত করেন। কেউ কলকাতা থেকে সুদুর উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় যান। আবার উত্তর বঙ্গ থেকেও অনেকে দক্ষিণ বঙ্গের দিকে আসেন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বহু মানুষ, পরিযায়ী শ্রমিক সহ রাজ্যের বাইরে থাকা বহু ছাত্রছাত্রীও এইসময় ঈদ উদযাপনে বাড়ি ফেরেন। ফলে রাস্তাতেই তাঁদের অনেকটা সময় কেটে হয়। বলা বাহুল্য, হাতে কয়েকদিন ছুটি না খাকলে আনন্দের সঙ্গে পরিবারের মাঝে ভালভাবে এই উৎসব উদযাপন করা যায়না। সন্দেহাতীত ভাবে এই ছুটি মানুষকে সবিশেষ উপকার করবে। সুতরাং আমি আপনাকে সনির্বক্ধ অনুরোধ জানাচ্ছি ইদুজ্জোহা উপলক্ষে তিনদিনের ছুটি ঘোষণা করে দিন। আশাকরি আপনি আমার এই অনুরোধ বিবেচনা করে ইতিবাচক ভুমিকা পালন করবেন।”

Isf MLA Nawsad Siddiqui latter to mamata Banerjee for eid ul adha festival


চিঠির শেষ অংশে মুখ্যমন্ত্রী কে শুভেচ্ছাও জানিয়েছেন ন‌ওসাদ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *